Home » অনলাইন ইনকাম » দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম করার জনপ্রিয় উপায়: ১৪টি

দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম করার জনপ্রিয় উপায়: ১৪টি

আপনি কি জানতে চাচ্ছেন, ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম করার উপায়গুলো কী কী?

যদি হ্যাঁ, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।

কারণ, ঘরে বসে অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায় এ বিষয়ে আজকের আর্টিকেলে আমি আলোচনা করতে চলেছি।

দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম করার উপায়
কিভাবে ঘরে বসে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করা যায়?

অর্থ উপার্জনের জন্য বেশিরভাগ লোকেরাই বিভিন্ন চাকরি (job) বা ব্যবসা (business) কে বেছে নেয়। তারা চাকরি বা ব্যবসাকেই জীবিকা অর্জনের প্রদান উপায় হিসেবে বিবেচনা করে থাকে।

কিন্তু, এগুলো ছাড়াও বর্তমানে ইন্টারনেটের ব্যাপক জনপ্রিয়তার ফলে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করার অনেকগুলো সহজ উপায় বা মাধ্যম তৈরি হয়েছে। এসব উপায়ে আজকাল লোকেরা বাড়িতে বসেই কম্পিউটার, স্মার্টফোন এবং ইন্টারনেটের মাধ্যমে স্বাধীনভাবে কাজ করে জীবীকা অর্জন করছেন।

সত্যি কথা বলতে, অনলাইনে আয়ের এসব উপায়গুলোর মাধ্যমে যেকোনো ধরনের চাকরি বা ব্যবসার চেয়ে অধিক বেশি পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব।

এরকম একটি স্বাধীন বা মুক্ত পেশা হলো ফ্রিল্যান্সিং (freelancing)।

ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কোনো ধরনের বিনিয়োগ (investment) করা ছাড়াই অনলাইন থেকে মাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব।

আপনিও যদি কোনো বিনিয়োগ না করেই বাড়িতে বসে নিজের অবসর সময়ে অনলাইনে কাজ করে দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম করার করতে চাচ্ছেন, তাহলে আজকের আর্টিকেলটি আপনার অনেক উপকারে আসবে।

এমনিতে যদি আপনি “দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায়” লিখে ইন্টারনেটে search করেন, তাহলে অনেকগুলো উপায় আপনি পেয়ে যাবেন। এরকম প্রচুর websites এবং android apps আপনাকে দেখানো হবে এবং বলা হবে এগুলোতে কাজ করে সহজেই প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।

তবে মনে রাখবেন, সকল টাকা ইনকাম করার ওয়েবসাইট বা অ্যাপসগুলো রিয়েল (real) নয়। এগুলোর মধ্যে প্রচুর ভুয়া বা ফেক (fake) অ্যাপস এবং ওয়েবসাইট রয়েছে, যেগুলোতে আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে কাজ করে যাবেন, কিন্তু এর বিনিময়ে কোনো অর্থ উপার্জন করতে পারবেন না।

আজকের আর্টিকেলে আমি এমন কিছু অনলাইনে ফ্রিতে টাকা ইনকাম করার উপায় আপনাদের সাথে শেয়ার করবো, যেগুলো 100% trusted বা রিয়েল। এই কার্যকর online income করার উপায়গুলোর মাধ্যমে খুব সহজেই দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।

সূচিপত্র: hide

দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করার জন্য কী প্রয়োজন?

আপনি যদি বাড়িতে বসে ইন্টারনেটের মাধ্যমে ডেইলি ৫০০ টাকা ইনকাম করার কথা ভাবছেন, তাহলে এজন্য আপনার একটি android smartphone, computer / laptop এবং শক্তিশালী internet connection অবশ্যই থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটার এবং ইন্টারনেট এর ব্যবহার আপনার জানা থাকতে হবে।

আর আপনি যে উপায় বা মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম করতে চাচ্ছেন, সেটির বিষয়ে ভালো জ্ঞান (knowledge) এবং অভিজ্ঞতা (experience) অর্জন করতে হবে।

যখন আপনি অনলাইনে টাকা ইনকাম করার ওয়েবসাইট বা অ্যাপসগুলোতে কাজ করে ইনকাম করতে যাবেন, তখন সেক্ষেত্রে আপনার কোনো বিশেষ জ্ঞান বা দক্ষতা থাকার প্রয়োজন হয় না। এগুলোতে বিভিন্ন ছোটো ছোটো কাজগুলো সম্পূর্ণ করে সামান্য পরিমাণে ইনকাম করা সম্ভব।

কিন্তু যদি আপনি অনলাইনে দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম করার কথা ভাবছেন, তবে এক্ষেত্রে আপনার অনলাইন কাজগুলো সম্পর্কে বিশেষ জ্ঞান, অভিজ্ঞতা বা কৌশলগুলো জানতে হবে। অনলাইনে যে কাজটি করে ইনকাম করতে চাচ্ছেন, সেই কাজের খুটিনাটি সবগুলো বিষয় সম্পর্কে অত্যন্ত ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে।

মনে রাখবেন, সময় ও শ্রম ছাড়া যেকোনো কাজে সফল হওয়ার কথা ভাবাটা বোকামি।

তাই অনলাইন থেকে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে চাইলে আপনাকে প্রচুর সময়, শ্রম এবং ধৈর্যের সাথে কাজ করতে হবে।

দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায়গুলো কি সত্যি কার্যকর?

আজকাল পড়াশোনার পাশাপাশি অনলাইনে কাজ করে টাকা ইনকাম করার বিষয়টি প্রত্যেকের কাছেই পরিচিত।

কেননা আজকাল স্কুল এবং কলেজের স্টুডেন্টরাও তাদের লেখাপড়ার পাশাপাশি অনলাইনে পার্ট টাইম জব গুলো করে ভালো পরিমাণে টাকা ইনকাম করছেন।

অনলাইন থেকে টাকা আয়ের যেসব মাধ্যম সম্পর্কে আজকের আর্টিকেলে আমি আলোচনা করবো, এসব উপায়ে সত্যিই অনলাইনে আয় করা সম্ভব কিনা সেটা আপনারা YouTube অথবা Google search করলেই ভালোভাবে জানতে পারবেন।

এমন অনেক সফল মানুষজন রয়েছেন, যারা ঘরে বসে অনলাইনে কাজ করে মাসে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছেন। আর মজার ব্যাপার হলো, তারা প্রত্যেকেই প্রথমের দিকে এসব উপায়ে অনলাইনে পার্ট টাইম কাজ করে ইনকাম করা শুরু করেছিলেন।

পরবর্তীতে এত বেশি পরিমাণে টাকা ইনকাম করতে সক্ষম হয়েছেন যে, অন্য সব কাজ বাদ দিয়ে কেবল অনলাইনে ফুল টাইম কাজ করে নিজেদের জীবীকা নির্বাহ করছেন।

আপনিও এসব উপায়ে অনলাইনে কাজ করে সহজেই দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। আমি নিজেও ঘরে বসে ব্লগিং (blogging) করছি। আর এই কাজে আমি প্রতিদিন ৪ থেকে ৫ ঘন্টা সময় দিয়ে সহজেই দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারছি।

তাই এখন আমি অনলাইনে আয়ের সবচেয়ে সহজ, লাভজনক এবং বিশ্বস্ত উপায়গুলোর বিষয়ে আপনাদের বলতে চলেছি, যেগুলোর মাধ্যমে আপনারা ঘরে বসে প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।

দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম করার ১৪টি কার্যকর উপায়

নিচে আমি প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করার জনপ্রিয় এবং সেরা উপায়গুলো শুধুমাত্র আপনাদের বলে দিবো।

এসব উপায়ে আপনারা ঘরে বসে কিভাবে অনলাইনে ইনকাম করবেন তা গুগল অথবা ইউটিউবে সার্চ করে বিস্তারিত জেনে নিতে পারবেন।

দেরি না করে চলুন জেনে নেওয়া যাক দিনে ৫০০ টাকা ইনকাম করার জনপ্রিয় উপায়গুলো।

  1. ব্লগিং (Blogging)
  2. অনলাইন কোর্স বিক্রি
  3. অ্যাফিলিয়েট মার্কেটিং
  4. কনটেন্ট রাইটিং
  5. অনলাইনে ছবি বিক্রি করুন
  6. রেফার করে আয়
  7. Translator
  8. অনলাইন সার্ভে (Online Survey)
  9. সোশ্যাল মিডিয়া পেজ থেকে আয় করুন
  10. ইউটিউব চ্যানেল
  11. গুগল এডসেন্স এক্সপার্ট হিসেবে কাজ করুন
  12. ড্রপশিপিং
  13. ফ্রিল্যান্সিং
  14. মোবাইল অ্যাপ তৈরি

যে কাজটি আপনি বেছে নেবেন, সেটি সম্পর্কে ভালোভাবে জানতে ও শিখতে আপনারা ইউটিউবে বিভিন্ন expert মানুষজনের tutorial বা guideline অনুসরণ করে কাজ করতে পারেন।

১. ব্লগিং (Blogging)

ব্লগিং হলো নিজের জ্ঞান এবং অভিজ্ঞতাকে পৃথিবীর সকলের কাছে তুলে ধরার একটি জনপ্রিয় মাধ্যম। আপনি নিজের দৈনন্দিন কাজের পাশাপাশি প্রতিদিন ৩ থেকে ৪ ঘন্টা সময় দিয়ে ব্লগিং করে প্রতি মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।

ব্লগিং এর মাধ্যমে টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনাকে একটি অনলাইন ব্লগ (online blog) বা ওয়েবসাইট তৈরি করতে হবে।

এজন্য আপনার ব্লগের একটি নিশ (niche) বা টপিক (topic) সিলেক্ট করতে হবে। খাবার, লাইফস্টাইল, প্রোডাক্ট রিভিউ, খেলাধুলা, প্রযুক্তি ইত্যাদি বিষয়গুলোর উপর আপনি ব্লগ বানাতে পারেন।

এরপর WordPress অথবা Blogger যেকোনো একটি blogging platform ব্যবহার করে ব্লগ তৈরি করতে হবে।

তারপর আপনার ব্লগে প্রতি সপ্তাহে ৩ থেকে ৪ টি করে ভালো মানের আর্টিকেল পাবলিশ করতে হবে। ব্লগে অবশ্যই নিয়মিত আর্টিকেল পাবলিশ করবেন।

এরপর আপনার ব্লগকে Google Search Console এ submit করুন। যখন আপনার আর্টিকেলগুলো লোকেরা পড়তে আসবে, তখন Google AdSense এর জন্য apply করতে পারবেন।

Google AdSense আপনার ব্লগকে অনুমোদন করলে ব্লগের আর্টিকেলগুলোতে বিজ্ঞাপন (ads) দেখাতে পারবেন। এই বিজ্ঞাপনগুলোতে যখন লোকেরা ক্লিক করবে তখন আপনার গুগল এডসেন্স একাউন্টে টাকা জমা হতে থাকবে।

আপনার ব্লগে ভিজিটরের পরিমাণ যত বেশি হবে, ব্লগ থেকে ইনকামও তত বেশি হবে। তবে, একটি ভালো visitors থাকা ব্লগ থেকে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করাটা তেমন কোনো কঠিন ব্যাপার নয়।

যদি ব্লগিং এবং আর্টিকেল লেখার বিষয়ে আপনার ভালো ধারণা এবং পূর্ব অভিজ্ঞতা থাকে, তাহলে খুব সহজেই আপনি মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে ব্লগিং করে গুগল এডসেন্স এর মাধ্যমে দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।

ব্লগে প্রচুর পরিমাণে অর্গানিক ট্রাফিক থাকলে আপনি Affiliate marketing এর মাধ্যমেও টাকা ইনকাম করতে পারবেন।

২. অনলাইন কোর্স বিক্রি (Online Course Selling)

কোর্স তৈরি করে অনলাইনে বিক্রি করাটা আপনার প্যাসিভ ইনকামের একটি দারুণ মাধ্যম হতে পারে।

যদি আপনার কোনো একটি নির্দিষ্ট বিষয়ে ভালো জ্ঞান বা দক্ষতা থাকে তাহলে সেই বিষয়ের উপর আপনি ভিডিও কোর্স তৈরি করতে পারেন।

আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন এবং সেই বিষয় নিয়ে আগে থেকেই বিভিন্ন টিউটোরিয়াল তৈরির অভিজ্ঞতা আপনার থাকে, তাহলে খুব সহজেই আপনি এই কাজে সফলতা অর্জন করতে পারবেন।

যে বিষয়টি নিয়ে লোকদের অধিক interest রয়েছে এবং যেটা শেখার জন্য লোকেরা প্রতিনিয়ত ইন্টারনেটে সার্চ করেন, সেই বিষয়ে কোর্স তৈরি করলে আপনার ইনকামের সুযোগ প্রচুর বৃদ্ধি পাবে।

এছাড়াও আপনি যদি একবার নিজের সময় ও শ্রম দিয়ে একটি অনলাইন কোর্স তৈরি করেন, তাহলে সেটা আগামী কয়েক বছর নতুন নতুন লোকদের কাছে বিক্রি করে আয় করতে পারবেন।

এজন্য সঠিক প্লাটফর্ম এবং মার্কেটিং কৌশলের সাহায্যে আপনার কোর্সের প্রচার প্রচারণা চালাতে হবে, যাতে লোকেরা আপনার অনলাইন কোর্সটির ব্যাপারে জানতে পারে।

আপনি যদি অনলাইনে দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় খুজছেন, তাহলে online course selling একটি দুর্দান্ত এবং কার্যকর মাধ্যম হিসেবে আমরা বলতে পারি।

৩. অ্যাফিলিয়েট মার্কেটিং

Affiliate marketing হলো অনলাইন থেকে অর্থ উপার্জন করার একটি যথেষ্ট লাভজনক এবং প্রমাণিত পদ্ধতি।

এই পদ্ধতিতে আপনি ঘরে বসে বিভিন্ন কোম্পানির product বা service গুলোর promotion করিয়ে আরামে টাকা ইনকাম করতে পারবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনার নিজের কোনো প্রোডাক্ট বা পণ্য থাকতে হবে না। এক্ষেত্রে আপনাকে বিভিন্ন জনপ্রিয় ই-কমার্স ব্যাবসা প্রতিষ্ঠানের প্রোডাক্টগুলোর প্রচার করতে হবে।

যখন আপনার মাধ্যমে তাদের পণ্যগুলো লোকেরা কিনবে, তখন প্রতিটি sell এর বিনিময়ে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা কমিশন ইনকাম করতে পারবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া পেজ, ওয়েবসাইট বা ব্লগ এবং ইউটিউব চ্যানেল ব্যবহার করতে পারবেন।

এজন্য বিভিন্ন অনলাইন পণ্য কেনাবেচার ওয়েবসাইটের affiliate program এ আপনাকে যুক্ত হতে হবে। এরপর আপনার পছন্দমতো বিভিন্ন প্রোডাক্টের লিংক সংগ্রহ করতে হবে, যেগুলো আপনি আপনার অডিয়েন্সদের কাছে প্রচার করবেন।

এভাবে এফিলিয়েট মার্কেটিং এর দ্বারা আপনি ঘরে বসে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনার প্রচুর অডিয়েন্স থাকা একটি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থাকে, তাহলে এই পদ্ধতিতে আপনি দিনে হাজার হাজার টাকাও ইনকাম করতে পারবেন।

৪. কনটেন্ট রাইটিং (Content Writing)

বাড়িতে বসে দৈনিক ৫০০ টাকা আয় করার জন্য কনটেন্ট রাইটিং একটি সহজ এবং কার্যকর উপায় হিসেবে প্রমাণিত।

আপনার যদি ভালো লেখালেখির দক্ষতা থাকে, high quality এবং SEO optimized আর্টিকেল লিখতে পারেন, তাহলে content writing এর কাজ করে আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।

বর্তমান সময়ে বিভিন্ন blog বা website owner-রা তাদের ব্লগে আর্টিকেল লেখার জন্য আর্টিকেল রাইটার খুঁজে থাকেন।

এছাড়াও একজন দক্ষ আর্টিকেল রাইটার হিসেবে অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে article writing service প্রদান করে আপনি ভালো পরিমাণে টাকা আয় করতে পারবেন।

নিচে উল্লেখিত টপিকগুলোর ওপরে আর্টিকেল লেখার কাজ করতে পারেন:

  • Technology
  • Finance
  • Marketing
  • Food
  • Health & fitness
  • Sports
  • Product review

ইত্যাদি।

নিচে বলা অনলাইন মার্কেটপ্লেসগুলোতে আর্টিকেল রাইটিং সার্ভিস প্রদান করতে পারেন:

  • Fiverr
  • Upwork
  • Freelancer
  • PeoplePerHour

প্রতিটি ভালো মানের আর্টিকেল লেখার বিনিময়ে আপনি ৫ থেকে ২০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন।

তাছাড়াও নিজের একটি blog তৈরি করে নিয়মিত আর্টিকেল লিখেও গুগল এডসেন্স এবং এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে পারেন।

কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই অনলাইনে আয়ের একটি জনপ্রিয় মাধ্যম হলো কনটেন্ট রাইটিং, যেটির মাধ্যমে আপনি দিনে ৫০০ টাকা ইনকাম করা সম্ভব।

৫. অনলাইনে ছবি বিক্রি করুন

ছবি তোলা যদি আপনার শখ হয়ে থাকে অথবা আপনি যদি একজন প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে থাকেন, তাহলে আপনি অনলাইনে ছবি বিক্রির মাধ্যমে আয় করতে পারবেন।

এক্ষেত্রে আপনার বিনিয়োগ করার দরকার হবে না। কেননা, ফটোগ্রাফির জন্য যে আপনাকে শুধুমাত্র DSLR camera ব্যবহার করতে হবে তা কিন্তু নয়।

বর্তমানে বিভিন্ন স্মার্টফোন কোম্পানিগুলো কম দামে অনেক ভালো features বা functions থাকা স্মার্টফোনগুলো বাজারে নিয়ে আসছে, যেগুলো দিয়ে অনেক ভালো কোয়ালিটির ছবি তোলা সম্ভব।

অনলাইনে এমন কিছু স্টক ইমেজ ওয়েবসাইট রয়েছে যেগুলো ফটোগ্রাফারদের তোলা ছবিগুলো বিক্রি করে ইনকাম করার সুযোগ দিয়ে থাকে।

তবে এখানে বিক্রি করার জন্য অবশ্যই high quality image এর প্রয়োজন হয়।

কয়েকটি সেরা stock image website হলো:

  • Sutterstock
  • iStock
  • Adobe Stock
  • Pixabay
  • Fotomoto

ইত্যাদি।

৬. রেফার করে আয় করুন

বর্তমানে অনেক ওয়েবসাইট এবং এন্ড্রয়েড অ্যাপস রয়েছে যেগুলো রেফার করে ইনকাম করার সুযোগ দিয়ে থাকে।

এই ওয়েবসাইটগুলোতে একাউন্ট করে যখন আপনি সদস্য হয়ে যাবেন, তখন আপনাকে একটি referral link বা code দেওয়া হয়।

এই রেফারেল লিংক বা কোড ব্যবহার করে যদি অন্য কেউ সেই ওয়েবসাইট বা অ্যাপে নতুন একাউন্ট তৈরি করে, তাহলে আপনাকে কিছু টাকা রেফারেল বোনাস হিসেবে দেওয়া হয়।

আর রেফার করে দৈনিক ৫০০ টাকা ইনকাম করার জন্য আপনাকে এমন ওয়েবসাইট বা অ্যাপসগুলো খুঁজে বের করতে হবে, যেগুলো অধিক পরিমাণে রেফারেল বোনাস প্রদান করে।

যেমন – আপনার বিকাশ একাউন্টের refer code ব্যবহার করে প্রতিটি নতুন বিকাশ একাউন্ট খোলার জন্য আপনি ৫০ টাকা বোনাস পাবেন।

এভাবে যেসব ওয়েবসাইট বা অ্যাপে রেফার করে আয় করা যায়, সেগুলোতে নতুন নতুন লোকদের রেফার করে প্রতিদিন ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।

আপনার যদি ভালো অডিয়েন্স থাকা একটি ব্লগ, ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়া পেজ থাকে তাহলে সেটাকে কাজে লাগিয়ে রেফার করে সহজেই দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনার অডিয়েন্সদেরকে আপনার রেফার লিংক বা কোড ব্যবহার করে একাউন্ট খোলার কথা বলতে হবে।

অনলাইনে রেফার করে টাকা ইনকাম করা যাবে এরকম কিছু ওয়েবসাইট এবং অ্যাপ হলো:

  • InboxDollars
  • Swagbucks
  • MyPoints
  • bKash
  • Nagad

৭. Translator

ইন্টারনেটের উপর ভিত্তি করে বর্তমানে অনেক বড় বড় ই-কমার্স ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিশ্ববাজারে এসব অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের চাহিদা এবং গ্রাহকের সংখ্যা বাড়ানোর জন্য অনলাইনে কনটেন্ট এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আর এসব কনটেন্ট manage করার ক্ষেত্রে translation এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

যেকোনো ধরনের product বা service এর বিশ্বব্যাপী প্রচার প্রচারণা চালানোর জন্য অবশ্যই সংশ্লিষ্ট দেশের ভাষা এবং কালচার সম্পর্কে সঠিক ধারণা থাকতে হয়। এছাড়া কোন নির্দিষ্ট দেশ বা জায়গাকে টার্গেট করে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়।

আর এজন্য ব্যবসার ক্ষেত্রে কোন নির্দিষ্ট অঞ্চলকে উদ্দেশ্য করে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের প্রচারের জন্য সেখানকার ভাষা এবং রীতিনীতি জানে এরকম কোনো ট্রান্সলেটর এর দরকার হয়।

আপনি যদি একাধিক ভাষায় দক্ষ হন, তাহলে আপনি একজন translator বা অনুবাদক হিসেবে কাজ করতে পারবেন। এই কাজ আপনি সম্পূর্ণ ঘরে বসেই করতে পারবেন।

একজন ট্রান্সলেটর হিসেবে যেসব প্লাটফর্মে কাজ করতে পারবেন:

  • Fiverr
  • Upwork
  • OneHourTranslation
  • TranslatorsCafe
  • Gengo

৮. অনলাইন সার্ভে (Online Survey)

আপনি যদি অনলাইন থেকে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে চান, তাহলে ছোটো ছোটো অনলাইন কাজগুলো করে আয় করতে পারবেন।

এই কাজগুলো করার জন্য আপনাকে এরকম ওয়েবসাইটগুলো খুঁজতে হবে, যেগুলো অনলাইনে সার্ভে সম্পূর্ণ করে ইনকাম করার সুযোগ দিয়ে থাকে।

সার্ভে করে ইনকাম করার কিছু জনপ্রিয় ওয়েবসাইট হলো Timebucks, Your Surveys, Swagbucks, SurveyJunkie ইত্যাদি।

এই ওয়েবসাইটগুলোতে register করে আপনি নিজের অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন অনলাইন সার্ভেগুলো সম্পূর্ণ করতে পারবেন। প্রতিটি সার্ভে সম্পূর্ণ করার বিনিময়ে আপনি ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

তবে, এক একটি ওয়েবসাইট থেকে ইনকাম করার এক এক রকম সিস্টেম রয়েছে। যেমন – কোথাও আপনার একাউন্টে টাকা বা ডলারের বিনিময়ে points বা coin পেতে পারবেন, যেগুলো পরবর্তীতে cash এ রূপান্তরিত করে পেমেন্ট নিতে পারবেন।

অবশ্যই পড়ুন –

৯. সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে আয় করুন

সোশ্যাল মিডিয়া পেজ বা প্রোফাইল থেকে অনলাইনে অর্থ উপার্জন করা সম্ভব। তবে এজন্য আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে এবং অধিক প্রচেষ্টা থাকতে হবে।

যদি আপনার হাজার হাজার followers থাকা একটি social media page রয়েছে, তাহলে সেটাকে কাজে লাগিয়ে বিভিন্ন মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।

সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা পেজ থেকে আয় করার একটি জনপ্রিয় উপায় হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এই পদ্ধতিতে আপনি বিভিন্ন কোম্পানির এফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে তাদের প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার করে ইনকাম করার সুযোগ পাবেন।

এছাড়া আপনার একটি শক্তিশালী fanbase তৈরি হয়ে গেলে বিভিন্ন অনলাইন কোম্পানি গুলো থেকে sponsored content এর মাধ্যমে প্রচুর পরিমাণে টাকা আয় করতে পারবেন।

যদি একবার আপনি লক্ষ লক্ষ অডিয়েন্স থাকা একটি সোশ্যাল প্রোফাইল বানাতে পারেন তাহলে টাকা ইনকামের উপায় নিয়ে আপনাকে আর ভাবতে হবে না। এখান থেকে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা আপনি উপার্জন করতে পারবেন।

১০. ইউটিউব চ্যানেল

ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করাটা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি অনলাইন ইনকামের উপায়ে পরিণত হয়েছে। একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে নিয়মিত ভিডিও আপলোড করে সহজেই প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করা সম্ভব।

ইউটিউব থেকে টাকা আয় করার জন্য প্রথমে আপনাকে একটি নিশ নির্বাচন করতে হবে। যে বিষয়ের উপর আপনি নিয়মিত নতুন নতুন ভিডিও বানাতে পারবেন সে বিষয়টি আপনার চ্যানেলের নিশ হিসেবে সিলেক্ট করুন। প্রয়োজনে জনপ্রিয় কনটেন্ট আইডিয়া গুলো দেখে নিতে পারেন।

টপিক সিলেক্ট করার পর একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে এবং ভিডিও আপলোড করতে হবে। যদি নিয়মিত ভালো মানের ভিডিও চ্যানেলে আপলোড করতে পারেন তাহলে ধীরে ধীরে আপনার ভিউস এবং সাবস্ক্রাইবার বেড়ে যাবে।

আর ইউটিউব চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেলে ইউটিউব মনিটাইজেশন চালু করতে পারবেন। এরপর ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করা শুরু করতে পারবেন।

আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ভালো মানের শর্ট ভিডিও আপলোড করেও ইনকাম করতে পারবেন। এতে আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে না।

১১. গুগল এডসেন্স এক্সপার্ট হিসেবে কাজ করুন

আপনি যদি একজন স্টুডেন্ট হিসেবে বাংলাদেশে অনলাইনে টাকা ইনকামের সহজ উপায় খুঁজে থাকেন, তাহলে গুগল এডসেন্স এক্সপার্ট হিসেবে কাজ করাটা আপনার জন্য সেরা অপশন।

এক্ষেত্রে আপনার প্রধান কাজ হলো, ওয়েবসাইট তৈরি করা এবং ওয়েবসাইটে গুগল এডসেন্স অনুমোদন নিয়ে বিক্রি করা।

একটি নতুন ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে খুব বেশি টাকা বিনিয়োগ করতে হবে না। আপনি শুধুমাত্র ১৫০০ থেকে ২০০০ টাকা খরচ করেই একটি ডোমেইন ও হোস্টিং প্যাকেজ ক্রয় করতে পারবেন।

ডোমেইন এবং হোস্টিং ক্রয় করার পর আপনাকে ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট বানানোর পর সাইটের এডসেন্স ফ্রেন্ডলি ডিজাইন করতে হবে।

এরপর আপনাকে নিয়মিত আর্টিকেল লিখে আপনার ব্লগ বা ওয়েবসাইটে পাবলিশ করতে হবে। ৪০ থেকে ৫০ টি ভালো মানের আর্টিকেল আপনার ওয়েবসাইটে পাবলিশ করার গুগল এডসেন্স এর জন্য আবেদন করতে পারবেন।

গুগল এডসেন্স আপনার ওয়েবসাইটকে অনুমোদন করলে সেই ওয়েবসাইট বিক্রি করে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। একটি নতুন এডসেন্স এপ্রুভ ওয়েবসাইট খুব সহজেই ১০ থেকে ২০ হাজার টাকায় বিক্রয় করা সম্ভব।

আপনি যখন এই কাজে এক্সপার্ট হয়ে যাবেন তখন ২ মাস অন্তর অন্তর নতুন ওয়েবসাইটে এডসেন্স এপ্রুভ করিয়ে বিক্রয় করতে পারবেন। এভাবে খুব সহজেই দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম আপনার হয়ে যাবে।

১২. ড্রপশিপিং

ড্রপশিপিং হলো এমন একটি কাজ যেখানে আপনি পণ্য উৎপাদন না করেই অনলাইনে পণ্য বিক্রয় করে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন।

এজন্য আপনাকে একটি অনলাইন দোকান বা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে হবে। এরপর বিভিন্ন পণ্য ছবি ও সম্পূর্ণ ডিটেইলস সহকারে ওয়েবসাইটে সাজিয়ে রাখতে হবে। আপনি চাইলে সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটের মাধ্যমেও আপনার অনলাইন দোকান তৈরি করতে পারেন।

এরপর আপনার ই-কমার্স স্টোরের মার্কেটিং করতে হবে এবং কাস্টমারের কাছ থেকে অর্ডার গ্রহণ করতে হবে। পণ্যের অর্ডার নেওয়ার পর আপনি অন্য ই-কমার্স ওয়েবসাইট থেকে পণ্য নিয়ে কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবেন।

এই ব্যবসায় আপনাকে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না এবং সব কাজ ঘরে বসেই করতে পারবেন। তবে ভালো অনলাইন মার্কেটিং এর কৌশল না জানলে এই উপায়ে আয় করা কঠিন।

১৩. ফ্রিল্যান্সিং

বর্তমানে ঘরে বসে টাকা রোজগার করার জন্য সকলের নিকট অতি পরিচিত একটি উপায় হলো ফ্রিল্যান্সিং। এই উপায়ে আপনি পার্ট টাইম অনলাইনে কাজ করে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।

তবে ফ্রিল্যান্সিং করার জন্য আপনার অবশ্যই দরকার হবে কাজের স্কিল। এজন্য প্রথমে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এরপর ফ্রিল্যান্সিং প্লাটফর্মে কাজ খুঁজতে হবে। কাজের পর্যাপ্ত দক্ষতা ও অভিজ্ঞতা না থাকলে ফ্রিল্যান্সিং-এ সফল হওয়া অনেকটাই কঠিন।

বিভিন্ন ধরনের অনলাইন কাজ রয়েছে যেগুলো শিখে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। যেমন – গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এসইও, কপিরাইটিং ইত্যাদি।

ফ্রিল্যান্সিং এর কাজ পাওয়ার জন্য কয়েকটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হলো Freelancer.com, Fiverr.com, Upwork.com ইত্যাদি।

প্রথমে যেকোনো একটি কাজ ভালোভাবে শিখে নিন। এরপর যেকোনো একটি ফ্রিল্যান্সিং সাইটে একাউন্ট বানিয়ে ক্লায়েন্টের কাজ করে দিয়ে ইনকাম করতে পারবেন।

১৪. মোবাইল অ্যাপ তৈরি

ঘরে বসে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করার জন্য নিজের একটি মোবাইল অ্যাপ তৈরি করার ধারণাটি খুবই কাজের।

নিজের মোবাইল অ্যাপ তৈরি করে সেখানে গুগল এডমবের বিজ্ঞাপন দেখিয়ে খুব সহজেই দিনে ৫০০ টাকা ইনকাম করা সম্ভব।

বর্তমানে ইন্টারনেটে বেশ কিছু free android app builder website রয়েছে, যেগুলোর সাহায্যে কোনো প্রকার কোডিং দক্ষতা ছাড়াই দ্রুত মোবাইল অ্যাপ তৈরি করা যায়।

তবে ইনকাম করার উদ্দেশ্য নিয়ে অ্যাপ বানাতে হলে আপনাকে এমন অ্যাপ বানাতে হবে যেটা মানুষের কাজে আসবে। তাছাড়া যদি মানুষ আপনার অ্যাপ ডাউনলোড করে ব্যবহার না করে তাহলে আপনার ইনকাম হবে না। এজন্য মানুষের কাজে আসবে এরকম এন্ড্রয়েড অ্যাপের আইডিয়া খুঁজে বের করুন।

প্রয়োজনে আপনি একজন অ্যাপ ডেভেলপার হায়ার করে আপনার পছন্দমতো অ্যাপ ডিজাইন করিয়ে নিতে পারেন। এতে আপনাকে কিছু বিনিয়োগ করতে হবে।

অ্যাপ বানানোর পর গুগল এডমব এর বিজ্ঞাপন সেট আপ করতে হবে। এরপর আপনার অ্যাপটি গুগল প্লে স্টোরে পাবলিশ করতে হবে এবং অ্যাপের প্রচার প্রচারণা চালাতে হবে যাতে লোকেরা আপনার অ্যাপটি ডাউনলোড করে।

যখন লোকেরা আপনার অ্যাপটি ব্যবহারের সময় বিজ্ঞাপনগুলো দেখবে, তখন আপনার গুগল এডমব একাউন্টে নির্দিষ্ট পরিমাণ ডলার জমা হবে। এভাবে যত বেশি লোক আপনার অ্যাপ ব্যবহার করবে, আপনার ইনকামও তত বেশি হবে।

অবশ্যই পড়ুন – মোবাইল অ্যাপ তৈরি করে কিভাবে আয় করা যায়?

ঘরে বসে দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম করার সবচেয়ে সহজ উপায় ব্লগিং

আপনি যদি বাড়িতে বসে অনলাইনে প্রতিদিন ৫০০ টাকা আয় করার কথা ভাবছেন, তাহলে ব্লগিং এর মাধ্যমে আপনি খুব সহজেই এবং দ্রুত আয় করতে পারবেন।

আমি নিজেও পড়াশোনার পাশাপাশি ঘরে বসে ব্লগিং করে প্রতিদিন বেশ কিছু টাকা ইনকাম করছি। নিচে আমার ব্লগিং ইনকামের প্রমাণ দেখুন –

ব্লগিং করে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম

আমি যে ব্লগটির ইনকামের প্রমাণ আপনাদের দেখালাম, এটি আমি ছয় মাস আগে শুরু করেছি। এই ব্লগে আমি সকল আর্টিকেল বাংলা ভাষায় লিখে থাকি। ছবিতে আপনারা দেখছেন, আমি প্রতিদিন ব্লগটি থেকে ২-৩ ডলার ইনকাম করছি। যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় ২৫০ থেকে ৩৫০ টাকা।

যদি আমি আরও কিছুদিন এই ব্লগটিতে কাজ করি, নিয়মিত নতুন নতুন আর্টিকেল লিখতে থাকি, তাহলে খুব তাড়াতাড়ি ডেইলি ৫০০ টাকা ইনকাম করতে পারবো বলে আমার বিশ্বাস।

তাছাড়াও আমার আরও একটি বাংলা ব্লগ রয়েছে যেখান থেকে আমি প্রতিদিন গুগল এডসেন্স এর মাধ্যমে ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম করছি। যেটার কাজ আমি ১.৫ বছর আগে শুরু করেছি।

আপনিও আমার মতো দ্রুত অনলাইনে ইনকাম করতে চাইলে ডোমেইন ও হোস্টিং কিনে অথবা Google blogger ব্যবহার করে ফ্রিতেই নিজের একটি ব্লগ বানিয়ে নিন। এরপর আপনার অভিজ্ঞতা অনুযায়ী ভালো ভালো আর্টিকেল লিখে গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা ইনকাম শুরু করুন।

দৈনিক ৫০০ টাকা ইনকাম: FAQs

দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করার এই উপায়গুলো কি সত্যিই কার্যকর?

দেখুন, অনেক সফল মানুষজন রয়েছেন, যারা এইসব উপায়গুলোর মাধ্যমে অনলাইনে কাজ করে প্রতি মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করছেন। আর্টিকেলে উল্লেখ করা প্রত্যেকটি বিষয়ই অধিক জনপ্রিয় এবং শতভাগ কার্যকর বলে প্রমাণিত।

অনলাইনে দৈনিক ৫০০ টাকা ইনকাম করার জন্য কী লাগবে?

প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করার জন্য আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে৷ বেশিরভাগ কাজ আপনি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। এছাড়া যে কাজটি করবেন, সেটির বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে।

দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করার সেরা উপায় কী কী?

ব্লগিং, কনটেন্ট রাইটিং, এফিলিয়েট মার্কেটিং, অনলাইন কোর্স সেলিং এসব উপায়ে আপনি দৈনিক ৫০০ টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন।

সর্বশেষ

কিভাবে ঘরে বসে অনলাইনে কাজ করে দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম করা যাবে এ বিষয়ে আজকের আর্টিকেলে আশা করি আপনারা বিস্তারিত জানতে পেরেছেন।

আর্টিকেলে বলা প্রতিটি পদ্ধতির দ্বারাই আপনি সঠিকভাবে কাজ করলে দিনে ৫০০ টাকা ইনকাম করতে সক্ষম হবেন।

আর সঠিকভাবে কাজ করার জন্য উপরে বলা পদ্ধতিগুলোর মধ্যে যে পদ্ধতিটি আপনি বেছে নেবেন, সেটি নিয়ে ভালোভাবে রিসার্চ অবশ্যই করবেন।

গুগল কিংবা ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখে সবগুলো কাজ ভালোভাবে শিখে নিয়ে তারপর ইনকাম করার প্রস্তুতি নিবেন।

আর্টিকেলটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ভুলবেন না।

অবশ্যই পড়ুন:

Similar Posts

30 Comments

  1. অনেক ভালো লিখছেন। ধন্যবাদ।

  2. আমরা খুব গরিব মানুষ আামাদের ভাই হাসপাতালে ভর্তি কিছু টাকা দিলে খুব সাহায্য হবে প্লিজ প্লিজ
    নগদ নাম্বার 01727560459

    1. আপনার আর্টিকেলটি পড়ে খুব সুন্দর লাগলো। ধন্যবাদ এত সুন্দর লেখা শেয়ার করার জন্য।

  3. ঘরে বসে পড়ালেখার পাশাপাশি ভালো একটা জব করতে চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *