Home » অনলাইন ইনকাম » বাংলা গল্প লিখে টাকা আয় করার সেরা ৫টি উপায়

বাংলা গল্প লিখে টাকা আয় করার সেরা ৫টি উপায়

বন্ধুরা আজকের আর্টিকেলের মাধ্যমে আমরা জানবো, কিভাবে অনলাইনে বাংলা গল্প লিখে টাকা আয় করা যায়।

আপনি যদি লিখতে পছন্দ করেন, ভালো ভালো গল্প লিখতে পারেন তাহলে আপনি ইন্টারনেটে গল্প লিখে টাকা ইনকাম করতে পারেন।

অনেকেই রয়েছেন যারা লেখালেখি করতে অনেকে ভালোবাসেন এবং তারা অবসর সময়ে লেখালেখি করতে পছন্দ করেন। তাই আপনি যদি এরকম গল্প বা গল্প বিষয়ক আর্টিকেল লিখতে পারেন তাহলে আপনি অনলাইনে বাংলায় আর্টিকেল লিখে টাকা আয় করতে পারেন।

গল্প বানিয়ে লেখা বা একটি নতুন গল্প লেখার ক্ষেত্রে নিজের প্রতিভা কাজ করে থাকে। কেননা শুধু চাইলেই একটি নতুন গল্প বানানো বা একটি ভালো গল্প লিখা সম্ভব নয়। আর লিখা সম্ভব হলেও সেই গল্পটি যারা পড়বেন অর্থাৎ পাঠকরা গল্পটি পছন্দ করবেন না। এজন্য নিজের মেধা, বুদ্ধি, জ্ঞান ও পরিশ্রমের প্রয়োজন হয়।

সুতরাং আপনি যদি সুন্দর সুন্দর আকর্ষণীয় গল্প লিখতে পারেন এবং আপনি বাংলা গল্প লিখে টাকা আয় করার উপায় খুজে থাকেন তাহলে এই আর্টিকেলে আমি অনলাইনে বাংলা গল্প লিখে টাকা ইনকাম করার কিছু সেরা উপায় সম্পর্কে আলোচনা করবো।

অনলাইনে বাংলা গল্প লিখে টাকা আয়

বাংলা গল্প লিখে টাকা আয় করার উপায়

বন্ধুরা বর্তমানে প্রযুক্তির ব্যবহার এতটাই বেড়ে গেছে যে এখন সকলেই মোবাইল ফোন বা কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করে থাকেন। আর প্রায় প্রত্যেকেই ইন্টারনেট ব্যবহার করে থাকেন।

এখন অনেকেই ইন্টারনেটে বিভিন্ন ভালো ভালো গল্প পড়তে পছন্দ করেন। অবসর সময়ে ঘরে বসে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে তারা গল্প পড়ে থাকেন।

তাই বর্তমানে ইন্টারনেটে প্রচুর পরিমাণে পাঠক রয়েছে যাদের কাছে আপনি আপনার গল্প তৈরির প্রতিভাকে তুলে ধরতে পারেন। আপনি সকলের কাছে পরিচিত হয়ে উঠতে পারেন এবং এর পাশাপাশি টাকাও ইনকাম করে নিতে পারেন।

আর আপনি তো জানেন যে, বর্তমানে লেখকদের মর্যাদা কতটা বেশি পরিমাণে রয়েছে। তাই আপনিও সকলের কাছে সম্মান পেতে পারেন আপনার লেখার মাধ্যমে।

তাই আপনার তৈরি করা গল্প বিষয়ক আর্টিকেল পাঠক সমাজের নিকটে পৌছে দেওয়ার জন্য মাধ্যম প্রয়োজন হবে। তাই নিচে আমি আপনাদের অনলাইনের তিনটি উপায়ের বিষয়ে বলবো যেগুলোর মাধ্যমে আপনি আপনার লেখাকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন এবং বাংলা আর্টিকেল লিখে অনলাইন থেকে টাকা আয় করতে পারেন।

গল্প লিখে টাকা আয় করার সেরা ৫টি উপায়

আমি যে তিনটি উপায়ের বিষয়ে আপনাদের বিস্তারিত ভাবে বলে দিবো সেগুলো হলো –

  • নিজের ব্লগে বাংলা গল্প লিখে আয়
  • ফেসবুক পেজে গল্প লিখে আয়
  • বাংলা গল্প লিখে টাকা আয় করার ওয়েবসাইটে লেখা প্রকাশ করে আয়

চলুন এই তিনটি বিষয় সম্পর্কে নিচে এক এক করে জেনে নিই।

নিজের ব্লগে বাংলা গল্প লিখে টাকা আয়

আপনি যদি অনলাইনে আপনার লেখা গল্প প্রকাশ করে টাকা ইনকাম করতে চান তাহলে একটি ব্লগ তৈরি করে সেখানে লেখালেখি করাটা আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধার এবং লাভজনক হিসেবে প্রমাণিত হতে পারে।

কেননা আপনি যখন নিজে একটি ব্লগ তৈরি করে লেখালেখি করবেন তখন সম্পুর্ন ব্লগের উপর আপনার নিয়ন্ত্রণ থাকবে এবং আপনি আপনার ব্লগের সবগুলো আর্টিকেলের বা সবগুলো গল্পের লেখক হিসেবে বিবেচিত হবেন। আর পাঠকরা আপনার ব্লগে গিয়ে গল্প পড়তে পারবেন।

কিভাবে ব্লগে গল্প লিখে আয় করা যায়?

আপনি হয়তো ভাবছেন ব্লগ কি বা কিভাবে নিজের ব্লগে গল্প লিখে আয় করবো।

ব্লগ বলতে ইন্টারনেটের একটি ওয়েবসাইটকে বোঝায়। একটি ব্লগের অধীনে অনেকগুলো ওয়েবপেজ থাকে। উদাহরণস্বরূপ, আপনি এখন এই আর্টিকেলটি পড়ছেন এটি আমার ব্লগের একটি ব্লগ আর্টিকেল এবং আমার ব্লগ হলো trustedincomeways.com.

তো প্রথমে আপনাকে একটি ব্লগ তৈরি করে নিতে হবে। আপনি নিজেই একটি ব্লগ তৈরি করে নিতে পারবেন। গুগলে এই বিষয়ে সার্চ করলে অনেক আর্টিকেল পেয়ে যাবেন এবং একটি ব্লগ তৈরি করা শিখে নিতে পারবেন।

আপনি চাইলে গুগল ব্লগার ব্যবহার করে ফ্রিতে একটি ব্লগ তৈরি পারেন।

একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরির পর আপনাকে ব্লগে আর্টিকেল লিখে পাবলিশ করতে হবে। আপনি ভালো ভালো গল্পের আর্টিকেলে লিখে ব্লগে পাবলিশ করতে পারবেন। আপনি চাইলে প্রযুক্তি বিষয়ক আর্টিকেলও লিখতে পারেন।

এরপর আপনার ব্লগে পাঠক নিয়ে আসতে হবে। অর্থাৎ মানুষকে জানিয়ে দিতে হবে যে আপনি একটি ব্লগ খুলেছেন এবং তাতে গল্প প্রকাশ করছেন। এই কাজটি আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারেন। এর পাশাপাশি আপনার আর্টিকেলের মান ভালো হলে গুগল সার্চ ইঞ্জিন থেকেও কিছুদিনের মধ্যে আপনার ব্লগে ট্রাফিক বা পাঠক আসা শুরু হবে।

যখন আপনার ব্লগে প্রতিদিন ভালো পরিমাণে পাঠকরা আসবেন, উদাহরণ হিসেবে যদি আপনার ব্লগে দৈনিক ৫০০ – ১০০০ জন পাঠক থাকেন তাহলে আপনি ব্লগ থেকে গুগল এডসেন্স এর মাধ্যমে ভালো পরিমাণে টাকা আয় করা শুরু করে দিতে পারবেন।

গুগল এডসেন্স হলো একটি advertising network. যখন আপনার ব্লগে কিছু ট্রাফিক আসতে শুরু করবে তখন ব্লগের জন গুগল এডসেন্সের আবেদন করতে পারবেন এবং আবেদন এপ্রুভ হলে ব্লগের আর্টিকেলের ভিতরে গুগলের দ্বারা কতগুলো বিজ্ঞাপন দেখানো হবে।

যখন আপনার পাঠকরা সেসব বিজ্ঞাপনে ক্লিক করবে তিখন প্রতি ক্লিকের জন্য আপনি কিছু টাকা পাবেন গুগল এডসেন্স একাউন্টে।

আপনি যদি চান তাহলে আপনার ব্লগে আরো কয়েকজন গল্প লেখককে যুক্ত করতে পারেন এবং সকলেই আর্টিকেল লিখতে পারেন। অথবা কয়েকজন লেখক মিলে একটি ব্লগ খুলতে পারেন।

এতে ব্লগের জনপ্রিয়তা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন। আশা করি বুঝে গেছেন নিজের ব্লগে গল্প লিখে ইনকাম সম্পর্কে।

রিলেটেড আর্টিকেল – গুগল এডসেন্স থেকে টাকা আয় করার উপায়

ফেসবুক পেজে গল্প লিখে টাকা আয়

আমি গল্প লিখে অনলাইন থেকে টাকা আয় করার দ্বিতীয়ত যে উপায়টির কথা বলবো সেটি হলো ফেসবুক পেজের মাধ্যমে। আপনি একটি ফেসবুক পেজ খুলে সেখানে নতুন নতুন আর্টিকেল লিখে পাবলিশ করতে পারেন। তবে এক্ষেত্রে আপনার অনেক সময়ের দরকার হবে। আপনার ফেসবুক পেজকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে হবে।

ফেসবুক পেজে লাইক এবং ফলোয়ার বাড়াতে হবে। এজন্য আপনার পেজে কমপক্ষে দশ হাজার লাইক থাকলে ভালো হয়।

যখন আপনার পেজে প্রচুর পরিমাণে লাইক আসবে এবং মানুষ আপনার লেখা পছন্দ করবেন এবং লাইক কমেন্ট করতে থাকবেন তখন আপনার ফেসবুক পেজ থেকে ইনকামের পথ খুলে যাবে।

আমি একটি কথা বলছি যে, আপনি যদি ফেসবুক পেজে আর্টিকেল লিখে টাকা আয় করতে চান তাহলে আপনাকে কিছুদিন সময় অবশ্যই লাগবে এবং পেজের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য পরিশ্রম করতে হবে।

এজন্য আপনি একটি সহজ উপায়ে প্রথমে কাজ করতে পারেন। আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে প্রতিদিন বা রেগুলার কোনো না কোনো স্ট্যাটাস পাবলিশ করছেন তাহলে আপনার যে ফেসবুক ফ্রেন্ডরা আছে তারা আপনাকে পবশ্যই চিনে থাকবে।

এজন্য আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রথমে গল্প লিখতে পারেন। এরপর যখন আপনাকে সবাই চিনতে শুরু করবে তখন একটি ফেসবুক পেজ খুলে তাদেরকে সেখানে নিয়ে যেতে পারবেন।

আর আপনার যদি আগে থেকেই প্রচুর লাইক এবং ফলোয়ার সমৃদ্ধ পেজ রয়েছে তাহলে আপনি সেখান থেকে আয় করা শুরু করে দিতে পারেন।

ফেসবুক পেজ থেকে আয় করার একটি জনপ্রিয় উপায় হলো এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে আপনি গুগলে সার্চ করে বিস্তারিত জেনে নিতে পারেন।

অবশ্যই পড়ুন – ফেসবুকে লেখালেখি করে আয় করার উপায়

লেখালেখি করার ওয়েবসাইটে বাংলা গল্প লিখে টাকা আয়

আপনি যদি এখন থেকেই গল্প লিখে ইন্টারনেট থেকে টাকা আয় করতে চান তাহলে আপনি বিভিন্ন লেখালেখি করার ওয়েবসাইটে একাউন্ট করে গল্প বিষয়ক আর্টিকেল লিখে টাকা আয় করতে পারেন। আপনি চাইলে গল্প লেখার পাশাপাশি আপনার পছন্দের বিষয় নিয়ে আর্টিকেল লিখতে পারেন।

আমি আপনাদের গল্প বিষয়ক আর্টিকেল লিখে টাকা আয় করার যে ওয়েবসাইট গুলোর বিষয়ে বলবো এগুলতে আমি আর্টিকেল লিখিনি।

আমি গুগলে সার্চ করে pratiborton.com এবং jit.com.bd ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটগুলোর বিষয়ে জানতে পেরেছি এবং আমি এই সাইটগুলোর বিষয়ে আপনাদের নিচে বলবো।

গ্রাথোর ডট কম

বন্ধুরা অনলাইনে আর্টিকেল লিখে টাকা আয় করার জন্য গ্রাথোর ডট কম একটি অন্যতম সাইট।

আপনি এখানে আর্টিকেল লিখে বা সুন্দর সুন্দর গল্প লিখেও টাকা আয় করতে পারেন। আপনি গ্রাথোর ডট কমে গিয়ে তাদের আর্টিকেল লিখার নীতিমালা গুলো দেখে নিতে পারেন।

এখানে আপনি পেমেন্ট বিকাশে নিতে পারবেন। ১০০০ টাকা হলেই পেমেন্ট নিতে পারবেন। তাছারা এখানে আপনার লেখা আর্টিলেলে যত বেশি ভিউ হবে তত বেশি টাকা আপনার বোনাস হিসেবে পাওয়ার সুযোগ রয়েছে।

জে আইটি

আপনি জে আইটি ব্লগেও আর্টিকেল লিখে টাকা আয় করতে পারেন। এজন্য আপনাকে প্রথমে জে আইটি ব্লগে রেজিস্ট্রার করে নিতে হবে। এরপর আপনি লেখা পাবলিশ করতে পারবেন। আপনি তাদের ওয়েবসাইটে আর্টিকেল লিখে আয় করার নীতিমালা গুলো দেখে নিতে পারেন।

এছাড়াও আরও আর্টিকেল লিখে টাকা আয় করার ওয়েবসাইট গুলোর মধ্যে রয়েছে –

  • বাংলা হাব ডট কম ডট বিডি
  • অসামান্য
  • বোর বাংলা

আমি যে ওয়েবসাইটগুলো সম্পর্কে আপনাদের বললাম এগুলো সম্পুর্ণ রিয়েল সাইট৷ আপনি যদি চান যে এখন থেকেই গল্প লিখে আয় করা শুরু করে দিতে তাহলে আপনার পছন্দমত যেকোন একটি ওয়েবসাইটকে বেছে নিতে পারেন।

বোনাস টিপসঃ ধরুন আপনি একটি ব্লগ তৈরি করে সেখানে রেগুলার আর্টিকেল লিখছেন। এর পাশাপাশি আপনার ফেসবুক পেজে সেই আর্টিকেলগুলো শেয়ার করছেন আপনার ফলোয়ারদের সাথে। তাহলে আপনি ব্লগ থেকে একদিকে গুগল এডসেন্স থেকে টাকা আয় করতে পারবেন। অপরদিকে ফেসবুক পেজে ব্লগের আর্টিকেল্গুলো শেয়ার করার মাধ্যমে ফেসবুক ইন্সট্যান্ট আর্টিকেলে আপনার পেজকে এপ্রুভ করতে পারবেন। ফেসবুক ইন্সটান্ট আর্টিকেল (Facebook Instant Article) হলো যখন কেউ আপনার ফেসবুক পেজে শেয়ার করা একটি আর্টিকেল পড়ার জন্য লিংকে ক্লিক করবে। তখন আর্টিকেলের ভিতর ফেসবুকের তরফ থেকে কিছু বিজ্ঞাপন (advertisements) দেখানো হবে যার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তাই আপনি একসাথে দুইটি উপায়ে আয় করতে পারবেন।

আজকে আমরা কি কি শিখলাম

বন্ধুরা আমি আপনাদের গল্প লিখে ইন্টারনেট থেকে টাকা আয় করার একদম রিয়াল এবং সেরা উপায়গুলোর বিষয়ে বলে দিয়েছি।

এগুলো একদম কার্যকর উপায় অনলাইনে লেখালেখি করে টাকা ইনকাম করার জন্য।

আপনি যদি অবসর সময়ে গল্প লিখতে পছন্দ করেন তাহলে অবসর সময়ে কাজ করতে পারেন। যদি আপনি একটি ব্লগ তৈরি পারেন এবং সেটাকে ভালোভাবে গ্রো করতে পারেন তাহলে আপনি সেখানে পরবর্তীতে ফুল টাইম কাজ করতে পারেন।

আর একসাথে একটি ব্লগ এবং একটি ফেসবুক পেজে কাজ করলে কি সুবিধা হবে এ বিষয়ে আমি আপনাদের উপরে বলে দিয়েছি। আশা করি আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আর্টিকেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

আর যদি কোন প্রশ্ন থাকে তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।

অবশ্যই পড়ুন –

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *