Home » অনলাইন ইনকাম » কিভাবে ফেসবুক স্টার থেকে টাকা ইনকাম করা যায়?

কিভাবে ফেসবুক স্টার থেকে টাকা ইনকাম করা যায়?

কিভাবে ফেসবুক স্টার থেকে টাকা ইনকাম করা যায় এ বিষয়ে জানতে চাচ্ছেন?

যদি হ্যাঁ, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন।

কেননা আজকের আর্টিকেলে আমি ফেসবুক স্টার মনিটাইজেশন এর বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি।

ফেসবুক স্টার থেকে টাকা ইনকাম করার উপায়
How to Earn Money from Facebook Star in Bangla?

এমনিতে বর্তমানে ফেসবুক থেকে টাকা ইনকাম করার একাধিক উপায় রয়েছে। বেশিরভাগ কনটেন্ট ক্রিয়েটরদের কাছে ফেসবুক থেকে অর্থ উপার্জনের জন্য Facebook In-stream Ads, Facebook Reels Monetization, Fan Subscription এই উপায়গুলো অধিক জনপ্রিয়।

তবে বর্তমানে ফেসবুক থেকে রোজগারের ক্ষেত্রে এই উপায়গুলো ছাড়াও আরো বেশ কিছু উপায় জনপ্রিয়তা অর্জন করেছে। এগুলোর মধ্যে একটি নতুন উপায় হলো ফেসবুক স্টার।

ফেসবুক স্টার কি এবং কিভাবে সেট আপ করতে হয়, ফেসবুক স্টার থেকে অর্থ উপার্জনের জন্য কত ফলোয়ার লাগে এবং কিভাবে ফেসবুক স্টার থেকে টাকা আয় করা যায় এসব বিষয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি।

ফেসবুক স্টার কী?

এমনিতে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করার অনেক উপায় আমরা আপনাদের সাথে শেয়ার করেছি। তবে বর্তমানে অনলাইনে ইনকামের একটি নতুন উপায় হলো ফেসবুক স্টার, যার জনপ্রিয়তা দিন দিন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে।

ফেসবুক স্টার হলো ফেসবুকের একটি নতুন ফিচার, যা মূলত কনটেন্ট ক্রিয়েটরদের ফেসবুক থেকে উপার্জন করার সুবিধা প্রদান করে।

Facebook Star Program মূলত গেমার, লাইভ স্ট্রিমার এবং এই ধরনের অন্যান্য ক্রিয়েটরদের জন্য তৈরি করা হয়েছে। তারা যখন ফেসবুকে কোনো লাইভ স্ট্রিম (live stream) করেন তখন ফলোয়াররা তাদের ভিডিও দেখে স্টার পাঠিয়ে তাদের সমর্থন করতে পারেন।

প্রতিটি স্টারের একটি নির্দিষ্ট অর্থমূল্য থাকে যা ক্রিয়েটররা টাকা হিসেবে সংগ্রহ করতে পারেন।

যদি একজন দর্শক একটি স্টার পাঠায় তখন সেটি ক্রিয়েটরের কাছে ডলার হিসেবে জমা হয়। প্রতিটি স্টারের বিনিময়ে ফেসবুক ক্রিয়েটরদের ১ সেন্ট অর্থাৎ $0.01 USD প্রদান করে থাকে। এর মানে হলো ১০০ স্টার পাঠালে একজন ক্রিয়েটর ১ ডলার ইনকাম করে থাকেন।

এই স্টার প্রোগ্রামের মাধ্যমে ক্রিয়েটররা ফেসবুকে তাদের আপলোড করা কনটেন্ট মনিটাইজ করতে পারেন এবং ফেসবুকের মাধ্যমে ঘরে বসে অর্থ উপার্জন করতে পারেন।

কিভাবে ফেসবুক স্টার সেট আপ করতে হয়?

আপনি যদি কোনো ধরনের ডিপোজিট ছাড়া ইনকাম করার কথা ভাবছেন তাহলে ফেসবুক স্টার আপনার জন্য উপযুক্ত উপায় হিসেবে বিবেচিত হতে পারে।

ফেসবুক স্টার থেকে আয় করার জন্য প্রথমে আপনার পেজ বা প্রোফাইলে স্টার ফিচার অ্যাক্টিভ করে নিতে হবে।

আপনার ফেসবুক অ্যাকাউন্টে স্টার প্রোগ্রাম চালু করার প্রধানত দুইটি ধাপ রয়েছে। প্রথমটি হলো ফেসবুক স্টার মনিটাইজেশন চালু করা এবং দ্বিতীয়টি হলো পেমেন্ট একাউন্ট যোগ করা।

তাহলে চলুন নিচে এই দুইটি ধাপ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ফেসবুক স্টার মনিটাইজেশন কিভাবে চালু করবেন?

স্টেপ ১ঃ

ফেসবুক স্টার ফিচার অ্যাক্টিভ করার জন্য প্রথমে আপনাকে facebook app এ প্রবেশ করতে হবে। এরপর উপরে ডানদিকে আপনার প্রোফাইল আইকনের উপর ক্লিক করতে হবে।

প্রোফাইল মেনুতে ক্লিক করার পর নিচের মতো বেশ কিছু বেশ কিছু অপশন আপনি দেখতে পারবেন। এখান থেকে Professional dashboard এর উপর ক্লিক করতে হবে।

ফেসবুক স্টার সেট আপ করবো কিভাবে

স্টেপ ২ঃ

Professional dashboard এ যাওয়ার পর নিচের মতো একটি ইন্টারফেস আসবে, যেখানে বেশ কিছু অপশন আপনি পেয়ে যাবেন। এখান থেকে Monetisation লেখাটির উপর ক্লিক করতে হবে।

Facebook star setup tutorial Bangla

স্টেপ ৩ঃ

এরপর আপনি আবার অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে সবার উপরে Stars নামে একটি অপশন থাকবে। এর পাশে Set up বাটনের উপর আপনাকে ক্লিক করতে হবে।

ফেসবুক স্টার সেট আপ টিউটোরিয়াল

মনে রাখবেন, সবার ফেসবুক অ্যাকাউন্টে এই স্টার অপশনটি নাও থাকতে পারে। কেননা যদি আপনার ৫০০ বা তার বেশি ফলোয়ার থাকে তবেই আপনার একাউন্টে স্টার ফিচারটি আসবে। এর চেয়ে কম ফলোয়ার থাকলে আপনি ফেসবুক স্টার সেট আপ করতে পারবেন না।

স্টেপ ৪ঃ

Stars এ ক্লিক করার পর আপনি নিচের মতো একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার নাম, জন্ম তারিখ এবং দেশের নাম দেখানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে নিচে Accept terms বাটনটিতে ক্লিক করবেন। আর কোনো কিছু সঠিক না থাকলে Edit information এর উপর ক্লিক করে সঠিক তথ্য দিতে পারবেন।

কিভাবে ফেসবুক স্টার ফিচার অ্যাক্টিভ করতে হয়

স্টেপ ৫ঃ

এই ধাপে আপনি Earning অপশনটি দেখতে পারবেন। অর্থাৎ আপনার একাউন্টে ফেসবুক স্টার ফিচারটি চালু হয়ে যাবে। এরপর আপনি চাইলে Set up payout account এ ক্লিক করে আপনার payment information যুক্ত করে নিতে পারবেন। অথবা আপনি চাইলে পরেও এই অপশনের মাধ্যমে পেমেন্ট ইনফরমেশন সাবমিট করতে পারবেন।

ফেসবুক স্টার প্রোগ্রাম চালু করার নিয়ম

স্টেপ ৬ঃ

যদি আপনি payment method add করতে না চান, তাহলে Your tools থেকে Stars অপশনের উপর ক্লিক করলে আপনি নিচের মতো একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আপনার স্টার এর সংখ্যা এবং ইনকাম দেখানো হবে।

যেহেতু আপনি প্রথম আপনার একাউন্টে এই ফিচারটি active করেছেন তাই সবকিছু শূন্য দেখাবে। যখন আপনার দর্শকরা আপনাকে স্টার পাঠাবে তখন এখানে আপনার স্টার সংখ্যা এবং ইনকাম দেখতে পারবেন।

Facebook star setup Bangla

ফেসবুক স্টার প্রোগ্রামে কিভাবে পেমেন্ট ইনফরমেশন সাবমিট করবেন?

স্টেপ ১ঃ

৫ নং ধাপে দেখানো ছবিটির মতো Set up payout account বাটনের উপর ক্লিক করুন। তারপর নিচের মতো ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আপনার নাম, জন্ম তারিখ এবং দেশের নাম সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।

কিভাবে ফেসবুক স্টার থেকে ইনকাম করা যায়

স্টেপ ২ঃ

এরপর Business type এর জায়গায় Individual অপশনটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।

ফেসবুক স্টার থেকে অর্থ উপার্জন করার পদ্ধতি

স্টেপ ৩ঃ

এখানে আপনার first name, middile name, last name, date of birth, primary address ইত্যাদি তথ্য সঠিকভাবে দিয়ে দিবেন।

ফেসবুক স্টার থেকে টাকা ইনকাম করার উপায়

তারপরে আপনার Country, Postcode, Phone number, Email address, Tax Identification Number (TIN) এগুলো সঠিকভাবে দিয়ে দিবেন।

ফেসবুক স্টার সেট আপ করার পদ্ধতি

মনে রাখবেন, যে ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে চান সেই ব্যক্তির TIN number এখানে আপনাকে দিতে হবে। আর কিভাবে TIN number জেনারেট করতে হয় এ বিষয়ে ইউটিউবে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন।

স্টেপ ১০ঃ

এখানে আপনাকে Bank transfer, Wire transfer এবং Paypal account এই তিনটি অপশন দেখানো হবে।

এগুলোর মধ্যে আপনি ব্যাংক ট্রান্সফার অপশনটি সিলেক্ট করবেন এবং আপনার ব্যাংক ইনফরমেশন সঠিকভাবে দিয়ে দিবেন।

  • যদি আপনি Bank transfer এর মাধ্যমে ফেসবুকের পেমেন্ট নিতে চান তাহলে আপনার একাউন্টে ২৫ ডলার জমা হলেই পেমেন্ট নিতে পারবেন।
  • আর Wire transfer এর মাধ্যমে পেমেন্ট নিতে হলে আপনার একাউন্টে কমপক্ষে ১০০ ডলার জমা হতে হবে।
  • আবার Paypal account বাংলাদেশ থেকে খোলা যায় না। এ কারণে আপনি পেপাল একাউন্ট অপশনটি সিলেক্ট করতে পারবেন না। তবে যদি আপনি India থেকে ফেসবুক স্টার প্রোগ্রামে যুক্ত হতে চান তাহলে আপনি পেপালের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।

এজন্য এই তিনটি অপশনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করাটা অধিক সুবিধাজনক। কেননা এক্ষেত্রে আপনি খুব তাড়াতাড়ি ফেসবুক থেকে পেমেন্ট পেতে পারবেন।

কিভাবে ফেসবুক স্টার থেকে টাকা ইনকাম করবেন?

ফেসবুক স্টার থেকে আয় করার জন্য প্রথমেই আপনার দরকার হবে একটি ফেসবুক অ্যাকাউন্ট অথবা একটি ফেসবুক পেইজ।

এরপর আপনার অ্যাকাউন্ট বা পেইজে কমপক্ষে ৫০০ ফলোয়ার থাকতে হবে। তাহলেই আপনি ফেসবুক স্টার প্রোগ্রামের মাধ্যমে টাকা আয় করা শুরু করে দিতে পারবেন।

এমনিতে ফেসবুক স্টার এর মাধ্যমে আয় করার প্রক্রিয়াটা ফেসবুক থেকে আয়ের অন্যান্য উপায়গুলোর থেকে আলাদা। কেননা In-streram ads কিংবা Reels monetisation এর ক্ষেত্রে ক্রিয়েটররা সরাসরি তাদের আপলোড করা ভিডিওগুলোতে ফেসবুকের বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে পারেন।

কিন্তু ফেসবুক স্টার থেকে ইনকাম করার ক্ষেত্রে আপনি কোনো এড বা বিজ্ঞাপন ব্যবহার করতে পারবেন না। এক্ষেত্রে আপনার পেইজে নিয়মিত আপনাকে লাইভ স্ট্রিম করতে হবে। এই লাইভ চলাকালে আপনার দর্শকরা আপনাকে স্টার পাঠাতে পারবেন এবং এর স্টারের বিনিময়েই আপনি ইনকাম করতে [পারবেন।

এছাড়াও যখন আপনি আপনার পেইজ বা প্রোফাইলে কোনো ভিডিও বা ছবি আপলোড করবেন তখন সেই ভিডিও বা ছবির জন্য facebook star এর অপশনটি enable করে দিলে আপনার আপলোড করা ভিডিও বা ফটতেও দর্শকরা স্টার পাঠাতে পারবেন।

এই প্রক্রিয়ায় আয় করার জন্য আপনার কনটেন্ট অবশ্যই দর্শকদের জন্য আকর্ষণীয় হতে হবে। যদি আপনার কন্টেন্ট ভালো না হয়, তবে দর্শকরা আপনাকে স্টার পাঠাতে আগ্রহী হবেন না। গেমিং, লাইফস্টাইল, শিক্ষা এবং বিনোদনমূলক ভিডিও কনটেন্টগুলো এই প্রক্রিয়ায় আয়ের জন্য অধিক জনপ্রিয়।

ফেসবুক স্টার থেকে আয় বাড়ানোর কৌশল

Facebook Star থেকে আয় বাড়ানোর জন্য কিছু বিশেষ কৌশল রয়েছে, যা ব্যবহার করে আপনি আপনার ইনকাম বাড়াতে পারবেন।

  • যেকোনো একটি ফেসবুক পেজের ফলোয়ার বা দর্শকরা নিয়মিত নতুন নতুন কনটেন্ট পেতে অধিক পছন্দ করেন। তাই সপ্তাহে অন্তত দুইটি নতুন কনটেন্ট আপলোড করুন।
  • লাইভ স্ট্রিমিং হলো স্টার ইনকাম বাড়ানোর একটি সহজ উপায়। লাইভে দর্শকরা অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করে এবং লাইভের সময় স্টার পাঠানোর প্রবণতা বেশি থাকে। তাই নিয়মিত আপনার প্রোফাইল বা পেইজ থেকে লাইভ স্ট্রিমিং করুন।
  • যত বেশি ফ্যান এনগেজমেন্ট বাড়াতে পারবেন, স্টার পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। তাই ফলোয়ারদের কমেন্টের উত্তর দিন এবং সবসময় তাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করুন।
  • লাইভ স্ট্রিমিং করার সময় প্রতিটি দর্শককে সরাসরি ধন্যবাদ জানান এবং যারা স্টার পাঠাবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। এভাবে ব্যক্তিগত কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে দর্শকরা আপনাকে আরো স্টার পাঠাতে আগ্রহী হবেন।
  • স্ট্রিমিংয়ের সময় মাঝেমাঝে দর্শকদের স্টার পাঠাতে উৎসাহিত করুন। তবে স্টার পাঠানোর জন্য তাদের জোর করবেন না। এতে স্টার পাঠানোর বিপরীতে তারা আপনার লাইভ থেকে বের হয়ে যেতে পারে।
  • আপনার দর্শকদের নিয়ে একটি কমিউনিটি বানাতে পারেন এবং সেখানে তাদের বিশেষ বিশেষ কনটেন্ট বা পরিষেবা অফার করতে পারেন। এতে দর্শকরা আপনাকে স্টার পাঠাতে আরো আগ্রহী হবেন।
  • যদি আপনার প্রচুর পরিমাণে দর্শক বা অডিয়েন্স থাকে তাহলে স্টারের পাশাপাশি স্পন্সরশিপ বা ব্র্যান্ড ডিল, এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেও ইনকাম করতে পারবেন।

ফেসবুক স্টার থেকে আয় করা টাকা কিভাবে তুলবেন?

এটা ফেসবুক স্টার প্রোগ্রামে পেমেন্ট একাউন্ট যোগ করার সময়েই আমি আপনাদের বলে দিয়েছি।

ফেসবুক স্টারের মাধ্যমে আয় হওয়া টাকা আপনি তিনটি উপায়ে তুলতে পারবেন।

প্রথমত, সরাসরি আপনার ব্যাংক একাউন্টের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এক্ষেত্রে আপনার স্টার ইনকাম কমপক্ষে ২৫ ডলার হতে হবে।

আর দ্বিতীয় পদ্ধতি হলো wire transfer এবং তৃতীয় পদ্ধতি হলো পেপাল একাউন্ট।

তবে আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক পদ্ধতি হলো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট গ্রহন।

আপনি ফেসবুক স্টার প্রোগ্রামে পেমেন্ট একাউন্ট যুক্ত করার সময় আপনার ব্যাংক একাউন্ট ইনফরমেশন দিতে পারবেন এবং সেই ব্যাংক একাউন্টের মাধ্যমে আপনার স্টার ইনকামের টাকা তুলতে পারবেন।

সাধারণত ফেসবুক মাসের শেষে ক্রিয়েটরদের উপার্জনের টাকা পাঠিয়ে থাকে।

ফেসবুক স্টার থেকে আয়ের কিছু চ্যালেঞ্জ এবং সমাধান

আপনি যদি ফেসবুক প্লাটফর্মে নতুন হয়ে থাকেন তাহলে আপনার স্টার ইনকামের ক্ষেত্রে কিছু সমস্যার মুখোমুখি হতে পারে।। নিচে কিছু সাধারণ সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করা হলো:

  1. ফলোয়ার কম থাকা: যদি আপনার পেজে কম সংখ্যক ফলোয়ার বা দর্শক থাকে তাহলে আপনার স্টার ইনকামের সুযোগ কম থাকবে। এক্ষেত্রে প্রমোশনাল ক্যাম্পেইন চালানো, ভিডিও শেয়ার করা এবং কমিউনিটি এনগেজমেন্ট বাড়ানো জরুরি।
  2. পেইজ মনিটাইজেশন করতে সমস্যা: কখনো কখনো ফেসবুক পলিসির কারণে আপনার প্রোফাইল বা পেইজকে মনিটাইজেশনের জন্য অনুমোদন নাও করতে পারে। এজন্য ফেসবুকে যেকোনো কনটেন্ট আপলোড করার ক্ষেত্রে আপনাকে ফেসবুকের সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে এবং কপিরাইট কনটেন্ট আপলোড করা থেকে বিরত থাকতে হবে। ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে এরকম কোনো কনটেন্ট আপনার পেইজ বা প্রোফাইলে থাকলে আপনি মনিটাইজেশন পাবেন না।
  3. স্টার কম পাওয়া: অনেক সময় দর্শকরা স্টার পাঠাতে আগ্রহী নাও হতে পারেন। এজন্য তাদের ভালো মানের কনটেন্ট উপহার দিন এবং দর্শকদের সাথে বন্ধুসুলভ আচরণ করুন।

ফেসবুক স্টার থেকে ইনকাম: FAQ’s

Q. ফেসবুক স্টার থেকে কিভাবে টাকা আয় করা যায়?

আপনি যখন আপনার ফেসবুক প্রোফাইল বা পেইজে লাইভ স্ট্রিমিং করবেন তখন আপনার দর্শকরা আপনাকে স্টার পাঠাতে পারবেন। প্রতিটি স্টারের বিনিময়ে আপনার একাউন্টে 0.01$ জমা হবে। এছাড়াও আপনার আপলোড করা ফটো কিংবা ভিডিওতেও দর্শকরা স্টার পাঠাতে পারবেন যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন।

Q. ফেসবুকে ১০০ স্টার সমান কত ডলার?

Facebook প্রত্যেকটি স্টারের জন্য ক্রিয়েটরদের $0.01 USD দিয়ে থাকে। তাহলে যদি আপনার মোট স্টারের সংখ্যা ১০০ হয় তাহলে আপনি ১ ডলার ইনকাম করতে পারবেন। আর ১০০০ টি স্টার পাঠালে আপনার ইনকাম হবে ১০ ডলার যা বাংলাদেশি টাকায় ১১৯০ টাকা।

Q. ফ্রিতে ফেসবুকে স্টার পেতে কতজন ফলোয়ার লাগে?

Facebook star প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য প্রোফাইল বা পেইজে কমেও ৫০০ ফলোয়ার থাকতে হবে। তারপর আপনার ফলোয়ার সংখ্যা যত বেশি হবে তত বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন।

সর্বশেষ

কিভাবে আপনার প্রোফাইলে ফেসবুক স্টার ফিচারটি চালু করবেন এবং ফেসবুক স্টার থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় এ বিষয়ে আজকের আর্টিকেলে আমি বিস্তারিত আলোচনা করেছি।

মনে রাখবেন, সবুক স্টার থেকে আয় করার জন্য অনেক সময় এবং পরিশ্রমের প্রয়োজন। তবে নিয়মিত মানসম্পন্ন কন্টেন্ট তৈরি, দর্শকদের সাথে ইন্টারঅ্যাক্ট করা এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি ফেসবুক স্টার থেকে ভালো পরিমাণে টাকা আয় করতে পারবেন।

আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আর আর্টিকেলের সাথে জড়িত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন।

রিলেটেড আর্টিকেলঃ

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *