Google থেকে টাকা ইনকাম করার সেরা ৮টি মাধ্যম
কিভাবে গুগল থেকে টাকা আয় করবেন? (How to earn money from Google):
বর্তমান সময়ে অনলাইন ইনকাম (online income) করার বিভিন্ন মাধ্যম রয়েছে। লোকেরা আজকাল ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের অনলাইন কাজগুলো পার্ট টাইম কিংবা ফুল টাইম করে টাকা আয় করছেন।
ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করার জন্য যেসকল কাজ বা অনলাইন জব (online job) রয়েছে, সেগুলোর মধ্যে Google থেকে টাকা ইনকাম করার মাধ্যমগুলো সবথেকে সহজ।
Google হলো বিশ্বের সেরা একটি internet search engine. এটি ছাড়া আমরা একটি দিনও পার করতে পারি না।
কিন্তু গুগল থেকে টাকা আয় করা কি সম্ভব?
এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হলো, “হ্যাঁ”।
গুগলের এমন কতগুলো tools, features, services এবং platform রয়েছে, যেগুলোর মাধ্যমে লোকেরা খুব সহজেই অনলাইনে টাকা আয় করতে পারেন।
আমি নিজেও এই মাধ্যমগুলো ব্যবহার করে প্রতি মাসে গুগল থেকে ভালো পরিমাণে টাকা আয় করছি।
তাই আপনি যদি গুগল থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় এ বিষয়ে জানতে চাচ্ছেন, তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি ভালোভাবে পড়ুন।
গুগল থেকে টাকা আয় কেন করবেন?
গুগল থেকে আপনার কেন টাকা আয় করা উচিত বা online income এর অন্যান্য মাধ্যমগুলোর মধ্যে কেন আপনি গুগলকে বেছে নিবেন?
এর কারণ হলো,
১. ইন্টারনেট থেকে টাকা আয়ের যত মাধ্যম বা উপায় রয়েছে, সেগুলোর মধ্যে Google থেকে টাকা আয় করা সবচেয়ে বেশি সহজ এবং লাভজনক।
২. ঘরে বসে গুগলের মাধ্যমে টাকা আয় করার জন্য আপনার খুব বেশি investment এর প্রয়োজন হবে না। আপনি চাইলে স্বল্প খরচে বা একদম ফ্রিতেও কাজ করা শুরু করতে পারবেন।
৩. গুগল হলো বিশ্বের সেরা এবং বড় Search Engine. গুগলে প্রতিদিন ৩.৫ বিলিয়নেরও অধিক search করা হয়। এ কারণে গুগল থেকে খুব সহজেই ভালো পরিমাণে audience পাওয়ার সুযোগ আপনার রয়েছে।
৪. বাড়িতে বসে computer, laptop অথবা smartphone এর সাহায্যে কাজ করতে পারবেন। এমনকি স্টুডেন্টরাও অনলাইনে পার্ট টাইম কাজ করে আয় করার জন্য গুগলকে বেছে নিতে পারেন।
৫. গুগল থেকে কিভাবে ঘরে বসে ইনকাম করবেন এ ব্যাপারে আপনাকে সাহায্য করার জন্য গুগলে নিজস্ব কিছু forum, community, tutorial ইত্যাদি রয়েছে। যেগুলোর সাহায্যে আপনি নিজের skill develop করতে পারবেন।
৬. সাধারণত অনলাইনে freelancing website গুলো কিংবা অন্যান্য প্লাটফর্মগুলো থেকে ইনকাম করা টাকা তোলার ক্ষেত্রে international payment method এর দরকার হয়। কিন্তু গুগলের প্লাটফর্মগুলো থেকে আয় করা টাকা আপনি bank account এর মাধ্যমে নিতে পারবেন।
Google থেকে টাকা ইনকাম করার সেরা ৮টি উপায়
গুগল এর একাধিক services বা platforms রয়েছে, যেগুলো আমাদের অনলাইনে ইনকাম করার সুযোগ দিয়ে থাকে।
তাই আপনিও যদি একজন content creator হিসেবে গুগল থেকে ইনকাম করার উপায় খুঁজছেন, তাহলে আপনার জন্য বেশ কিছু easy এবং profitable উপায় সম্পর্কে নিচে বলে দেওয়া হয়েছে।
মনে রাখবেন, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ লোকেরা Google এর এসব money earning platform গুলো ব্যবহার করে টাকা আয় করছেন, এজন্য এসব কাজের ক্ষেত্রে প্রচুর প্রতিযোগিতা (competition) রয়েছে।
তাই যখন আপনি কোন একটি প্লাটফর্ম থেকে ইনকামের উদ্দেশ্যে কাজ করতে যাবেন, তার আগে সেটার ব্যাপারে সব ধরনের জ্ঞান বা দক্ষতা অর্জন করতে হবে।
ভালো knowledge বা skill ছাড়া অনলাইন থেকে টাকা ইনকাম করা সম্ভব নয়। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন।
ইনকামের উপায়: | সম্ভাব্য আয়ের পরিমাণ: |
---|---|
Blogging করে আয় | 30$ – 300$ |
YouTube Channel থেকে আয় | 30$ – 300$ |
Google Play Store | 50$ – 200$ |
Google AdSense | 50$ – 500$ |
Google AdMob | 30$ – 250$ |
Google Blogspot | 30$ -250$ |
Google Opinion Rewards | 1$ – 5$ |
Write & Sell Books On Google Play | পরিবর্তনশীল |
কিভাবে গুগল থেকে টাকা আয় করবেন?
নিচে Google এর মাধ্যমে internet থেকে টাকা আয় করার সেরা এবং কার্যকর উপায়গুলোর বিষয়ে আমি আপনাদের বলতে চলেছি।
সঠিকভাবে কাজ করলে এসব উপায়ে আপনারা গুগল থেকে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন।
১. Blogging করে ইনকাম
গুগল থেকে টাকা আয়ের সবচেয় জনপ্রিয় উপায় হলো ব্লগিং (blogging)।
Blogger বা Blogspot হলো গুগলের এমন একটি platform যেখানে প্রত্যেকেই নিজের একটি blog বা website খুব সহজেই তৈরি করে নিতে পারেন।
আপনার কেবল একটি জিমেইল একাউন্ট (gmail account) থাকলেই blogger ব্যবহার করে মাত্র ৫ মিনিটে একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
সাধারণত একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করার জন্য একটি ডোমেইন নাম (domain name) এবং একটি ওয়েব হোস্টিং (web hosting) প্যাকেজের অবশ্যই প্রয়োজন হয়। যেগুলো অনলাইনে বিভিন্ন company থেকে ক্রয় করতে আমাদের টাকা খরচ করতে হয়।
এছাড়াও ওয়েবসাইটের SSL Certificate অথবা ব্লগ ডিজাইনের জন্য theme বা template কিনতে খরচ করতে হয়।
কিন্তু Google blogger নামে এই free website builder platform টি ব্যবহার করে আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং ব্লগকে Google AdSense এর দ্বারা monetize করিয়ে ইনকাম করতে পারবেন।
বর্তমানে ঘরে বসে ইন্টারনেট থেকে টাকা আয় করার জন্য লোকেরা ব্লগিংকে বেছে নিচ্ছেন। কেননা অন্যান্য অনলাইন কাজগুলোর তুলনায় ব্লগিং অনেক সহজ এবং এর থেকে সফলতা খুব তাড়াতাড়ি পাওয়া যায়।
আপনার যদি লেখালেখি বা content writing এর ভালো অভিজ্ঞতা (experience) থাকে, তাহলে ভালো ভালো কনটেন্ট publish করার মাধ্যমে ব্লগে দ্রুত ভালো organic traffic / visitors আনতে পারবেন।
আর যত বেশি পরিমাণে visitors আপনার ব্লগে আসবে, গুগল এডসেন্স কিংবা অন্যান্য উপায়ে তত বেশি ইনকাম আপনি generate করতে পারবেন।
একটি ভালো traffic / visitors থাকা ব্লগ থেকে প্রতিদিন ৫ থেকে ২০ ডলার খুব সহজেই ইনকাম করা যায়।
অনলাইন ব্লগ থেকে টাকা ইনকাম করার উপায় – (স্টেপ বাই স্টেপ)
- আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে প্রথমে একটি gmail account খুলে নিন।
- Blogger.com ওয়েবসাইটের homepage এ প্রবেশ করুন এবং “Creat your blog” লেখাতে click করুন।
- আপনার ব্লগের title, domain name বা URL address সঠিকভাবে দিয়ে একটি ব্লগ তৈরি করে নিন।
- ব্লগ ডিজাইনের জন্য একটি সুন্দর theme বা template নির্বাচন করুন। ব্লগে অবশ্যই একটি simple, fast এবং SEO friendly থিম ব্যবহার করবেন।
- ব্লগে নিয়মিত ভালো ভালো এবং high quality আর্টিকেল publish করুন। আর্টিকেল লেখার আগে অবশ্যই keyword research করে নিবেন। সবসময় unique article লেখার চেষ্টা করবেন। Copyright আর্টিকেল কখনোই ব্লগে পাবলিশ করবেন না।
- আর্টিকেল লেখার সময় অন পেজ এসইও (On-page SEO) এর ব্যবহার অবশ্যই করবেন, যাতে আপনার লেখা আর্টিকেল গুগলে তাড়াতাড়ি এবং first page এ rank করে।
- যখন আপনার ব্লগে ভালো পরিমাণে organic traffic আসা শুরু হবে, তখন আপনার ব্লগকে মনিটাইজ করার জন্য গুগল এডসেন্স এর apply করবেন।
- গুগল এডসেন্স approved হয়ে গেলে আপনার লেখা আর্টিকেলগুলোতে বিজ্ঞাপন (advertisements) দেখিয়ে টাকা আয় করা শুরু করতে পারবেন।
- যদি আপনার ব্লগে প্রচুর পরিমাণে high quality organic traffic আসে, তাহলে affiliate marketing এর মাধ্যমেও ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।
একটি নতুন অনলাইন ব্লগ কিভাবে তৈরি করবেন এবং কিভাবে setup করবেন এ বিষয়ে ভালোভাবে জানার জন্য আপনারা ইউটিউবে tutorial দেখে নিতে পারেন।
- ফ্রি ব্লগ থেকে আয় কিভাবে করবেন?
- লেখালেখি করে আয় করার সেরা ১০টি ওয়েবসাইট
- ফেসবুকে লেখালেখি করে আয় করার উপায়
২. YouTube থেকে ইনকাম
ইউটিউব হলো Google এর একটি ভিডিও শেয়ারিং সাইট। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর তালিকায় সবার উপরে রয়েছে ইউটিউব, যার প্রতিদিন ৩০ মিলিয়নেরও বেশি users রয়েছে।
YouTube হলো Google থেকে টাকা ইনকামের খুবই জনপ্রিয় একটি মাধ্যম।
বিশ্বজুড়ে হাজার কনটেন্ট ক্রিয়েটর ইউটিউব ভিডিও এর মাধ্যমে মানুষদেরকে তাদের দক্ষতা বা প্রতিভা (talent) দেখিয়ে টাকা ইনকাম করছেন।
আপনিও একজন content creator হিসেবে নিজের একটি YouTube Channel তৈরি করে সেখানে বিভিন্ন বিষয়ভিত্তিক ভিডিও upload করতে পারেন।
যখন আপনার আপলোড করা ভিডিওগুলো প্রচুর পরিমাণে লোকেরা দেখবে, তখন আপনি একজন successful Youtuber হয়ে দাঁড়াতে পারবেন।
এভাবে একদিকে আপনি মানুষের কাছে video content এর মাধ্যমে খ্যাতি অর্জন করতে পারবেন, অন্যদিকে আপনি ইউটিউব চ্যানেল থেকে লক্ষ লক্ষ টাকা আয়ের সুযোগ পাবেন।
একটি ব্লগের মতো আপনার ইউটিউব চ্যানেলকেও গুগল এডসেন্স এর সাথে connect করতে পারবেন YouTube partner program এ যুক্ত হওয়ার মাধ্যমে।
এরপর আপনার চ্যানেলের ভিডিওতে video advertisements দেখানোর মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
এছাড়াও যখন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে subscribers থাকবে, তখন আপনি sponsorships, affiliate marketing ইত্যাদি মাধ্যমে বাড়তি টাকা ইনকামের সুযোগ পাবেন।
ইউটিউব চ্যানেল থেকে টাকা আয় করার স্টেপ (steps)
- ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনাকে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে। যদি ইতোমধ্যে আপনার একটি জিমেইল একাউন্ট থাকে, তাহলে সেটা দিয়ে একটি ইউটিউব চ্যানেল বানাতে পারবেন। আর যদি google account না থাকে, তাহলে একটি একাউন্ট বানিয়ে নিন।
- আপনার ইউটিউব চ্যানেলের একটি সুন্দর নাম দিন।
- চ্যানেলে একটি logo এবং cover photo সেট করুন। সেই সাথে channel description সেট করুন।
- এরপর আপনার কাজ হলো আপনার চ্যানেল niche বা topic এর উপর সুন্দর এবং কাজের ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করা। ইউটিউব চ্যানেলে আপলোডের জন্য অবশ্যই unique এবং high quality ভিডিও তৈরি করতে হবে।
- ভিডিও upload এর সময় সঠিক এবং আকর্ষণীয় video title এবং description সংযুক্ত করুন। ভিডিওতে সুন্দর সুন্দর thumbnail ব্যবহার করুন।
- আপনার ভিডিওগুলোতে monetize করিয়ে চ্যানেল থেকে টাকা আয় করার জন্য আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হতে হবে।
- YouTube Partner Program এ যুক্ত হওয়ার জন্য আপনাকে ইউটিউবের কিছু নিয়ম কানুন বা শর্ত পূরণ করতে হবে। যেমন: আপনার ইউটিউব চ্যানেলে গত এক বছরে ১০০০ subscribers এবং ৪০০০ ঘন্টা watch time থাকতে হবে।
- যদি আপনার চ্যানেলের দ্বারা এই শর্তগুলো পূরণ হয়, তাহলে আপনি চ্যানেলকে Google AdSense এর সাথে connect করতে পারবেন। অর্থাৎ আপনি YouTube Channel Monetization এর জন্য গুগল এডসেন্স এর apply করতে পারবেন।
- যদি আপনি ইউটিউবের যাবতীয় নিয়মগুলো মেনে unique এবং high quality video আপনার চ্যানেলে upload করেন, তাহলে কিছুদিনের মধ্যেই Google Adsense আপনার ইউটিউব চ্যানেলটিকে approve করবে।
- এরপর আপনি আপনার চ্যানেলের ভিডিওগুলোতে বিজ্ঞাপন (advertisements) দেখিয়ে টাকা আয় করতে পারবেন।
এভাবে, আপনারা ইউটিউব চ্যানেল এবং এডসেন্স ব্যবহার করে Google থেকে টাকা আয় করতে পারবেন।
অবশ্যই পড়ুন:
- কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায় ?
- ইউটিউবে কী কী বিষয়ে ভিডিও তৈরী করলে ভালো হবে ?
- কিভাবে ইউটিউব ভিডিও বানাবো ?
- ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম
৩. Google Play Store থেকে আয়
প্রত্যেক android smartphone ব্যবহারকারীরা Google Play Store নামে Google এর এই প্লাটফর্মটিকে অবশ্যই চিনেন। এখান থেকে যেকোনো ধরনের android apps গুলো মোবাইলে download করা যায়।
কিন্তু আপনি কি জানেন, আপনিও Google play store প্লাটফর্মটি ব্যবহার করে গুগল থেকে টাকা ইনকাম করতে পারবেন?
হ্যাঁ অবশ্যই। গুগল প্লে স্টোরের মাধ্যমে আপনিও নিজের app development এর দক্ষতা বা প্রতিভাকে সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরতে পারবেন।
যদি আপনি একজন অভিজ্ঞ app developer হন, অথবা আপনি নতুন অ্যাপ তৈরি করা শিখছেন, তাহলে Google play store আপনার প্রতিভাকে প্রকাশ করার জন্য একটি perfect place হিসেবে বিবেচিত হতে পারে।
কেননা গুগল প্লে স্টোরে যেকেউ নিজের অ্যান্ড্রয়েড অ্যাপ publish করতে পারেন এবং অ্যাপে বিজ্ঞাপন (ads) দেখিয়ে টাকা আয় করতে পারবেন।
আপনি হয়তো যেকোনো এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করার সময় লক্ষ্য করেছেন যে, কিছু সময় পর পর অ্যাপগুলোতে কতগুলো বিজ্ঞাপন অবশ্যই দেখানো হয়। এই সব বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে অ্যাপের মালিকরা বা app developer -রা টাকা ইনকাম করে থাকে।
যেকোনো android app থেকে আয় করার জন্য Google এর আরেকটি platform হলো Google admob.
বিভিন্ন website, blog বা youtube channel গুলো থেকে টাকা আয় করার জন্য যেমন Google adsense এর সাহায্যে monetize করানো হয়, একইভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে টাকা ইনকাম করার জন্য অ্যাপটিকে Google admob এর সাথে সংযুক্ত (connect) করতে হয়।
যখন আপনি একটি android app তৈরি করে সেখানে Google admob এর বিজ্ঞাপন লাগিয়ে Google play store এ অ্যাপটিকে publish করবেন। তখন লোকেরা আপনার অ্যাপটি ডাউনলোড করে তাদের মোবাইলে ব্যবহার করার সময় সেসব বিজ্ঞাপন তারা দেখতে পারবেন।
আর এভাবেই আপনি মোবাইল অ্যাপ তৈরি করে Google থেকে টাকা আয় করতে পারবেন।
মনে রাখবেন, প্লে স্টোরে অ্যাপ পাবলিশ করার জন্য আপনার একটি Google Wallet Merchant Account এর প্রয়োজন হবে। এই account-টি registration করার জন্য আপনাকে 25$ পে করতে হবে।
গুগল প্লে স্টোর থেকে কিভাবে আয় করবেন? (স্টেপ বাই স্টেপ)
- গুগল প্লে স্টোর থেকে টাকা ইনকামের জন্য সবচেয়ে প্রথমে আপনাকে একটি Google Play Console একাউন্ট তৈরি করতে হবে। এর জন্য আপনাকে registration fee হিসেবে ২৫ ডলার গুগলকে দিতে হবে।
- গুগল প্লে কনসোল একাউন্ট খোলার পর আপনার এন্ড্রয়েড অ্যাপ বানাতে হবে। আপনি নিজেও অ্যাপ বানাতে পারেন অথবা একজন অ্যাপ ডেভেলপার এর দ্বারা আপনার পছন্দমতো একটি অ্যাপ বানিয়ে নিতে পারবেন।
- অ্যাপ তৈরি করার পর আপনাকে গুগল এডমব একাউন্ট খুলতে হবে।
- আপনার অ্যান্ড্রয়েড অ্যাপটিকে গুগল এডমব একাউন্ট এর সাথে connect করতে হবে এবং Admob এর বিজ্ঞাপন সেট করতে হবে।
- এরপর আপনার অ্যাপটিকে গুগল প্লে স্টোরে submit / upload করতে হবে এবং approval এর জন্য অপেক্ষা করতে হবে।
- যখন গুগল আপনার অ্যাপটিকে approve করবে তখন অ্যাপটিকে Play store এ খুঁজে পাওয়া যাবে।
- এরপর বিভিন্ন উপায়ে আপনার অ্যাপটিকে promote করতে হবে এবং users বাড়াতে হবে।
- ধীরে ধীরে যখন লোকেরা আপনার অ্যাপটি ডাউনলোড করে তাদের মোবাইলে install করবেন, তখন তারা কিছু বিজ্ঞাপন দেখবেন।
- যত বেশি পরিমাণে লোকেরা আপনার অ্যাপ install করবেন, তত বেশি পরিমাণে বিজ্ঞাপনে view হওয়ার সুযোগ থাকবে। আর লোকেরা যত বেশি বিজ্ঞাপন (ads) দেখবেন, তত বেশি ইনকাম আপনার Google admob একাউন্টে জমা হতে থাকবে।
এভাবেই আপনারা মোবাইল অ্যাপ তৈরি করে গুগল প্লে স্টোর থেকে অনলাইনে আয় করতে পারবেন।
গুগল এডমব এর বিজ্ঞাপন দেখানো ছাড়াও আপনি in-app purchases, spsponsorships, paid subscriptions ইত্যাদি মাধ্যমে অ্যাপ থেকে টাকা আয় করতে পারবেন।
৪. Google Opinion Rewards এর মাধ্যমে অনলাইনে আয়
গুগল প্লে স্টোরে থাকা টাকা ইনকাম করার অ্যাপগুলোর মধ্যে Google opinion reward হলো সেরা একটি অ্যাপ।
এখানে আপনি বিভিন্ন সহজ survey গুলো দ্রুত complete করার মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
আপনি প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে খুব সহজেই সার্ভেগুলো সম্পূর্ণ করে গুগল থেকে টাকা আয় করা শুরু করে দিতে পারবেন।
এখানে প্রতিটি সার্ভে সম্পূর্ণ করার জন্য আপনি 1$ পর্যন্ত পেতে পারেন। এভাবে আপনি এখানে সময় দিয়ে কাজ করলে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে সক্ষম হবেন।
আপনাকে নিয়মিত বিভিন্ন company, product বা service গুলোর সাথে related কিছু paid survey প্রদান করা হবে যেখানে আপনার নিজস্ব মতামত, পরামর্শ এবং অভিজ্ঞতা গুলো গুগলের সাথে share করতে হবে।
কিভাবে Google opinion reward থেকে আয় করবেন?
- গুগল ওপিনিয়ন রিওয়ার্ড থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটারে Google opinion reward এপ্লিকেশনটি install করতে হবে।
- এরপর আপনার জিমেইল একাউন্ট দিয়ে অ্যাপটিতে sign in করতে হবে। এখন আপনার নিজের সম্পর্কে কিছু basic information চাওয়া হবে আপনার জন্য উপযুক্ত সার্ভেগুলো আপনাকে প্রদান করার জন্য।
- এরপর যখন নতুন কোন সার্ভে আপনাকে প্রদান করা হবে তখন notification এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
- যখনই নতুন সার্ভের নোটিফিকেশন পাবেন, তখন অ্যাপটি open করে survey complete করলে আপনি কিছু Google play credits পেয়ে যাবেন।
- এইসব গুগল প্লে ক্রেডিট ব্যবহার করে প্লে স্টোর থেকে আপনি বিভিন্ন অ্যাপস, গেমস এবং অন্যান্য ডিজিটাল কনটেন্টগুলোতে purchases করতে পারবেন।
৫. Google AdSense এর মাধ্যমে গুগল থেকে ইনকাম
গুগল এডসেন্স হলো গুগল এর একটি advertising network, যেটি ব্যবহার করে লক্ষ লক্ষ লোকেরা টাকা ইনকাম করছেন।
গুগল এডসেন্স এর মাধ্যমে ওয়েবসাইট, ব্লগ এবং ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করানো যায় এবং বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করা যায়।
Google থেকে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ, লাভজনক এবং কার্যকর উপায় হলো গুগল এডসেন্স। আটারো বছর বয়সের যেকেউ একটি গুগল এডসেন্স একাউন্ট register করতে পারে।
এডসেন্স থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমেই আপনার প্রয়োজন হবে একটি অনলাইন ব্লগ বা ইউটিউব চ্যানেল।
যখন আপনি একটি ব্লগ তৈরি করবেন এবং ব্লগে প্রতিদিন ভালো পরিমাণে organic traffic আসবে, তখন ব্লগের আর্টিকেলগুলোতে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
ব্লগে গুগল এডসেন্স এর দ্বারা বিভিন্ন টেক্সট, ইমেজ এবং ভিডিও বিজ্ঞাপনগুলো দেখানো হয়ে থাকে।
আবার, ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের মাধ্যমেও গুগল এডসেন্স থেকে আয় করা যায়।
মনে করুন, আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করলেন। এরপর যখন আপনার চ্যানেলে গত ১২ মাসে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম সম্পূর্ণ হয়ে গেলে গুগল এডসেন্স এর সাথে চ্যানেলকে সংযুক্ত করতে পারবেন।
এরপর আপনার ভিডিওগুলোতে video ads দেখিয়ে টাকা আয় করতে পারবেন।
গুগল এডসেন্স থেকে অসংখ্য লোকেরা ঘরে বসেই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন। আপনিও যদি এই মাধ্যমে গুগল থেকে অর্থ উপার্জন করতে চান, তাহলে content writing এর সবকিছু ভালোভাবে শিখে নিয়ে একটি online blog তৈরি ব্লগিং শুরু করে দিতে পারেন।
একটা সময় যখন আপনার ব্লগে ভালো পরিমাণে visitors আসবে, তখন আপনি গুগল এডসেন্স থেকে আয় করা শুরু করে দিতে পারবেন।
Google থেকে টাকা ইনকাম: FAQ
গুগল থেকে টাকা ইনকামের সেরা তিনটি উপায় হলো Google AdSense, YouTube Channel এবং Google Play Store. এই মাধ্যমগুলোর সাহায্যে আপনারা নিশ্চিতভাবে গুগল থেকে ইনকাম করতে পারবেন।
হ্যাঁ, গুগলের বেশ কিছু products, services বা platoforms রয়েছে, যেগুলো বিশ্বজুড়ে মানুষদের কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াই টাকা আয়ের সুযোগ প্রদান করে থাকে।
দেখুন, গুগল থেকে আপনি কত টাকা ইনকাম করবেন সেটা সম্পূর্ণ আপনার কাজের দক্ষতা এবং পরিমাণের উপর নির্ভর করে। তবে বিশ্বজুড়ে হাজার হাজার bloggers, youtubers এবং app developers রয়েছেন, যারা গুগল থেকে প্রতিমাসে লাখ লাখ টাকা ইনকাম করছেন।
সর্বশেষ
তাহলে বন্ধুরা, আজকের আর্টিকেলে Google থেকে টাকা ইনকাম করার সেরা ৮টি উপায় সম্পর্কে আমি আপনাদের বলেছি।
আশা করি আর্টিকেলটি পড়ার পর আপনারা How to Earn Money from Google এ বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন।
উপরে বলা যেকোনো একটি উপায় বা মাধ্যমে আপনারা গুগল থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।
তবে আপনি যদি সহজে, কম সময়ে এবং ইনভেস্ট ছাড়াই গুগল থেকে টাকা আয়ের ইনকাম খুঁজে থাকেন, তাহলে blogging শুরু করার পরামর্শ আমি দিবো।
যদি আর্টিকেলটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়ার শেয়ার করবেন। আর আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাবেন।
অবশ্যই পড়ুন –
Thanks google theke income korar upay share korar jonno.
Thanks.
Thanks.
Thank you too.
Very helpful post.
Thanks.
আমি ও টাকা ইনকাম করতে চাই
আপনি অনলাইনে নতুন হয়ে থাকলে ব্লগিং সাইট বানিয়ে গুগল এডসেন্স নিয়ে কাজ করা সহজ হবে।
ভালো, কিন্তু আমি কিভাবে টাকা ইনকাম করবো এজন্য আমার গাইড লাইন দরকার কেহ কি আছেন আমাকে সাহায্যে করতে পারবেন
ঠিক আছে
আমিও টাকা ইনকাম করতে চাই
এটা খুব ভালো কাজ কিন্তু আমিও টাকা ইনকাম করতে চাই প্লিজ আমাকে সাহায্য করেন
আমি টাকা ইনকাম করতে চাই
এজন্য আপনাকে আর্টিকেলে উল্লেখ করা যেকোনো একটি কাজ ভালোভাবে শিখে নিতে হবে।
আমি চাই আমার নিজের পায়ে দাঁড়াতে।
আমিও কাজ করতে চাই দয়া করে সাহায্য করেন।
অনলাইনে কাজ করে ইনকাম করার বিষয়ে আমাদের ব্লগে অনেক আর্টিকেল রয়েছে যেগুলো পড়লে আপনি এই বিষয়ে পরিষ্কার ধারণা পেয়ে যাবেন।
স্যার ব্লগিং করে টাকা ইনকাম করতে চাই এ বিষয়ে আপনি আমাকে সহযোগিতা করলে ভাল হয়।আর আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার মোবাইল নম্বরটা দিলে খুব ভাল হয়।
অনুগ্রহ করে সাইটের কন্টাক্ট পেজ থেকে আমার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।
Sar ami faruk
Sar akon ki kortea hobe
আপনি কোন কাজটি করতে চাচ্ছেন দয়া করে বুঝিয়ে বলুন।