Home » অনলাইন ইনকাম » লেখালেখি করে আয় করার ওয়েবসাইট – সেরা ১০টি

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট – সেরা ১০টি

আপনি কি ঘরে বসে অনলাইনে আয় করতে চাচ্ছেন? ঘরে বসে ইনকাম করার দারুণ একটি উপায় হলো লেখালেখি করে আয় বা ইনকাম করা। তাই ঘরে বসে হাতে লিখে আয় করার জন্য কয়েকটি সেরা ও জনপ্রিয় লেখালেখি করে আয় করার ওয়েবসাইট নিয়ে আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো।

বর্তমানে ইন্টারনেট এর যুগে যেকোনো ব্যক্তির পক্ষে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করাটা কঠিন কোনো ব্যাপার নয়। বেশ কিছু অনলাইন কাজে পর্যাপ্ত সময় ও শ্রম দিতে পারলে ঘরে বসে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করাও সম্ভব।

এমনিতে বর্তমানে অনলাইনে টাকা রোজগার করার সহজ উপায় অনেক রয়েছে।

অনলাইন থেকে টাকা আয়ের এই মাধ্যমগুলোর মধ্যে লেখালেখি করে রোজগার করাটা খুবই সহজ এবং লাভজনক একটি মাধ্যম।

আপনি চাইলে বাড়িতে বসেই পার্ট টাইম অথবা ফুল টাইম লেখালেখি করে টাকা ইনকাম করতে পারবেন। আমাদের দেশে অনেক কনটেন্ট রাইটার (content writer) রয়েছেন, যারা লেখালেখি করে বা কনটেন্ট রাইটিং এর মাধ্যমে ভালো পরিমাণে অর্থ উপার্জন করছেন।

ঘরে বসে লেখালেখি করে আয় করতে হলে আপনাকে প্রথমে কনটেন্ট রাইটিং (content writing) শিখতে হবে। অর্থাৎ কিভাবে একটি high quality এবং SEO friendly আর্টিকেল লিখতে হয়, এ বিষয়ে আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে।

আপনার যদি একটি এন্ড্রয়েড মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনি সহজেই একজন আর্টিকেল রাইটার হিসেবে ক্যারিয়ার গড়তে পারবেন।মাত্র এক থেকে দুই মাসের মধ্যেই কনটেন্ট রাইটিং এর কাজ শিখে নিতে পারবেন।

এজন্য আপনাকে Google কিংবা YouTube এ লেখালেখি করে আয় করার বিষয়ে search করে সবকিছু ভালোভাবে জেনে নিতে হবে।

আজকাল প্রচুর পরিমাণে লোকেরা ঘরে বসে অনলাইনে লেখালেখি করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করছেন। আমি নিজেও অনেকদিন থেকে লেখালেখি করার মাধ্যমে ঘরে বসে ভালো পরিমাণে টাকা ইনকাম করছি।

তাই আপনিও যদি অনলাইনে ইনকামের এই আকর্ষণীয় এবং সহজ মাধ্যমটি বেছে নিয়ে থাকেন, তাহলে নিচে সেরা কিছু লেখালেখি করে আয় করার ওয়েবসাইট এর বিষয়ে আমরা আপনাদের জানাতে চলেছি।

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
ঘরে বসে লেখালেখি করে আয় করুন এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে।

আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন, লেখালেখি করা যাদের passion এবং লেখালেখি করতে খুব বেশি পছন্দ করে। এই মানুষগুলো সবসময় লেখালেখি করে আয় করার ওয়েবসাইট পেমেন্ট বিকাশে করে এরকম ওয়েবসাইটগুলো খুঁজে থাকেন।

কারণ বর্তমানে প্রত্যেকেই mobile banking service হিসেবে বিকাশ ব্যবহার করে থাকে। আর লেখালেখি করে আয় করার ওয়েবসাইট থেকে ইনকামের টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট নিলে তাদের অনেক ভালো হয়।

তাই আজকের আর্টিকেলে আমি এমন কিছু জনপ্রিয় বাংলায় লেখালেখি করে আয় করার ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো, যেগুলোতে কাজ করে ইনকামের টাকা বিকাশ পেমেন্ট নিতে পারবেন।

আপনি নিজের পছন্দমতো যেকোনো বিষয়ে লেখালেখি করতে পারবেন। উদাহরণস্বরূপ গল্প, কবিতা, উপন্যাস, বিভিন্ন বিষয়ের উপর তথ্যমূলক রচনা, স্বাস্থ্য (health), খেলাধুলা (sports), রান্না-বান্না (cooking), শিক্ষা (education) ইত্যাদি।

ঘরে বসে হাতে লিখে আয় করার দুই ধরনের ওয়েবসাইট আছে। যেমন,

  • ইংরেজিতে আর্টিকেল লিখে টাকা ইনকাম করার ওয়েবসাইট এবং
  • বাংলায় লেখালেখি করে টাকা ইনকাম করার ওয়েবসাইট।

আপনি যদি ইংরেজি ভাষায় ভালো লেখালেখি করতে পারেন, তাহলে international website গুলোতে লেখালেখি করে আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।

ইংরেজি ভাষায় লেখালেখির দক্ষতা না থাকলেও কোন চিন্তা করবেন না। আপনি চাইলে বাংলা ভাষায় লেখালেখি করেও প্রতি মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।

আমাদের দেশে অনেক কনটেন্ট রাইটার রয়েছেন, যারা বাংলা ভাষাতে লেখালেখি করে হাজার হাজার টাকা ইনকাম করছেন।

তাহলে চলুন কোন কোন ওয়েবসাইটগুলোতে কনটেন্ট লিখে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন এ বিষয়ে নিচে ভালো করে জেনে নিই।

ইংরেজিতে লেখালেখি করে আয় করার ওয়েবসাইট

English হলো একটি আন্তর্জাতিক ভাষা (international language)। আপনি যদি পৃথিবীর অন্য কোন দেশে ভ্রমণ করতে যান এবং সেই দেশের ভাষা না জানেন, তাহলে সেখানকার মানুষদের সাথে communication করার জন্য একমাত্র ভাষা হলো ইংরেজি (English)।

ইংরেজি জানলে পৃথিবীর যেকোনো মানুষের সাথে সহজেই কথাবার্তা বলতে পারবেন।

যেহেতু পৃথিবীর সকলের কাছে ইংরেজি ভাষা সবচেয়ে বেশি জনপ্রিয়, তাই যেকোনো বিষয়ে জানতে হলে সকলেই Google কিংবা YouTube-এ ইংরেজিতে সার্চ করে থাকেন।

তাই ইন্টারনেটে ইংরেজি ভাষা সবচেয়ে বেশি সমৃদ্ধ। অন্যান্য সব ভাষার কনটেন্ট এর মধ্যে ইন্টারনেটে ইংরেজি কনটেন্ট এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি।

এজন্য আপনি যদি ইংরেজিতে ভালো কনটেন্ট লিখতে পারেন, তাহলে আপনি ক্লায়েন্টের ইংরেজিতে কনটেন্ট রাইটিং সার্ভিস দিয়ে টাকা আয় করতে পারবেন।

অনলাইনে বিভিন্ন platform বা website রয়েছে, যেগুলোতে ক্লায়েন্টদের কনটেন্ট রাইটিং সার্ভিস প্রদান করে অর্থ উপার্জন করা যায়।

এছাড়াও অনেক প্লাটফর্ম রয়েছে যেগুলো ইংরেজিতে কনটেন্ট publish করে টাকা ইনকাম করতে পারবেন।

এরকম কিছু ইংরেজিতে আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইট হলো:

  • Freelancer
  • Upwork
  • Fiverr
  • Quora
  • Medium

এসব ওয়েবসাইটে লেখালেখির কাজ করার জন্য নিজের একটি account তৈরি করতে হবে। এরপর এই সাইটগুলোর নিয়ম নীতিমালা সমূহ মেনে বিভিন্ন high quality সম্পন্ন আর্টিকেল লিখে টাকা ইনকাম করতে পারবেন।

তাহলে চলুন জেনে নেওয়া যাক উপরোক্ত ওয়েবসাইটগুলো থেকে কিভাবে লেখালেখি করে টাকা আয় করা যায়।

1. Freelancer

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ফ্রিলান্সিং মার্কেটপ্লেসগুলোর মধ্যে freelancer.com অন্যতম।

এখানে আপনি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজ বা freelancing job দেখতে পারবেন। এই কাজগুলো করে লোকেরা প্রতিনিয়ত এই প্লাটফর্ম থেকে টাকা ইনকাম করছেন।

এই ওয়েবসাইটে যতগুলো ক্যাটাগরির কাজ আপনি দেখতে পারবেন, সেগুলোর মধ্যে অন্যতম একটি ক্যাটাগরি হলো কনটেন্ট রাইটিং (content writing)।

এখানে আপনি প্রতিটি আর্টিকেল বা কনটেন্ট লেখার বিনিময়ে ৫ থেকে ২০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে এজন্য আপনাকে ইংরেজি ভাষাতে বিভিন্ন বিষয়ভিত্তিক আর্টিকেল লিখতে হবে।

একজন ফ্রিলান্সার হিসেবে ক্লায়েন্ট আপনাকে একটি নির্দিষ্ট বিষয় বা টপিকের উপর আর্টিকেল লিখতে বলবে। এরপর আপনাকে সেই টপিকের উপর ভালো মানের আর্টিকেল লিখে দিতে হবে। এভাবে আপনি এই ওয়েবসাইটে লেখালেখি করে আয় করতে পারবেন।

রিলেটেড আর্টিকেল: ফ্রিল্যান্সিং কি এবং নতুনদের জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন

2. Upwork

আপনার যদি ইংরেজি ভাষাতে বিভিন্ন বিষয়ভিত্তিক আর্টিকেল লেখার ভালো অভিজ্ঞতা থাকে, তাহলে আপনার এই প্রতিভাকে কাজে লাগিয়ে আপওয়ার্ক থেকে প্রতি মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।

এই ওয়েবসাইটেও বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজগুলোর পাশাপাশি কনটেন্ট রাইটিং এর কাজ পেয়ে যাবেন। যেখানে আপনার ক্লায়েন্টকে কনটেন্ট লিখে দেওয়ার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

প্রতিটি কনটেন্ট লেখার জন্য আপনি ৫ থেকে ১৫ অথবা ২০ ডলার সহজেই ইনকাম করতে পারবেন।

তবে এজন্য শুধুমাত্র ইংরেজিতে বিষয়ভিত্তিক কনটেন্ট লিখতে পারলে হবে না, লেখার মধ্যে অবশ্যই সৃজনশীলতা থাকতে হবে। এর পাশাপাশি আপনার লেখা আর্টিকেল এসইও ফ্রেন্ডলি হতে হবে।

কিভাবে একটি সেরা আর্টিকেল লিখতে হয় এ বিষয়ে ইউটিউবে আপনারা article writing course করতে পারেন।

3. Fiverr

Freelancer এবং upwork এর মতো এই ওয়েবসাইট থেকেও একইভাবে লেখালেখি করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।

বর্তমান সময়ে লোকদের জন্য ছাত্রছাত্রীদের জন্য ঘরে বসে হাতে লিখে আয় করার জন্য ফাইভার অন্যতম একটি ওয়েবসাইট।

এই ওয়েবসাইটে কাজ করার জন্য প্রথমে একটি ফ্রি একাউন্ট তৈরি করতে হয় এবং নিজের একটি প্রোফাইল তৈরি করতে হয়। এখান থেকে ইনকামের টাকা আপনারা পেপাল কিংবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারবেন।

ঘরে বসে পার্ট টাইম কাজ করে online income করার জন্য fiverr খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট।

4. Quora

এটি হলো এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি প্রশ্ন-উত্তর দিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এটি বিশ্বের সেরা একটি প্রশ্ন উত্তর ওয়েবসাইট হিসেবে পরিচিত।

Quora তে পৃথিবীর বিভিন্ন দেশের লোকেরা যেকোন বিষয়ে জানার জন্য প্রশ্ন করে থাকেন। এই ওয়েবসাইট থেকে টাকা আয়ের জন্য আপনাকে প্রথমে একটি একাউন্ট তৈরি করতে হবে।

এরপর এখানে থাকা বিভিন্ন প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। যখন আপনি প্রশ্নের উত্তর করবেন, তখন উত্তরটি ভালোভাবে সাজিয়ে উপস্থাপন করার চেষ্টা করবেন।

এতে যত বেশি লোকের কাছে আপনার উত্তরটি পৌঁছাবে এবং যত বেশি লোকেরা আপনার উত্তর দেখবে, আপনার quora একাউন্টে তত বেশি টাকা ইনকাম হবে।

Quora থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে কোরা প্রোফাইল মনিটাইজ (monetize) করিয়ে নিতে হবে। এজন্য কোরার নির্দিষ্ট কিছু শর্ত আছে, যেগুলো মেনে আপনাকে কাজ করতে হবে।

প্রোফাইল মনিটাইজ হয়ে গেলে এই ওয়েবসাইটে প্রশ্ন-উত্তর করে এবং বিভিন্ন তথ্যমূলক ব্লগ আর্টিকেল লিখে টাকা ইনকাম করত পারবেন।

5. Medium

ইংরেজিতে লেখালেখি বা কন্টেন্ট রাইটিং করে আয় করার সবথেকে সেরা মাধ্যম হচ্ছে মিডিয়াম (medium)।

মিডিয়াম ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করার জন্য আপনাকে trending এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে লেখালেখি করতে হবে।

এই ওয়েবসাইটে লেখালেখি করার জন্য প্রথমে আপনাকে একটি একাউন্ট তৈরি করতে হবে।

এরপর এখানকার শর্তগুলো মেনে আপনার একাউন্টকে মনিটাইজ করাতে হবে। তারপর এই ওয়েবসাইটে ঘরে বসে লেখালেখি করে ইনকাম করতে পারবেন।

তাহলে এগুলো ছিলো ইংরেজিতে লেখালেখি করে আয় করার কিছু সেরা ওয়েবসাইট বা প্লাটফর্ম। এখন চলুন জেনে নিই বাংলায় আর্টিকেল লিখে আয় করার ওয়েবসাইটগুলোর বিষয়ে।

২. বাংলায় লেখালেখি করে আয় করার ওয়েবসাইট

আপনার যদি ইংরেজিতে আর্টিকেল লেখার অভিজ্ঞতা না থাকে, তাহলে কি আপনি লেখালেখি করে টাকা আয় করতে পারবেন না? এরকমটা ভাবার প্রয়োজন নেই।

কারণ, আপনি চাইলে বাংলাতেও অনলাইনে লেখালেখি করে টাকা আয় করতে পারবেন।

এজন্য আপনাকে বাংলাতে বিভিন্ন বিষয়ভিত্তিক তথ্যবহুল এবং ভালো মানের আর্টিকেল লেখা শিখতে হবে।

আপনি দুইটি উপায়ে বাংলা ভাষায় লেখালেখি করে অর্থ উপার্জন করতে পারবেন। যেমন:

  1. অন্যের ওয়েবসাইটে লেখালেখি করা এবং
  2. নিজেই ওয়েবসাইট তৈরি করে ব্লগিং (blogging) করা

যদিও বাংলা ভাষায় অন্যের ওয়েবসাইটে লেখালেখি করে খুব বেশি টাকা ইনকাম করা যায় না। কিন্তু আপনি যদি কোন ওয়েবসাইটে প্রতি মাসে নির্দিষ্ট স্যালারির বিনিময়ে content writing job করে থাকেন, তাহলে আপনি ভালো পরিমাণে টাকা আয় করতে পারবেন।

এছাড়া যদি আপনি যদি ঘরে বসে লেখালেখি করে প্রতি মাসে ভালো পরিমাণে টাকা আয় করতে চান, তাহলে আপনাকে নিজের একটি অনলাইন ব্লগ (blog) তৈরি করতে হবে। যেখানে নিজের ইচ্ছামতো লেখালেখি করার মাধ্যমে আপনার blogging career শুরু করে দিতে পারবেন।

কিভাবে অনলাইনে লেখালেখি করে আয় করার জন্য ব্লগিং শুরু করবেন এ বিষয়ে আর্টিকেলের শেষের দিকে ভালোভাবে আলোচনা করবো। তাই সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগ সহকারে পড়তে থাকুন।

লেখালেখির মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম পেমেন্ট বিকাশে

আপনি যদি বাড়িতে বসে সহজে বাংলায় লেখালেখি করে ইনকাম করার ওয়েবসাইট খুঁজছেন, তাহলে এরকম বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে যেগুলো আর্টিকেল লিখে দেওয়ার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এবং পেমেন্ট বিকাশে নিতে পারবেন।

এমনিতে ইন্টারনেটে প্রচুর bangla blogs / websites রয়েছে, যেগুলো আর্টিকেল লেখার বিনিময়ে রাইটারদের টাকা দিয়ে থাকে। কিন্তু যে সব ওয়েবসাইটে আর্টিকেল লিখলে আপনারা তুলনামূলক বেশি টাকা ইনকাম করতে পারবেন সেই ওয়েবসাইটগুলো নিচে আপনাদের সাথে শেয়ার করবো।

স্টুডেন্টদের জন্য ঘরে বসে প্রতিদিন অল্প কিছু সময় দিয়ে নিজের হাত খরচের টাকা ইনকাম করার ক্ষেত্রে এই ওয়েবসাইটগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এতে একদিকে তারা যেমন লেখালেখির মাধ্যমে নিজেদের প্রতিভা অনলাইনে হাজার হাজার মানুষদের সামনে তুলে ধরতে পারে, তেমনি এর বিনিময়ে তারা কিছু টাকা ইনকাম করতে পারে।

কনটেন্ট লেখার এই ওয়েবসাইটগুলোতে যেকেউ চাইলে ফ্রিতে নিজের একটি একাউন্ট তৈরি করে নিতে পারেন এবং লেখালেখির মাধ্যমে ইনকাম শুরু করে দিতে পারেন। তাহলে চলুন এরকম কিছু সাইটের ব্যাপারে নিচে বিস্তারিত জেনে নিই।

বাংলাদেশের ৫টি জনপ্রিয় লেখালেখি করে উপার্জন করার ওয়েবসাইট:

1. Techtunes.io: টেকটিউন্স হলো বাংলাদেশের সেরা একটি technology sharing ওয়েবসাইট। এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণে author / writer আছেন, যারা regular বিভিন্ন প্রয়োজনীয় আর্টিকেল লিখে টাকা আয় করছেন। আপনিও এই ওয়েবসাইটে account register করে আর্টিকেল লিখতে পারেন।

2. Trickbd.com: এটিও বাংলাদেশী জনপ্রিয় টেকনোলজি রিলেটেড কনটেন্ট শেয়ারিং forum website। এখানে আপনি নিজের পছন্দমতো বিভিন্ন বিষয়ে সুন্দর সুন্দর আর্টিকেল লিখে টাকা আয় করতে পারবেন। এখান থেকে ইনকামের টাকা বিকাশের মাধ্যমে তুলতে পারবেন। ট্রিকবিডিতে লেখালেখি করে আয় করার সম্পূর্ণ নীতিমালা আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে দেখে নিতে পারবেন।

3. Probangla.com: এই ওয়েবসাইটে আর্টিকেল লিখে আপনি ভালো পরিমাণে টাকা আয় করতে পারবেন। বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

4. Ordinaryit.com: অর্ডিনারী আইটি একটি বাংলা ব্লগ সাইট, যেখানে আপনি আর্টিকেল লিখে ইনকাম করতে পারবেন। এখানে আর্টিকেল লিখে আপনি প্রতি মাসে ৩০০০ থেকে ১৫০০০ টাকা ইনকাম করতে পারবেন এরকমটা সাইটের নীতিমালায় উল্লেখ করা হয়েছে। বিস্তারিত জানতে অর্ডিনারি আইটির rules গুলো দেখে নিতে পারেন।

5. Bloggerbangla.com: এটি একটি Bangla Content Writing Website যেখানে ফ্রী একাউন্ট তৈরি করে লেখালেখি করে টাকা আয় করতে পারবেন।

অবশ্যই পড়ুন:

লেখালেখি করে আয় করার সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক উপায় হলো ব্লগিং (Blogging)

আপনি জানলে অবাক হবেন যে, ঘরে বসে শুধু মাত্র ব্লগিং (blogging) করে আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। সঠিক নিয়মে ব্লগিং করতে পারলে এর দ্বারা জীবিকা অর্জন করা সম্ভব।

ব্লগিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো, ব্লগিং এর যাবতীয় কাজ আপনি ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে করতে পারবেন।

এজন্য আপনার একটি smartphone, computer কিংবা laptop থাকতে হবে। এছাড়া আপনার ডিভাইসে internet connection অবশ্যই থাকতে হবে। এক্ষেত্রে যদি আপনার বাড়িতে WiFi থাকে, তাহলে আরও সুবিধা আরও বেশি।

ওয়েবসাইট বা ব্লগ হলো কতগুলো webpage এর সমষ্টি। এই webpage গুলোতে বিভিন্ন information টেক্সট (text) আকারে থাকে।

ব্লগের প্রতিটি ওয়েবপেজকে এক একটি article বা content বলা হয়। উদাহরণস্বরূপ, আপনি এখন আমার এই আর্টিকেলটি পড়ছেন। এটি আমার ব্লগ Trusted Income Ways এর একটি আর্টিকেল। এই ব্লগে আমরা online income এবং blogging রিলেটেড গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আর্টিকেলগুলো publish করে থাকি।

তাই আপনাকে একটি ব্লগ বানিয়ে সেখানে বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল পাবলিশ করতে হবে। আপনি এমন বিষয়ের উপর ব্লগ তৈরি করবেন, যে বিষয় সম্পর্কে আপনার ভালো জ্ঞান (knowledge) বা অভিজ্ঞতা (experience) রয়েছে।

যখন আমরা একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে ইন্টারনেটে publish করি, তখন বিভিন্ন জায়গা থেকে লোকেরা search engine অথবা direct URL address ইত্যাদির মাধ্যমে আমাদের ব্লগে প্রবেশ (access) করতে পারে। এভাবে লোকেরা প্রতিদিন আমাদের ব্লগে visit করে এবং প্রয়োজনীয় আর্টিকেলগুলো পড়ে থাকে।

কিভাবে নিজের ব্লগে লেখালেখি করে টাকা আয় করবেন?

আপনি যদি blogging এর দ্বারা ঘরে বসে লেখালেখি করে আয় করার কথা ভাবছেন, তাহলে কেবল একটি ব্লগ বা ওয়েবসাইট বানিয়ে বসে থাকলে ইনকাম হবেনা।

এর জন্য আপনার ব্লগে প্রতিদিন ভালো পরিমাণে traffic বা visitors আনতে হবে, যারা regular আপনার লেখা আর্টিকেলগুলো পড়বে।

একটি ব্লগে বিভিন্ন মাধ্যমে visitors আসতে পারে। যেমন: search engine, social media, blog directory বা direct URL address এর মাধ্যমে।

একটি নতুন ব্লগ তৈরি করার পর আপনার ব্লগে ভিজিটরস থাকবে না। এরপর ব্লগে নিয়মিত নতুন নতুন আর্টিকেল পাবলিশ করতে হবে। যখন আপনি রেগুলার কনটেন্ট পাবলিশ করে যাবেন, তখন সেগুলো পড়ার উদ্দেশ্যে লোকেরা আপনার ব্লগে ভিজিট করবে।

প্রথমের দিকে খুব কম পরিমাণে লোকেরা আপনার ব্লগে আসবে। কিন্তু একটা সময় যখন প্রতিদিন ৪০০ থেকে ৫০০ ভিজিটর্স আপনার ব্লগে আসতে শুরু করবে, তখন আপনি Google AdSense এ register করতে পারবেন।এরপর আপনার ব্লগের আর্টিকেলগুলোতে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন লাগিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

বাংলা ব্লগ থেকে টাকা ইনকাম করার জন্য গুগল এডসেন্স সবচেয়ে জনপ্রিয় একটি ইনকামের উপায়। এর সাহায্যেই বেশিরভাগ bangla blogger তাদের ব্লগ থেকে ইনকাম করে থাকেন।

তবে আপনার ব্লগে যদি প্রচুর পরিমাণে ভিজিটর্স থাকে, তাহলে গুগল এডসেন্স ছাড়াও আরো বিভিন্ন উপায়ে ব্লগ থেকে টাকা ইনকাম করতে পারবেন। যেমন:

  • Affiliate marketing করে ইনকাম।
  • কোর্স বিক্রি করে ইনকাম।
  • যেকোনো জিনিসের পেইড রিভিউ লিখে ইনকাম।
  • E-book বিক্রি করে ইনকাম।
  • অন্যান্য জনপ্রিয় এড নেটওয়ার্ক (ad network) ব্যবহার করে ইনকাম।

ঘরে বসে লেখালেখি করে টাকা ইনকাম করার জন্য কিভাবে ব্লগিং শুরু করবেন?

আমি আপনাদের আগেই বলেছি যে, ব্লগিং হলো কনটেন্ট লিখে আয় করার এমন একটি মাধ্যম যেখানে আপনাকে নিজেই একটি লেখালেখি করে আয় করার ওয়েবসাইট বানিয়ে নিতে হবে।

এরপর সেই ওয়েবসাইটে নিজের পছন্দের বিষয় নিয়ে ভালো ভালো আর্টিকেল লিখে গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।

কিন্তু এই জনপ্রিয় উপায়ে ঘরে বসে অর্থ উপার্জন কিভাবে শুরু করবেন এ বিষয়ে যদি আপনার মনে প্রশ্ন আসে, তাহলে কোন চিন্তা করবেন না।

কেননা Google বা YouTube এ search করলে ব্লগিং করে টাকা আয় করার প্রচুর tutorial বা guideline আপনারা পেয়ে যাবেন।

তাছাড়া, কিভাবে ব্লগিং শুরু করতে পারবেন এ বিষয়ে আমি নিচে ধাপে ধাপে উল্লেখ করেছি।

  • একটি blogging niche নির্বাচন (select) করুন। অর্থাৎ যে বিষয়ের উপর আপনার ব্লগে লেখালেখি করতে চান সেটা প্রথমে সিলেক্ট করুন।
  • আপনার ব্লগের একটি domain name বাছাই করুন, যে নামে লোকেরা অনলাইনে আপনার ব্লগটিকে খুঁজে পাবেন।
  • একটি ভালো domain hosting company থেকে domain এবং hosting service রেজিষ্ট্রেশন (registration) করুন।
  • আপনার hosting account এ ওয়ার্ডপ্রেস (WordPress) install করুন।
  • ব্লগকে সুন্দর করে সাজানোর জন্য বা সুন্দর blog design এর জন্য একটি ভালো blogging theme install করুন।
  • একটি ব্লগের জন্য প্রয়োজনীয় WordPress plugin গুলো install এবং setup করুন।ব্লগের সবগুলো settings complete করুন।
  • এরপর রেগুলার ব্লগে নতুন নতুন আর্টিকেল publish করুন। প্রতি সপ্তাহে ২ থেকে ৩ টি আর্টিকেল পাবলিশ করতে পারেন।
  • অবশ্যই high quality এবং SEO friendly আর্টিকেল লেখার চেষ্টা করুন। Keyword research করে আর্টিকেল লিখুন।
  • লোকেরা আপনার ব্লগ আর্টিকেলগুলো যাতে Google search engine এ খুঁজে পেতে পারে এজন্য Google search console এ ব্লগটি submit করুন।
  • এরপর ধীরে ধীরে যখন আপনার ব্লগে daily ৩০০ থেকে ৫০০ জন organic visitors আসতে শুরু করবে, তখন এক বা একাধিক উপায়ে আপনি ব্লগ থেকে টাকা আয় করতে পারবেন।

রিলেটেড: ব্লগারে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে লেখালেখি শুরু করুন

ব্লগিং শুরু করার আগে কোন বিষয়ে জানা প্রয়োজন?

ব্লগিং করে ঘরে বসেই লেখালেখি করে অনলাইনে ইনকাম করা যায় এ বিষয়ে আজকের আর্টিকেলে আপনারা পরিষ্কার ধারণা পেয়ে গেছেন।

তবে ব্লগিং এর সাথে জড়িত এমন কতগুলো বিষয় রয়েছে যেগুলো সম্পর্কে না জেনে blogging start করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না।

এরকম একটি গুরত্বপূর্ণ বিষয় হলো SEO Friendly Article / Content লেখা।

বর্তমানে লোকেরা যেকোন information পাওয়ার জন্য আগে গুগলে গিয়ে সার্চ করে থাকেন। এজন্য যেকোন একটি ওয়েবসাইটে সহজে traffic / visitors পাওয়ার সেরা উপায় হলো search engine.

Google, bing কিংবা yahoo এর মতো search engine গুলোতে আমাদের ব্লগ সাবমিট করে এগুলো থেকে আমরা ব্লগে ভিজিটর্স পেতে পারি।

একটি ওয়েবসাইট বা ব্লগে ভিজিটরের পরিমাণ যত বেশি হবে, সেই ব্লগ থেকে ইনকামের পরিমাণও তত বেশি হবে।

আর Search Engine Optimization (SEO) হলো এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ব্লগের আর্টিকেলগুলোকে search engine গুলোর first page এ rank করানো যায়।

যখন আপনার ব্লগের কোন আর্টিকেল সার্চ ইঞ্জিনের প্রথম পেজে দেখানো হবে তখন প্রচুর পরিমাণে organic visitors সেই আর্টিকেলের দ্বারা আপনার ব্লগে আসবে।

একটি আর্টিকেলে এসইও (SEO) এর প্রয়োগ করে, keyword optimization করে SEO Friendly আর্টিকেলে রূপান্তর করা যায়।

এজন্য ব্লগে লেখালেখি শুরু করার আগে কিভাবে একটি সেরা আর্টিকেল লিখতে হয় এবং কিভাবে ব্লগ আর্টিকেলে SEO এর ব্যবহার করতে হয় এই বিষয়ে সঠিক জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ।

তাই লেখালেখি করে টাকা ইনকাম করার জন্য দুই ধরনের SEO Optimization প্রক্রিয়া যেমন: On-page SEO এবং Off-page SEO ভালোভাবে শিখে নেওয়া উচিত।

ফেসবুকে লেখালেখি করে ইনকাম করুন

আপনার যদি সুন্দর এবং আকর্ষণীয় লেখালেখির দক্ষতা থাকে তাহলে ফেসবুকের মাধ্যমেও ঘরে বসে হাতে লিখে টাকা আয় করতে পারবেন।

এজন্য আপনার একটি popular facebook page বা facebook group থাকতে হবে।

ফেসবুকে লেখালেখি করার মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন এ বিষয়ে আমি আগেই একটি আর্টিকেল লিখেছি। আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য আগের আর্টিকেলটি পড়ুন – ফেসবুকে লেখালেখি করে আয় করার সেরা উপায়

FAQ’s

বাংলা লেখালেখি করে আয় করার ওয়েবসাইটগুলো কি কি?

বাংলায় আর্টিকেল লিখে ইনকাম করার কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইট হলো Trickbd, Techtunes, Bloggerbangla, Ordinaryit ইত্যাদি।

Q. ঘরে বসে হাতে লিখে আয় করার সেরা উপায় কি?

ঘরে বসে লেখালেখি করে টাকা আয় করার সবচেয়ে জনপ্রিয় উপায় হলো ব্লগিং। সঠিকভাবে ব্লগিং করতে পারলে আপনি খুব সহজেই ঘরে বসে কাজ করে চাকরির চেয়েও বেশি টাকা আয় করতে পারবেন।

Q. লেখালেখি করে আয় করার জন্য যোগ্যতা কি লাগবে?

আপনি একজন স্টুডেন্ট হিসেবেই লেখালেখি মাধ্যমে ইনকাম করতে পারবেন। এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেরা আর্টিকেল লেখার দক্ষতা।

আমাদের শেষ কথা

তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলে ঘরে বসে লেখালেখি করে আয় করার ওয়েবসাইটগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে।

আপনি যদি লেখালেখি করে উপার্জন করতে চাচ্ছেন, তাহলে উপরে বলা ওয়েবসাইটিগুলো আপনাদের কাজে আসবে।

আর লেখালেখি করে আয় করার সবচেয়ে সেরা উপায় হলো freelance content writing এবং blogging. যেগুলো আপনি ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন।

তবে লেখালেখি জব শুরু করার আগে এর সাথে জড়িত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাকে ভালোভাবে জেনে নিতে হবে।

যদি লেখালেখির ওয়েবসাইট নিয়ে আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন।

Similar Posts

18 Comments

  1. খুব দরকারি তথ্য পেলাম আপনার article পরে, ধন্যবাদ ।

  2. Excellent Writing. It is so helpful. I want to be a article writer. Can you help me? I have enough english article writing skill. I need to know how to income by article writing. Can you share your mobile no?

    1. শুরু করার আগে নির্দিষ্ট একটি কাজের বিষয়ে সবকিছু ভালোভাবে জানুন, দক্ষ হয়ে উঠুন, তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে না।

      1. আসসালামু আলাইকুম,,ভাইয়া আমিও কিছু করতে চাই। কিন্ত সঠিক গাইডলাইন পাচ্ছি না। কিভাবে শুরু করবো বা ফেইজবুক গ্রুপ ক্রিয়েট করবো জানিনা।

    2. দেখুন, অনলাইনে করা যাবে এরকম অনেক কাজ সম্পর্কে আমাদের ব্লগের বিভিন্ন আর্টিকেলে বলা হয়েছে। আপনি যে কাজটি করবেন সেটি আগে ভালোভাবে শিখুন, দক্ষ হয়ে উঠুন।

  3. আমি কাজটা করতে চাই, শিখতে চাই, যাতে করে নিজের খরচটা নিজেই চালাতে পারি।

    1. কনটেন্ট রাইটিং এর কাজ শিখতে চাইলে আপনি গুগল কিংবা ইউটিউবে সার্চ করলে ভালো ভালো টিউটোরিয়াল ফ্রিতেই পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *