ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ এবং ওয়েবসাইটগুলো – (২০২৪)
ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপ এবং ওয়েবসাইটগুলো সম্পর্কে আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো। (Best Apps and Websites to Watch Video and Earn Money Online in Bangladesh)
আজকাল ডিজিটাল যুগে ইন্টারনেট থেকে অনলাইনে টাকা আয় করার অনেক উপায় রয়েছে। ফ্রিল্যান্সিং, ব্লগিং, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ইত্যাদি বিভিন্ন মাধ্যমে বর্তমানে ঘরে বসে লোকেরা টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন।
এগুলো বাদে আপনি যদি একদম সহজে অনলাইন থেকে ভিডিও দেখার মাধ্যমে টাকা ইনকাম করতে চান, তাহলে কোন চিন্তা করবেন না।
এমন কতগুলো অনলাইন ইনকাম অ্যাপ এবং ওয়েবসাইট রয়েছে, যেগুলো আমাদের অনলাইনে ভিডিও দেখে টাকা আয় করার দারুণ সুযোগ প্রদান করে থাকে।
আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে প্রচুর সময় নষ্ট করে থাকি। এক্ষেত্রে আমরা এই ভিডিও দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট এবং অ্যাপগুলো ব্যবহার করে অনলাইনে ভিডিও দেখে বিনোদনের পাশাপাশি কিছু টাকা আয় করতে পারি।
তাই আপনিও যদি অনলাইনে ভিডিও দেখে অর্থ উপার্জন করার বিভিন্ন উপায় খুঁজছেন, তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
Video দেখে Online Income করার সুবিধা:
- অনলাইনে video advertisements গুলো দেখার মাধ্যমে সহজেই বাড়তি কিছু টাকা ইনকাম করতে পারবেন।
- বিভিন্ন company গুলো তাদের ভিডিও এডস এ ভালো ভিউসের জন্য viewers দের পুরস্কৃত করে থাকে।
- শুধুমাত্র একটি android smartphone বা computer এবং internet connection এর প্রয়োজন হবে।
- আবসর সময়ে ভিডিও দেখে বিনোদনের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ পাবেন।
অনলাইনে ভিডিও দেখে টাকা ইনকাম করার সেরা অ্যাপ এবং ওয়েবসাইটগুলো
বর্তমান সময়ে বিভিন্ন কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের product বা service সমূহের promotion করার জন্য প্রচুর পরিমাণে video advertisements ব্যবহার করে।
অর্থাৎ বিভিন্ন online platform এর ভিডিওগুলোতে বিজ্ঞাপন (ads) দেখানোর মাধ্যমে তাদের বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিসের প্রমোশন বা মার্কেটিং করে থাকে। এ কারণেই তারা viewers দের টাকা দিয়ে থাকে।
এক্ষেত্রে যদিও তারা খুব বেশি টাকা দেয় না, তবে আপনি অনলাইনে ভিডিও দেখার মাধ্যমে আপনার হাত খরচের টাকা অবশ্যই ইনকাম করতে পারবেন।
আর ভিডিও দেখার মাধ্যমে অনলাইনে ইনকাম করা যায় এরকম ওয়েবসাইট বা অ্যাপ বর্তমানে ইন্টারনেটে প্রচুর রয়েছে। এগুলোর মধ্যে অনেক ওয়েবসাইট বা অ্যাপ ভুয়া (fake)। যেগুলো আপনাকে ভিডিও দেখার বিনিময়ে কোনো টাকা পে করবে না এবং আপনার সময় নষ্ট হবে।
Video দেখে টাকা ইনকাম করার জন্য যেসকল app বা website একদম রিয়াল (real), সেগুলোর বিষয়ে আজকের আর্টিকেলে আমরা আলোচনা করবো।
তাহলে চলুন জেনে নেওয়া যাক, আপনার স্মার্টফোন দিয়ে অনলাইনে ভিডিও দেখে টাকা আয় করার জন্য সেরা অ্যাপ এবং ওয়েবসাইটগুলো কি কি?
অ্যাপস / ওয়েবসাইট (Apps / Websites): | ইনকামের উপায় (Earning Opportunity): |
---|---|
InboxDollars | অনলাইনে video দেখা, email পড়া এবং online survey গুলোতে participate করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। |
Swagbucks | ভিডিও দেখে, অনলাইন সার্ভে সম্পূর্ণ করে এবং online shopping করে pints পেতে পারবেন। |
MyPoints | অনলাইন শপিং, সার্ভে এবং ভিডিও দেখার মাধ্যমে reward point earn করতে পারবেন। |
iRazoo App | ভিডিও দেখার পাশাপাশি বিজ্ঞাপন দেখে, সার্ভে গুলো সম্পূর্ণ করে এবং গেম খেলে আয় করা যাবে। |
Roz Dhan | ভিডিও দেখা, আর্টিকেল শেয়ার করা, বন্ধুদের রেফার করা এবং প্রতিদিনের কিছু task সম্পূর্ণ করে আয় করা যাবে। |
Viggle | ভিডিও দেখার মাধ্যমে অথবা TV এবং streaming content দেখে আয় করতে পারবেন। |
Pocket Money | ভিডিও দেখা, বিভিন্ন গেম খেলা, app install করা, refer করা এবং link এ click করার মাধ্যমে ইনকাম করা যাবে। |
TaskBucks | ভিডিও দেখা, অনলাইন সার্ভে সম্পূর্ণ করা, app install করা, কুইজ ইত্যাদি উপায়ে আয় করতে পারবেন। |
ClipClaps | নিজের বানানো short video upload করে এবং অন্যের ভিডিও দেখে reward coins earn করতে পারবেন। |
VidCash | Funny বা comedy video দেখার মাধ্যমে আয় করতে পারবেন। |
10 Easy Ways to Watch Videos and Earn Money Online
নিচে ভিডিও দেখে টাকা ইনকাম করার apps বা website গুলোর বিষয়ে এক এক করে আলোচনা করা হয়েছে।
আপনারা এসব online earning platform এ কিভাবে বা কোন পদ্ধতিতে কাজ করবেন সে বিষয়ে আজকের আর্টিকেলে আমরা বিস্তারিত উল্লেখ করবো না।
কাজ করার নিয়ম বা পদ্ধতি আপনারা এই ওয়েবসাইট বা অ্যাপগুলোতে প্রবেশ করে দেখে নিতে পারবেন।
তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড অ্যাপগুলো থেকে ভিডিও দেখা, পেইড সার্ভে করা কিংবা গেম খেলার মাধ্যমে টাকা আয় করা যায়।
- দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম করার জনপ্রিয় ৯টি উপায়
- Google থেকে টাকা ইনকাম করার সেরা ৮টি মাধ্যম
- দৈনিক ১০০০ টাকা ইনকাম করার ১৫ টি সেরা উপায়
- বাংলাদেশে কোন গেম খেলে টাকা আয় করা যায়?
1. InboxDollars
InboxDollars থেকে ভিডিও দেখে অনলাইন ইনকাম করার জন্য অনেকগুলো সহজ উপায় রয়েছে।
এখানে বিভিন্ন ধরনের video content আপনি পেয়ে যাবেন। এগুলো আপনি smartphone অথবা laptop দিয়ে খুব সহজেই দেখতে পারবেন।
Video বা advertisement গুলো এখানে প্রতিদিন upload করা হয়ে থাকে। বলতে গেলে, এখানে আপনি ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ ৩০ টি ভিডিও দেখতে পারবেন।
এইসব ভিডিও বিভিন ধরনের topic বা ক্যাটাগরির অন্তর্ভুক্ত। যেমন: celebrity gossip, technology, news, food, entertainment, health, fitness ইত্যাদি।
এখানে থাকা বেশিরভাগ ভিডিওগুলোতে একবার দেখার বিনিময়ে 5-25 cents প্রদান করা হয়ে থাকে।
ভিডিও দেখার পাশাপাশি প্রতিদিন বিভিন্ন ছোট ছোট অনলাইন কাজগুলো করেও এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন।
InboxDollars থেকে ইনকাম করা টাকা আপনি আপনার পেপাল (PayPal) একাউন্টের মাধ্যমে নিতে পারবেন।
এছাড়াও আপনি এই ডলারগুলো gift card এর মাধ্যমে redeem করতে পারবেন, যেটা আপনি Amazon, Walmart ইত্যাদি online shopping website গুলোতে ব্যবহার করতে পারবেন।
তারা প্রতি সপ্তাহের বুধবার করে পেমেন্ট (payment) করে থাকে।
ঘরে বসে অনলাইন থেকে টাকা আয় করার জন্য একটি একটি অত্যন্ত সহজ মাধ্যম।
2. Swagbucks
এটি হলো অনলাইনে ভিডিও দেখার মাধ্যমে টাকা আয়ের সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েবসাইট।
যদি আপনি আপনার মোবাইল দিয়ে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে অর্থ উপার্জন করতে চান, তাহলে এটা আপনার জন্য best choice হতে পারে।
ভিডিওতে শো হওয়া বিজ্ঞাপনগুলো দেখার পাশাপাশি এখানে আরও বিভিন্ন কাজ রয়েছে যেগুলো আপনি করতে পারবেন।
এখানে আপনি web search করে, বিভিন্ন গেম খেলে এবং অনলাইন শপিং করে টাকা ইনকাম করতে পারবেন।
আপনি যদি ওয়েবসাইট ব্যবহার না করে সরাসরি এর মোবাইল অ্যাপ ব্যবহার করতে চান, তাহলে Google Play Store থেকে Swagbucks অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন।
এই প্লাটফর্মে ১৫০০ এর অধিক retailers রয়েছে, যেগুলো থেকে আপনি বিভিন্ন জিনিসপত্র কিনতে পারেন এবং টাকা আয় করতে পারেন।
যখন আপনি এমনিতে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে shopping করে থাকেন, তখন খুব কম ক্ষেত্রেই আপনাকে cashback প্রদান করা হয় বা পণ্য অর্ডারের সময় কিছু অফার দেওয়া হয়।
কিন্তু Swagbucks ব্যবহার করে যতবার আপনি অনলাইনে জিনিসপত্র ক্রয় করবেন, ততবারই আপনি এখান থেকে কিছু টাকা অবশ্যই পাবেন।
এই ওয়েবসাইটে প্রথম sign up করলেই আপনি ১০ ডলার বোনাস পেয়ে যাবেন।
এখানে, বিভিন্ন ধরনের movies, news এবং video গুলো দেখার বিনিময়ে আপনাকে যে points দেওয়া হবে সেগুলো আপনি PayPal, gift cards বা cash হিসেবে redeem করতে পারবেন।
এখান থেকে ইনকামের টাকা আপনি পেপাল একাউন্টের মাধ্যমে নিতে পারবেন।
3. MyPoints
এই online income platform টি ১৯৯৬ সাল থেকে ইন্টারনেটে রয়েছে। মজার ব্যাপার হলো, Swagbucks এবং MyPoints একই market research company দ্বারা পরিচালিত।
ভিডিও বিজ্ঞাপনগুলো দেখার পাশাপাশি তাদের users-রা অনলাইনে বিভিন্ন গেম খেলে, সার্ভে complete করে, বন্ধু-বান্ধবদের রেফার করে, ইমেইল পড়ে এবং ওয়েব সার্চ করে points earn করতে পারে।
যদি আপনি অনলাইনে ভিডিও দেখে টাকা ইনকাম করার সেরা ওয়েবসাইট খুঁজছেন, তাহলে এটি আপনার জন্য parfect choice হিসেবে বিবেচিত হতে পারে।
এখান থেকে ইনকাম করা পয়েন্টগুলো আপনি PayPal cash, Amazon অথবা Walmart gift cards এর মাধ্যমে সহজেই redeem করতে পারবেন।
তবে, এখান থেকে পয়েন্ট অর্জন করা এবং সেগুলোকে রিডিম করার জন্য একটি সম্পূর্ণ playlist এর ভিডিওগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে।
4. iRazoo App
মোবাইলে ভিডিও দেখার মাধ্যমে অনলাইনে আয়ের জন্য এটি খুবই জনপ্রিয় একটি android app.
iRazoo App এর users-রা iRazoo TV তে বিভিন্ন প্রকারের ভিডিও কনটেন্টগুলো দেখার মাধ্যমে পয়েন্ট অর্জন করে থাকেন।
এই প্লাটফর্মটি ব্যবহারকারীদের অবসর সময়কে কাজে লাগিয়ে ঘরে বসে আয় করার জন্য একটি ভালো income source হিসেবে কাজ করে।
এখানে কাজ করার জন্য আপনার তেমন বেশি দক্ষতা (skills) এর প্রয়োজন হবে না। কেবলমাত্র মোবাইলে ইন্টারনেট ব্যবহারের সাধারণ দক্ষতা থাকলেই এই অনলাইন আর্নিং প্লাটফর্মে আপনি কাজ করতে পারবেন।
এখানে আপনারা কেবল ভিডিও দেখে টাকা আয় করার সাথে অন্যান্য বিভিন্ন কাজগুলো যেমন: বিজ্ঞাপন দেখা, সার্ভে সম্পূর্ণ করে, গেম খেলা ইত্যাদির মাধ্যমে ইনকাম করতে পারবেন।
প্রত্যেকটি কাজ সম্পূর্ণ করার পর আপনার একাউন্টে কিছু points দেওয়া হবে। এভাবে ৩০০০ পয়েন্ট অর্জন করার পর আপনি PayPal বা অন্যান্য মাধ্যমে টাকা তুলতে পারবেন।
5. Roz Dhan
Roz Dhan হলো এমন একটি এপ্লিকেশন যেটি ব্যবহারকারীদের ভিডিও দেখে এবং বিভিন্ন প্রকার ছোট ছোট tasks গুলো সসম্পূর্ণ করার মাধ্যমে আয় করার দারুণ সুযোগ দিয়ে থাকে।
এই অ্যাপটি আপনারা Google play store থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
এখানে আপনারা বিভিন্ন আর্টিকেল শেয়ার করে এবং বন্ধুদের refer করেও income করতে পারবেন।
Roz Dhan অ্যাপে নতুন একাউন্ট তৈরি করার পর আপনি welcome bonus হিসেবে ৫০ টাকা পেয়ে যাবেন। আবার প্রতিদিন লগইন করার জন্য কিছু করে login bonus পেতে পারবেন।
এখানে প্রত্যেকটি কাজের জন্য আপনার একাউন্টে পয়েন্ট জমা হবে। এসব পয়েন্ট আপনি cash, mobile recharge অথবা gift vouchers এ convert করে নিতে পারবেন।
6. Viggle
Viggle হলো এমন একটি অ্যাপ যেটি বিভিন্ন ডিজিটাল কনটেন্ট, video content, streaming content এবং TV দেখার বিনিময়ে ইউজারদের pay করে থাকে।
Users-রা স্ট্রিমিং কনটেন্ট বা টিভি দেখার সময় Viggle অ্যাপে চেক ইন করতে পারেন এবং তাদের দেখার সময়ের জন্য পয়েন্ট অর্জন করতে পারেন।
আপনি যদি অনলাইনে video দেখে টাকা ইনকাম করার অ্যাপ খুঁজছেন, তাহলে এটি আপনার জন্য একটি দুর্দান্ত online earning app.
এখানে প্রতি মিনিট ভিডিও দেখার জন্য viewers রা এক পয়েন্ট করে পেয়ে থাকেন। আবার, এমন কতগুলো শো (show) রয়েছে, যেগুলো দেখার মাধ্যমে ব্যবহারকারীরা ১০ পয়েন্ট সহ 10x বোনাস অর্জন করতে পারে।
ভিডিও দেখার সাথে সাথে এই অ্যাপের মাধ্যমে বন্ধুদের সাথে interact করার বিনিময়ে পয়েন্ট অর্জন করার সুযোগ রয়েছে।
এখানে অর্জন করা পয়েন্টগুলো আপনারা gift cards কিংবা cash এর মাধ্যমে রিডিম করতে পারবেন।
7. Pocket Money
ভিডিও দেখে ইনকাম করার জন্য Pocket Money হলো চমৎকার একটি এন্ড্রয়েড অ্যাপ।
এই অ্যাপেও আপনারা ভিডিও দেখার সাথে সাথে গেম খেলে, app install করে এবং লিংকে ক্লিক করার মাধ্যমে টাকা আয় করতে পারবেন।
এছাড়াও অ্যাপটিতে যদি আপনি অন্য কোনো ব্যক্তিকে রেফার করেন, তাহলে এর জন্য আপনি কিছু টাকা referral bonus হিসেব পেয়ে যাবেন।
Pocket Money এর মাধ্যমে আয় করা টাকা আপনারা Paytm wallet, talk-time বা mobile recharge এর দ্বারা নিতে পারবেন।
8. TaskBucks
TaskBucks হলো অনলাইনে ভিডিও দেখে ইনকাম এর জনপ্রিয় একটি ওয়েবসাইট।
আপনি চাইলে গুগল প্লে স্টোর থেকে TaskBucks এর amdroid app আপনার মোবাইলে install করে নিতে পারবেন।
এই online income website বা app এ আপনি ভিডিও দেখা, সার্ভে সম্পূর্ণ করা, অ্যাপ ইনস্টল করা, কুইজ খেলা এবং অন্যান্য আরও ছোটো ছোটো কাজগুলো পেয়ে যাবেন।
এখান থেকে আপনি ভিডিও দেখে এবং অন্যান্য কাজগুলো করে প্রতিদিন ৫০০ টাকা ইনকাম করে নিতে পারবেন।
এছাড়াও এই ওয়েবসাইট বা অ্যাপটিতে আপনি রেফার করেও ইনকাম করতে পারবেন। আপনার referral link এর মাধ্যমে যেকোনো ব্যক্তিকে রেফার করতে পারবেন এবং প্রতিবার রেফারের জন্য আপনার একাউন্টে ২৫ টাকা বোনাস হিসেবে যুক্ত হবে।
এই ওয়েবসাইট থেকে ইনকাম করা টাকা আপনি Paytm অথবা সরাসরি মোবাইল রিচার্জ এর মাধ্যমে তুলতে পারবেন।
9. ClipClaps
ClipClaps হলো টিকটক বা লাইকির মতো একটি জনপ্রিয় short video sharing app।
এই অ্যাপে যেকেউ নিজের একটি একাউন্ট তৈরি করতে পারে এবং বিভিন্ন মজার short video বানিয়ে তাদের একাউন্টে আপলোড করতে পারে। অন্যান্য ClipClaps users রা এসব ভিডিও দেখতে পারে, react করতে পারে এবং একে অপরকে follow করতে পারে।
এই app এ নিজের শর্ট ভিডিও upload করা এবং অন্যের আপলোড করা ভিডিও দেখা, এই দুইটি কাজের মাধ্যমেই ব্যবহারকারীদের claps coin হিসাবে reward দেওয়া হয়।
যদি আপনার একাউন্টে ৩ ডলার জমা হয় তাহলে আপনি বাংলাদেশের যেকোনো মোবাইল অপারেটরের সিমে mobile recharge করে নিতে পারবেন।
10. VidCash
উপরের অ্যাপসগুলোর মতো VidCash অ্যাপটিও ভিডিও দেখার জন্য টাকা দিয়ে থাকে।
VidCash অ্যাপে আপনারা ফানি ভিডিও বা কমেডি ভিডিওগুলো দেখে টাকা ইনকাম করতে পারবেন।
এছাড়া আপনি যদি অন্য কারো রেফারেল লিংক এর মাধ্যমে একাউন্ট তৈরি করেন, তাহলে আপনার একাউন্টে বোনাস হিসেবে কিছু টাকা অবশ্যই যুক্ত হবে।
এই অ্যাপটি থেকে আয় করা টাকা আপনারা সরাসরি বিকাশের মাধ্যমে নিতে পারবেন।
VidCash অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল এর প্রক্রিয়া খুবই সহজ। আপনারা Google play store এর মধ্যে VidCash লিখে search করলেই অ্যাপটি পেয়ে যাবেন।
ভিডিও দেখে টাকা ইনকাম করার ওয়েবসাইট / অ্যাপ: FAQs
অনলাইনে বেশ কিছু ওয়েবসাইট বা অ্যাপস রয়েছে, যেগুলো ভিডিও দেখার বিনিময়ে টাকা দেওয়ার কথা বলে থাকে। তাই আপনি যদি video দেখে online income করার real website বা app ব্যবহার করেন, তাহলে খুব বেশি না হলেও কিছু পরিমাণ টাকা অবশ্যই ইনকাম করতে পারবেন।
Swagbucks, InboxDollars, MyPoints, Pocket Money, VidCash ইত্যাদির মতো ওয়েবসাইট বা অ্যাপগুলোর মাধ্যমে আপনারা ভিডিও দেখে ইনকাম করতে পারবেন।
দেখুন, ভিডিও দেখে আপনারা প্রতিদিন এত পরিমাণে টাকা আয় করাটা কঠিন। এতে আপনাদের প্রচুর সময় নষ্ট করতে হবে। তবে, আপনি চাইলে প্রতিদিনের কিছু অবসর সময়ে ভিডিও দেখে নিজের হাত খরচের কিছু টাকা বা মোবাইল রিচার্জের টাকা অবশ্যই ইনকাম করতে পারবেন।
আমাদের শেষ কথা
তাহলে বন্ধুরা, অনলাইনে ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস বা ওয়েবসাইটগুলোর বিষয়ে আজকের আর্টিকেলে আশা করি আপনারা জানতে পেরেছেন।
আর্টিকেলে বলা প্রত্যেকটি apps আপনারা Google play store থেকে ডাউনলোড করে নিতে পারবেন।
আর আর্টিকেলে বলা যেকোনো ওয়েবসাইট ব্যবহারের আগে তাদের নিয়ম নীতিমালা বা terms & conditions গুলো অবশ্যই পড়ে নিবেন।
অনলাইনে যেসকল ওয়েবসাইট ভিডিও দেখে টাকা আয় করার সুযোগ দিয়ে থাকে, এগুলো থেকে আপনারা খুব বেশি পরিমাণে টাকা আয় করতে পারবেন না। কেননা এজন্য আপনাকে প্রচুর সময় নষ্ট করে ভিডিওগুলো দেখতে হবে।
তাই আপনার যদি অনলাইন থেকে টাকা আয়ের অধিক আগ্রহ থাকে, তাহলে আপনি জনপ্রিয়, লাভজনক এবং রিয়াল উপায়গুলো চেষ্টা করতে পারেন।
এরকম ঘরে আয় করার কিছু নিশ্চিত উপায় হলো ব্লগিং, কনটেন্ট রাইটিং, ইউটিউব চ্যানেল, মোবাইল অ্যাপ তৈরি ইত্যাদি।
সঠিকভাবে কাজ করতে পারলে আপনি এসব উপায়ে প্রতি মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবন। তবে, এই কাজগুলো করার আগে আপনাকে কাজগুলো সম্পর্কে ভালো জ্ঞান বা দক্ষতা অবশ্যই অর্জন করতে হবে।
অনলাইন থেকে টাকা ইনকাম রিলেটেড কিছু আর্টিকেল:
- ফেসবুকে লেখালেখি করে আয় করার উপায়
- কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায় ?
- লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
- মেয়েদের ঘরে বসে আয় করায় ১৫টি উপায়
- ফ্রি ব্লগ থেকে টাকা আয় কিভাবে করবেন?
যদি আর্টিকেলটি আপনাদের ভালো লাগে তাহলে সোশ্যাল মিডিয়ার অবশ্যই শেয়ার করবেন। আর আর্টিকেলের সাথে জড়িত কোন প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।
Very good article.
সত্যি, ভিষন ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে ।
ধন্যবাদ।
সত্যি, ভিষন ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে
কমেন্ট করার জন্য ধন্যবাদ।
এই কাজটি আমার অনেক ভালো লেগেছে
I think it is good job
I think this is very good job
Good post.
Thank you
Valo
Thanks.
আমি একজন খুব বেকার একটা ফোনে জন্য কাজ খুজছি
আমি একটা কাজ চাই
ভাই আমি একটা কাজ চাই
আমিও কাজ করতে চাই
শুরু করে দিন।
অনলাইনে ইনকাম করার জন্য যেসব কাজগুলো আপনি করতে পারবেন, সেইসব কাজের বিষয়ে আমাদের ব্লগের আর্টিকেলগুলোতে আলোচনা করা হয়েছে। আমাদের অন্যান্য আর্টিকেলগুলো পড়তে পারেন।
এত সুন্দর আর্টিকেল শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
হ্যাঁ হ্যাঁ আমি কাজ করতে চাই
কাজ শুরু করে দিন। যে ওয়েবসাইটে কাজ করবেন, কাজ করার আগে সেই সাইটের নিয়ম নীতিমালা গুলো ভালোভাবে দেখে নিবেন।