ফ্রি টাকা ইনকাম করার উপায় ২০২৪ | প্রতিদিন ৫০০ টাকা আয় করুন
আপনি কি কোনো ধরনের ইনভেস্টমেন্ট (investment) ছাড়াই ফ্রি টাকা ইনকাম করতে চাচ্ছেন?
যদি হ্যাঁ, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। কিভাবে ফ্রি অনলাইন ইনকাম করা যায় এ বিষয়ে আজকের আর্টিকেলে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন।
আমি নিশ্চিত যে, আপনি আপনার বন্ধু, সহকর্মী বা পরিবারের কোন সদস্যের কাছে অনলাইনে টাকা ইনকাম করার ব্যাপারে শুনেছেন। আপনি হয়তো ভেবেছেন যে, অনলাইনে টাকা ইনকাম করাটা খুব সহজ। আপনি হয়তো ইনকামও করেছেন। কিন্তু এভাবে online income করতে গিয়ে আপনি প্রতারণার ফাঁদে পড়েছেন এবং ব্যর্থ হয়েছেন।
আপনি কি জানেন কেন এমনটা হয়েছে?
এর কারণ হলো, কোথা থেকে এবং কিভাবে শুরু করতে হবে এটা আপনি জানেন না অথবা আপনি অনলাইনে ইনকামের কোন শর্টকাট উপায় (shortcut way) খুঁজেছেন। সত্য কথা বলতে অনলাইনে আয় করার কোনো শর্টকাট মাধ্যম নেই। এজন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।
এখন আমি আপনাকে একটি সত্য ঘটনা বলি। কিছুদিন আগে আমার এক বন্ধু অনলাইনে এরকম একটি বিজ্ঞাপন (advertisement) দেখতে পায়। যেখানে বলা হয়, “ওয়েবসাইটে ছোট ছোট কাজ করে প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করুন সহজে।”
এই অফারটা তার কাছে দারুন লাগে। তাই সে এই জবটিতে registration করে। সে জবটিতে যুক্ত হওয়ার জন্য registration fee হিসেবে ২০ ডলার পে (pay) করে।
এরপর তাকে কিছু survey পূরণ করতে দেওয়া হয়। সে সার্ভেগুলো complete করে সঠিকভাবে জমা দেয়। এভাবে কয়েক দিন যাওয়ার পর সে ওয়েবসাইটটিকে আর খুঁজে পায়না।
এভাবে অনলাইনে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ প্রতারিত হচ্ছে। অনলাইন জব (online job) এর কথা বলে প্রচুর পরিমাণে লোকদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে scammer-রা।
এই গল্পটির মাধ্যমে আমি আপনাকে demotivate করছি না। শুধুমাত্র বাস্তবতাটা আপনাদের সাথে শেয়ার করলাম।
অনলাইনে যে কোন কাজে যুক্ত হওয়ার আগে ভালোভাবে verification করে নেয়া উচিত। তাছাড়া আপনি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কাজ করে যাবেন কিন্তু এর বিনিময়ে কোন অর্থ উপার্জন করতে পারবেন না।
আজকের আর্টিকেলে আমি অনলাইনে ফ্রি টাকা ইনকাম করার সহজ এবং কার্যকর ১১টি উপায় আপনাদের সাথে শেয়ার করবো। এগুলো যে কেউ করতে পারে। স্কুল বা কলেজের স্টুডেন্ট, গৃহিণী, বয়স্ক মানুষজন প্রত্যেকেই এই কাজগুলো করতে পারবে।
যদি আপনার কাছে smartphone বা computer এবং internet connection থাকে, তাহলে ঘরে বসে এসব উপায় ফ্রিতে টাকা আয় করতে পারবেন।
ঘরে বসে অনলাইনে ফ্রি টাকা ইনকাম করার উপায় ২০২৪
ফ্রিতে দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম করার শত শত উপায় রয়েছে। এগুলোর মধ্যে real এবং fake সবগুলো উপায়ই রয়েছে।
কিন্তু আমি আপনাদের পরামর্শ দিবো, যখন আপনি দেখবেন যে কোনো website বা app থেকে টাকা ইনকাম করার শুরুতে আপনাকে ইনভেস্ট করতে বলা হবে, সেই ওয়েবসাইট বা অ্যাপে কাজ করা থেকে বিরত থাকুন।
এখানে আমি আপনাদের সাথে একদম ফ্রিতে টাকা ইনকাম করার সেরা এবং নিশ্চিত মাধ্যমগুলো শেয়ার করবো। এগুলোর মধ্যে কিছু কাজের ক্ষেত্রে আপনার অবশ্যই কিছু দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে। যেমন: ভালো লেখালেখির দক্ষতা (writing skills), যোগাযোগ দক্ষতা (communication skills) ইত্যাদি।
তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সেই উপায়গুলো কী কী?
১. Fiverr থেকে আয় করুন
ফ্রিতে অনলাইন ইনকাম করার জন্য ফাইভার হলো একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস (freelancing marketplace)
এই ওয়েবসাইটে আপনি যেকোনো ধরনের কাজ পেতে পারবেন যেগুলো করার বিনিময়ে টাকা উপার্জন করতে পারবেন।
Fiverr এর মাধ্যমে অনলাইনে আয় করার প্রক্রিয়া খুবই সহজ। এখানে প্রত্যেকেই ঘরে বসে নিজের অভিজ্ঞতা অনুযায়ী বিভিন্ন কাজ করে ইনকাম করতে পারেন।
এরকম অনেক সফল (successful) মানুষজন রয়েছেন, যারা Fiverr এ কাজ করার মাধ্যমে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করছেন।
যদি আপনি Fiverr marketplace টি browse করে দেখেন, তাহলে অনেকগুলো কাজের idea পেয়ে যাবেন। এরপর আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করা শুরু করার প্রস্তুতি নিতে পারবেন।
Fiverr থেকে আয় করার জন্য আপনাকে কোনো ধরনের ইনভেস্ট করতে হবে না। এটা ফ্রিতে অনলাইনে ইনকামের একটি অন্যতম উপায় হিসেবে বিবেচিত।
২. আর্টিকেল রাইটিং সার্ভিস দিয়ে আয় করুন
- লেখালেখি করে ঘরে বসে আয় করুন: ✅
Bloggers এবং Webmasters রা সবসময়ই তাদের ব্লগ এবং ওয়েবসাইটের জন্য নতুন এবং ইউনিক আর্টিকেল খুঁজে থাকেন।
একজন দক্ষ আর্টিকেল রাইটার (article writer) হওয়ার জন্য আপনার ভালো লেখালেখির দক্ষতা থাকতে হবে এবং বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগের আর্টিকেলগুলো প্রচুর পরিমাণে পড়তে হবে।
অনলাইনে আর্টিকেল লেখার মাধ্যমে টাকা আয় করার জন্য আপনার কোনো ইনভেস্টমেন্ট এর দরকার হবে না।
নিচের ওয়েবসাইটগুলোতে আর্টিকেল লিখে আপনারা টাকা ইনকাম করতে পারবেন:
আপনার আর্টিকেলের quality বা মানের উপর ভিত্তি করে প্রতিটি আর্টিকেল লেখার বিনিময়ে আপনি ২ থেকে ২০ ডলার ইনকাম করতে পারবেন।
যখন আপনি কোনো বায়ার বা ক্লায়েন্ট এর সাথে deal করবেন, তখন আপনাকে আর্টিকেল এর কোয়ালিটি, শব্দ সংখ্যা, নিশ (niche) ইতাদি বিষয় সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।
৩. Cointiply এর মাধ্যমে Bitcoin ইনকাম করুন
Cointiply হলো এমন একটি micro-task website, যেখানে ছোটো ছোটো অনলাইন কাজগুলো করার মাধ্যমে আয় করা যায়।
উদাহরণস্বরূপ, কিছু কাজ হলো:
- গেম খেলা
- App install করা
- সার্ভে সম্পূর্ণ করা
- ভিডিও দেখা
- বিজ্ঞাপন (ads) দেখা
এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন অনলাইন কাজগুলো করার মাধ্যমে যে অর্থ উপার্জন করবেন, সেটা বিটকয়েন হিসেবে আপনার একাউন্টে জমা হবে।
আপনি এই বিটকয়েনগুলো exchange করে নিতে পারবেন। একটি সেরা bitcoin exchange website হলো:
৪. ফ্রিল্যান্সিং করে আয় করুন
- ঘরে বসে আয় করুন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে: ✅
আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার, কনটেন্ট রাইটার, ওয়েব ডিজাইনার, ভিডিও এডিটর বা অন্য কোনো কাজে expert হয়ে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আপনি নিজের দক্ষতা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভালো পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন।
একজন ফ্রিলান্সার হিসেবে কাজ করলে আপনি নিজেই নিজের boss এবং আপনার ইচ্ছা অনুযায়ী যেকোনো সময়ে যেকোনো জায়গা থেকে কাজ করতে পারবেন।
Freelancing এর কাজ শুরু করার জন্য আপনাকে প্রথমে Freelancer, Upwork, Fiverr, PeoplePerHour ইত্যাদি যেকোনো একটি ওয়েবসাইটে নিজের profile তৈরি করতে হবে। এরপর আপনার অভিজ্ঞতা অনুযায়ী কাজ খুঁজতে হবে।
ভিন্ন ভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোর ভিন্ন ভিন্ন payment system এবং terms and conditions রয়েছে। এগুলো ভালোভাবে পড়ে এবং বুঝে আপনাকে কাজ করার জন্য একটি freelancing platform বাছাই করে নিতে হবে।
Pro Tip: ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আপনার প্রোফাইলটিকে সুন্দরভাবে সাজাতে হবে। কোনো একটি কাজ সম্পন্ন করার পর ক্লায়েন্টকে আপনার প্রোফাইলে একটি সুন্দর রিভিউ দেওয়ার জন্য রিকুয়েষ্ট করতে হবে। এটা ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলোতে একজন reputed freelancer হয়ে উঠতে আপনাকে অধিক সাহায্য করবে।
রিলেটেড আর্টিকেল: ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং শুরুর গাইডলাইন
৫. ব্লগিং করে ইনকাম করুন
যদি আপনি লেখালেখি করতে অধিক পছন্দ করেন তাহলে ব্লগিং এর মাধ্যমে আপনার জ্ঞান, চিন্তা-ভাবনা, আবেগ, অনুভূতি লোকদের সাথে শেয়ার করতে পারবেন।
এতে আপনার শখ পূরণ করার পাশাপাশি অনলানে টাকা ইনকাম করতে পারবেন।
ব্লগিং এর মাধ্যমে টাকা ইনকাম করার জন্য আপনাকে প্রথমে একটি online blog তৈরি করে নিতে হবে। আপনি Blogger ব্যবহার করে সহজেই একটি ফ্রি ব্লগ তৈরি করে নিতে পারবেন।
একটি ব্লগ বানানোর পর আপনার ব্লগে ভালো মানের আর্টিকেল publish করতে হবে। আপনি যে বিষয়ে ভালো জানেন বা যে বিষয়ের উপর আপনার ভালো জ্ঞান বা অভিজ্ঞতা রয়েছে, সেই বিষয় নিয়ে আপনার ব্লগে লেখালেখি করতে পারেন।
তারপর যখন আপনার ব্লগে প্রতিদিন ৩০০-৪০০ জন organic traffic / visitors আসা শুরু হবে, তখন আপনি ব্লগ থেকে বিভিন্ন মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
সাধারণত একটি ব্লগ থেকে ইনকাম শুরু হওয়ার জন্য ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় লেগে যায়। তবে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি কতটুকু সময় দিচ্ছেন এবং কিরকম পরিশ্রম করছেন।
মজার ব্যাপার হলো, ব্লগ থেকে একবার ইনকাম হওয়া শুরু হয়ে গেলে এভাবে আপনার ইনকাম হতেই থাকবে এবং দিন দিন ইনকামের পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে।
৬. ইউটিউব ভিডিও বা চ্যানেল তৈরি করুন
- আপনি ঘরে বসে কাজ করতে পারবেন।
- সামান্য ইনভেস্টমেন্ট এর প্রয়োজন হবে।
অনলাইনে ফ্রি টাকা ইনকাম করার একটি জনপ্রিয় উপায় হলো ইউটিউব। ইউটিউবে ভিডিও আপলোড করে আপনি ফ্রিতে অনলাইনে ইনকাম করতে পারবেন।
এজন্য আপনাকে প্রথমে একটি YouTube Channel তৈরি করতে হবে। এরপর আপনার ইউটিউব চ্যানেলে ইউনিক ভিডিও আপলোড করতে হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজে ভিডিও তৈরি করতে হবে।
আপনার ইচ্ছামতো যেকোনো বিষয়ে আপনি ভিডিও বানাতে পারেন। যেমন: technical video, funny video, cooking, sports ইত্যাদি।
এরপর আপনি ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার মাধ্যমে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হওয়ার শর্ত:
- চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে
- গত ১২ মাসে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে
এভাবে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলে টাকা আয় করতে পারবেন। ভিডিও বানানোর জন্য আপনাকে হাজার হাজার টাকা খরচ করে ক্যামেরা কিনতে হবে না। যদি আপনার স্মার্টফোনের ভিডিও ক্যামেরা ভালো থাকে, তাহলে সেটা দিয়েই ভিডিও বানাতে পারবেন।
আমাদের দেশে অনেক ইউটিউবার রয়েছেন, যারা ইউটিউব থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছেন।
৭. Virtual Assistant হিসেবে কাজ করুন
ঘরে বসে টাকা ইনকাম করার জন্য অন্যতম একটি উপায় হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব হলো অনেকটা personal assistant এর মতোই, কিন্তু এটা করা হয় অনলাইনের মাধ্যমে।
এই জবের কাজগুলো হলো এরকম:
- ইমেইলের উত্তর দেওয়া
- কনটেন্ট লেখা
- রিসার্চ করে বিভিন্ন কাজ করা
- কমেন্ট moderate করা
Virtual Assistant Job এর মাধ্যমে আপনি প্রতিদিন ২ থেকে ৩০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। যদি আপনি ঘরের বাইরে কাজ করতে না চান, তাহলে ঘরে সে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার মাধ্যমেও ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।
৮. Affiliate Marketing করে আয় করুন
বর্তমান সময়ে অনলাইন থেকে টাকা ইনকাম করার একটি সেরা এবং জনপ্রিয় উপায় হলো এফিলিয়েট মার্কেটিং।
এর মাধ্যমে আপনি কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আপনার ব্লগ বা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেমন: ফেসবুক, টুইটার ইত্যাদির মাধ্যমে এফিলিয়েট লিংকের প্রোমোশন করে ইনকাম করতে পারবেন।
এফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো কোম্পানি বা ব্রান্ড এর প্রোডাক্টের লিংক আপনার ব্লগ বা সোশ্যাল মিডিয়া পেজ / গ্রুপের মাধ্যমে প্রচার করতে হবে।
যখন কেউ সেই লিংকে ক্লিক করে প্রোডাক্টটি ক্রয় করবে, তখন নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি কমিশন পাবেন।
বিশ্বজুড়ে বিভিন্ন ব্লগাররা এফিলিয়েট মার্কেটিং এর দ্বারা ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করছেন।
৯. অনলাইন সার্ভে করে আয় করুন
ফ্রিতে টাকা ইনকাম করার জন্য সার্ভে করা সহজ অনলাইন কাজগুলোর মধ্যে একটি। এর মাধ্যমে আপনি দ্রুত অনলাইনে ইনকাম করতে পারবেন।
আপনি যদি আপনার মতামত প্রকাশ করতে আগ্রহী হন, তাহলে অনলাইন সার্ভেতে অংশগ্রহণ করতে পারেন।
সার্ভে করে আয় করার জন্য প্রথমেই আপনাকে একটি online survey সাইটে registration করতে হবে। এসব সাইটে আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, আগ্রহের বিষয় ইত্যাদি প্রদান করতে হবে।
এরপর আপনি বিভিন্ন কোম্পানির পেইড সার্ভেতে অংশগ্রহণ করতে পারবেন। সার্ভেতে অংশগ্রহণের জন্য আপনাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলো সাধারণত আপনার পছন্দ, মতামত, ব্যবহারের অভিজ্ঞতা ইত্যাদি সম্পর্কিত।
প্রতিটি সার্ভে সম্পূর্ণ করার মাধ্যমে আপনি ০.৫ ডলার থেকে ১০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন।
কিছু জনপ্রিয় পেইড সার্ভে ওয়েবসাইট হলো:
- Swagbucks
- InboxDollars
- Survey Junkie
- Survey Monkey
১০. ট্রান্সলেশন সার্ভিস দিয়ে আয় করুন
- ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে translation service প্রদান করে আয় করুন।
এক ভাষা থেকে অন্য ভষায় অনুবাদ করার মাধ্যমে অনলাইনে ইনকাম করা যায় এটা বেশিরভাগ লোকেরাই জানে না। এখানে আপনাকে একটি ভাষাতে লেখা বা অডিওকে অন্য ভাষাতে অনুবাদ করতে হবে।
আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে translation লিখে search করেন, তাহলে এই বিষয়ক কাজের আইডিয়া পেয়ে যাবেন। শুধুমাত্র ট্রান্সলেশন সার্ভিস প্রদান করেই অনেক ফ্রিলান্সার প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করছেন।
তাই অনলাইনে ফ্রি টাকা ইনকাম করার জন্য ট্রান্সলেশন এর কাজটি আপনারা বেছে নিতে পারেন। কোনো ধরনের খরচ ছাড়াই এই কাজটি আপনারা শুরু করতে পারবেন।
১১. ফ্রি টাকা ইনকাম apps
এমন কিছু মোবাইল অ্যাপস রয়েছে যেগুলো ব্যবহার করে ফ্রিতে টাকা আয় করা সম্ভব। নিচে এরকম কিছু android apps এর বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিবো।
এসব অ্যাপে আপনারা প্রতিদিন বিভিন্ন ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে পারবেন। যেমন: গেম খেলা, সার্ভে সম্পূর্ণ করা, ভিডিও দেখা, ওয়েবসাইট ভিজিট করা ইত্যাদি।
কিছু জনপ্রিয় ফ্রিতে টাকা ইনকাম করার apps হলো:
- Swagbucks
এই অ্যাপটি আপনারা Google play store এ পেয়ে যাবেন। এখানে একাউন্ট তৈরি করলে আপনারা কিছু sign-up bonus পেতে পারবেন। Swagbucks online income app টিতে আপনারা ভিডিও দেখে, সার্ভে সম্পূর্ণ করে, ছোটো ছোটো টাস্ক সম্পূর্ণ করে এবং গেম খেলে আয় করতে পারবেন।
- FoodPanda Rider App
এই অ্যাপটি ব্যবহার করে আপনারা FoodPanda কোম্পানির delevary man হিসেবে কাজ করতে পারবেন। এই অ্যাপের সাহায্যে গ্রাহকের ঠিকানা বের করে ডেলিভারি ম্যান সেই ঠিকানায় খাবার পৌঁছে দিয়ে থাকে। এই কাজের জন্য ফুড পান্ডা কোম্পানি অর্থ প্রদান করে থাকে।
- বিকাশ (bKash)
বিকাশ অ্যাপের মাধ্যমে আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন। আপনার referral link দিয়ে কেউ বিকাশ একাউন্ট খুললে আপনি নির্দিষ্ট পরিমাণে কমিশন পাবেন।
অন্যান্য অ্যাপসগুলো:
- InboxDollars
- Daraz Seller Income App
- Pocket Money
- Nagad
রিলেটেড আর্টিকেল: ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ এবং ওয়েবসাইট
ফ্রি টাকা ইনকাম: FAQs
Free online income করার কয়েকটি সেরা উপায় হলো কনটেন্ট রাইটিং, ব্লগিং, ইউটিউব চ্যানেল, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং।
সেরা কয়েকটি ফ্রিতে online income apps হলো Swagbucks, InboxDollars, Pocket Money, bKash, MyPoints ইত্যাদি।
ঘরে বসে ফ্রিল্যান্সিং, কনটেন্ট রাইটিং, ব্লগিং ইত্যাদি উপায়ে আপনারা প্রতিদিন ৫০০ টাকার চেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাদের অবশ্যই সঠিক নিয়মে কাজ করতে হবে।
আমাদের শেষ কথা
অনলাইনে ফ্রি টাকা ইনকামের শত শত উপায় রয়েছে। এগুলোর মধ্যে ১১টি জনপ্রিয় এবং কার্যকর উপায় আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করেছি।
যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই অনলাইন থেকে টাকা ইনকাম করার কথা ভাবছেন, তাহলে আজকের আর্টিকেলটি আপনার অনেক কাজে আসবে।
একটু সময় দিয়ে চিন্তা করে দেখুন, উপরে বলা কোন কাজটি আপনি করতে পারবেন এবং কোন কাজটি করতে পারবেন না।
এক্ষেত্রে বেশিরভাগ লোকেরা যে ভুলটি করে থাকে সেটা হলো, তারা একসাথে একাধিক কাজ করার কথা চিন্তা করে।
এ কারণে তারা অনলাইন থেকে ইনকাম করতে হয় ব্যর্থ হয়। তাই শুধুমাত্র একটি কাজের উপর গুরুত্ব দিন। এতে খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন।
আর্টিকেলটি ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আর অনলাইন ইনকাম রিলেটেড বিভিন্ন টিপস পেতে Trusted Income Ways ব্লগের অন্যান্য আর্টিকেলগুলো পড়তে পারেন।
দারুণ পোস্ট।
ধন্যবাদ।
ভাই আপনারা সবাই সাপোর্ট করেন
দারুন পোস্ট।
ধন্যবাদ।
আমি কাজ করতে চাই
আর্টিকেলটি ভালোভাবে পড়ুন। আপনার মনমতো একটি কাজ সিলেক্ট করুন। সময় ও শ্রম দিয়ে সেই কাজের বিষয়ে সবকিছু ভালোভাবে শিখে নিয়ে শুরু করুন।
আমি আর্টিকেল রাইটিং করতে চাই কিন্তু শুরু করবো কিভাবে।
আর্টিকেল রাইটিং করার জন্য আপনাকে প্রথমে ডোমেইন এবং ওয়েব হোস্টিং কিনে একটি ওয়েবসাইট বা ব্লগ তৈরি করতে হবে। এরপর নিয়মিত আপনার ব্লগে ভালো মানের আর্টিকেল পাবলিশ করতে হবে। তবে, এজন্য প্রথমে আপনাকে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখা ভালোভাবে শিখতে হবে। এছাড়াও আপনি লেখালেখি করে ইনকাম করার ওয়েবসাইট গুলোতে কাজ করতে পারেন।
ভাই আমার কিছু টাকার প্রয়োজন
ফ্রি টাকা ইনকাম করতে চাইলে, এই পোস্টটি সবার পড়া উচিৎ।
ধন্যবাদ।
Nice post.
Thanks.
আমি কাজ করতে চাই
ধন্যবাদ আপনাকে।
শুরু করলাম
টাকা কামাই করবো কি করে
আমি কাজ করতে চাই
দারুণ একটি আর্টিকেল।
আমিও কাজ করতে চাই
সম্পূর্ণ আর্টিকেলটি ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করুন।
এই ওয়েবসাইট থেকে আমি টাকা ইনকাম করতে চাই এবং এটা আমার প্রথম কাজ। আমি আর কুথাও কাজ করিনি, মানে আমি কোনো ওয়েবসাইটে কাজ করিনি। তাই এটা আমার কাছে খুব এক্সাইটিং লাগছে যে এই প্রথম কাজ করছি।
ধন্যবাদ আপনাকে।
Ok
Thanks.
উপকারী পোস্ট।
ধন্যবাদ।
আমিও কাজ করতে চাই
শুরু করে দিন।
আমি কাজ করবো
আপনার পছন্দমতো যেকোনো একটি কাজ শিখে নিয়ে শুরু করে দিন।
আমি কাজ করতে চাই
Bhalo
আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই৷ আমি অনলাইনে কাজ করতে চাই কিন্তু করতে পারি না। আপনার একটা এপস একটু দেখাই দেন।
আমি যা খুঁজতে এসেছিলাম তা এই আর্টিকেলে পেয়ে গেছি। ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
ওকে
hi
অনেক হেল্পফুল আর্টিকেল।
ধন্যবাদ কমেন্ট করার জন্য।
Ami kaj korbo
প্রতিদিন 500 টাকা কিভাবে আয় করবো
আমি কাজ করতে চাই
Nice
Nice
Ami kaj korbo
Ami kas korbo
Informative article.
Thanks.
আমি ও ফ্রী ইনকাম করতে চাই
অনলাইন ইনকামের বিষয়ে আমাদের ব্লগে অনেক আর্টিকেল রয়েছে৷ যদি এই আর্টিকেলগুলো আপনি পড়েন, তাহলে অনলাইনে উপার্জন করার বিষয়ে ভালো ধারণা পেয়ে যাবেন এবং কাজ শুরু করে দিতে পারবেন।