Home » ব্যাংকিং » ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

যদি আপনার ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনার একটি এটিএম কার্ড (ATM Card) অবশ্যই রয়েছে। আর আপনি যদি ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম জানতে চাচ্ছেন, তাহলে আজকের আর্টিকেলে এ বিষয়ে বিস্তারিত দেখে নিতে পারবেন।

বর্তমানে লোকেরা ব্যাংকে গিয়ে চেক দিয়ে টাকা তোলা পছন্দ করেন না। কারণ, শহর এবং গ্রামের বিভিন্ন জায়গায় আজকাল এটিএম বুথ (ATM Booth) স্থাপন করা হয়েছে। এটিএম কার্ডের সাহায্যে এটিএম বুথ থেকে সহজে এবং কম সময়ে টাকা তোলা যায়।

কিন্তু অনেকেই আছেন যারা এটিএম কার্ড ব্যবহারের নিয়ম জানেন না। আপনি যদি প্রথমবার ইসলামী ব্যাংকের ATM থেকে টাকা তুলতে চাচ্ছেন, তাহলে আপনার Islami Bank ATM Booth থেকে টাকা তোলার সঠিক নিয়ম জেনে রাখা উচিত।

তাই কিভাবে ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তুলতে হয় এ বিষয়ে আজকের আর্টিকেলে আমরা ছবিসহ ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দিবো।

সূচিপত্র: hide
ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

আমরা চলাফেরার সময় রাস্তার পাশে বা মোড়ে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ দেখে থাকি। যদি ইসলামী ব্যাংক থেকে আপনাকে একটি ডেবিট কার্ড বা এটিএম কার্ড প্রদান করা হয় তাহলে সেই কার্ডটি ব্যবহার করে আপনি মুহূর্তের মধ্যে এইসব এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন।

ইসলামী ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার প্রক্রিয়া খুবই সহজ। এজন্য আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডটি সাথে থাকতে হবে। আর আপনার কার্ডের গোপন ৪ সংখ্যার PIN নম্বরটি আপনাকে অবশ্যই জানতে হবে।

সাধারণত কার্ড প্রদান করার সময় ব্যাংক থেকে এই পিন নাম্বারটি জানিয়ে দেওয়া হয় অথবা এটি সেট করার প্রক্রিয়া বলে দেওয়া হয়। আপনি চাইলে যেকোনো সময় এটি পরিবর্তন করে নিতে পারবেন।

আপনার সাথে যদি আপনার এটিএম কার্ডটি না থাকে, তাহলেও আপনি কার্ড ছাড়া ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। কার্ড ছাড়া এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য আপনাকে ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ সেলফিন (Cellfin) এর সাহায্য নিতে হবে।

ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য আপনার থেকে বাড়তি কোনো চার্জ নেওয়া হবে না।

তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে কার্ড দিয়ে বা কার্ড ছাড়া ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তুলতে হয়।

কার্ড দিয়ে ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম – স্টেপ বাই স্টেপ

এটিএম কার্ডের মাধ্যমে ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য আপনাকে নিচের স্টেপগুলো অনুসরণ করতে হবে:

  • আপনার নিকটবর্তী কোনো এটিএম বুথে যেতে হবে।
  • এটিএম মেশিনে সঠিক নিয়মে কার্ড প্রবেশ করাতে হবে।
  • চার সংখ্যার গোপন পিন নাম্বারটি ইনপুট দিতে হবে।
  • নগদ উত্তোলন অপশনটি সিলেক্ট করতে হবে।
  • টাকার পরিমাণ সিলেক্ট করতে হবে।
  • নগদ গ্রহণ করতে হবে।
  • কার্ড বের করে নিতে হবে।

এখন চলুন উপরোক্ত প্রত্যেকটি ধাপ সম্পর্কে নিচে ভালোভাবে জেনে নিই।

স্টেপ ১: এটিএম বুথে যান

সবচেয়ে প্রথমে একটি এটিএম বুথে প্রবেশ করুন এবং এটিএম মেশিনের কাছে যান।

ইসলামী ব্যাংকের ATM থেকে টাকা তোলার নিয়ম

স্টেপ ২: এটিএম মেশিনে কার্ড প্রবেশ করান:

মেশিনের ডান পাশে কার্ড প্রবেশ করানোর একটি জায়গা থাকবে। সেখানে কার্ড প্রবেশ করানোর নির্দেশনা দেওয়া থাকবে। এখানে আপনাকে অবশ্যই সঠিক নিয়মে আপনার এটিএম কার্ডটি ঢোকাতে হবে। কার্ড এমনভাবে প্রবেশ করাবেন যেন কার্ডে থাকা সিমের মতো চিপটি সামনের দিকে উপরের পাশে থাকে।

ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

স্টেপ ৩: পিন নাম্বার ইনপুট দিন

কার্ড ঢোকানোর পর একটু অপেক্ষা করতে বলা হবে।

Islami Bank ATM booth theke taka tolar niyom

এরপর নিচের মতো একটি বক্স দেখতে পারবেন।

Islami Bank ATM Booth ব্যবহারের নিয়ম

এখানে আপনার কার্ডের চার সংখ্যার গোপন পিন নাম্বারটি ইনপুট দিতে হবে। পিন দেওয়ার জন্য নিচে থাকা কিপ্যাড এ টাইপ করুন।

স্টেপ ৪: নগদ উত্তোলন সিলেক্ট করুন

এখন বেশ কিছু অপশন দেখতে পাবেন। এগুলোর মধ্যে “নগদ উত্তোলন (Cash Withdrawal)” অপশনটি সিলেক্ট করুন। টাচস্ক্রীন হলে টাচ করে সিলেক্ট করতে পারবেন। আর টাচস্ক্রীন না হলে পাশে থাকা বাটনে চাপ দিয়ে সিলেক্ট করতে হবে।

ইসলামী ব্যাংক ATM থেকে টাকা তুলুন সহজে

স্টেপ ৫: টাকার পরিমাণ সিলেক্ট করুন

এখানে আপনি ৫০০, ১০০০, ২০০০, ৫০০০, ১০০০০, ১৫০০০ এই কয়েকটি টাকার অ্যামাউন্ট দেখতে পারবেন। আপনি এই অ্যামাউন্টগুলোর মধ্যে যেকোনো একটি অ্যামাউন্ট সিলেক্ট করতে পারেন। এগুলো ছাড়াও যদি আপনি আরও বেশি টাকা তুলতে চান তাহলে “অন্যান্য পরিমাণ” সিলেক্ট করুন।

এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

অন্যান্য পরিমাণ থেকে আপনি ২০০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

স্টেপ ৬: নগদ গ্রহণ করুন

টাকার পরিমাণ সিলেক্ট করার পর আপনাকে কিছু সময় অপেক্ষা করতে বলবে। পর্যাপ্ত পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে থাকলে এবং বাকি সবকিছু ঠিক থাকলে এটিএম থেকে টাকা বের হবার আওয়াজ পাবেন। টাকা বের হওয়ার পূর্বে আপনি রসিদ চান কিনা এটা অনেক এটিএম মেশিন জানতে চাইতে পারে। রশিদ চাইলে “হ্যাঁ” সিলেক্ট করে দিন।

Islami Bank এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

এখন আপনার টাকাগুলো এটিএম মেশিনের নির্দিষ্ট সেকশন দিয়ে বেরিয়ে আসবে এবং আপনার টাকা সংগ্রহ করতে বলা হবে।

Islami Bank ATM Booth

নোটগুলো ভালোভাবে চেক করে নিন।

স্টেপ ৭: কার্ড বের করে নিন

টাকা হাতে পাওয়ার পর আপনি যদি আবার লেনদেন বা টাকা তুলতে চান, তাহলে “হ্যাঁ” বাটনটিতে ক্লিক করুন। তারপর উপরের ধাপগুলো অনুসরণ করে পূনরায় নগদ উত্তোলন করুন। আর আবার লেনদেন করতে না চাইলে “না” সিলেক্ট করুন। এরপর এটিএম মেশিন থেকে আপনার কার্ড বের করে নিন।

এটিএম বুথ এর ব্যবহার

টাকা তোলার পর আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে আরও কত টাকা আছে, সেটাও এখানে দেখতে পারবেন।

কার্ড ছাড়া ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম

আপনি চাইলে কার্ড ছাড়াও এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। তবে এজন্য আপনার ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাকাউন্ট (Cellfin account) খোলা থাকতে হবে।

কার্ড ছাড়া ইসলামী ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করুন:

  • Cellfin থেকে টোকেন সংগ্রহ করুন।
  • এটিএম মেশিনে কার্ড বিহীন লেনদেন এর অপশন সিলেক্ট করুন।
  • সেলফিন সিলেক্ট করুন।
  • সেলফিন অ্যাকাউন্ট নাম্বার বা মোবাইল নাম্বার দিন।
  • টোকেন নাম্বার ইনপুট করুন।
  • টাকার অ্যামাউন্ট টাইপ করুন।
  • OTP কোড দিন।
  • নগদ গ্রহণ করুন।

স্টেপ ১: সেলফিন থেকে টোকেন সংগ্রহ করুন

Cellfin app থেকে টোকেন সংগ্রহ করার নিয়ম স্টেপ বাই স্টেপ:

  • প্রথমে আপনার সেলফিন অ্যাকাউন্টে লগিন করুন।
  • Cash Withdraw অপশনে যান।
  • ATM সিলেক্ট করুন।
  • Cellfin, Account এবং Card এই তিনটি অপশনের মধ্যে Account অপশনে ক্লিক করুন।
  • টাকার অ্যামাউন্ট এবং ছয় সংখ্যার পিন টাইপ করে Submit বাটনে ক্লিক করুন।
  • এরপর Confirm করুন।
  • কনফার্ম করার পর একটি টোকেন নাম্বার পেয়ে যাবেন। এই টোকেন নাম্বারটি আপনাকে ৩০ মিনিটের মধ্যে এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য ব্যবহার করতে হবে।

স্টেপ ২: কার্ড বিহীন লেনদেন সিলেক্ট করুন

এটিএম বুথে গিয়ে এটিএম মেশিন যদি টাচ স্ক্রিন হয় তাহলে “কার্ড বিহীন লেনদেন (Cardless Transaction)” অপশনটি সিলেক্ট করুন। আর যদি টাচস্ক্রীন না হয় তাহলে “কার্ড বিহীন লেনদেন” অপশনটির পাশে থাকা বাটনে চাপ দিন।

স্টেপ ৩: সেলফিন সিলেক্ট করুন

কার্ড বিহীন লেনদেনে প্রবেশ করার পর আপনাকে সেলফিন অপশনটি সিলেক্ট করতে হবে।

স্টেপ ৪: Cellfin account number / mobile number দিন

এবার আপনার সেলফিন একাউন্ট যে মোবাইল নাম্বার দিয়ে খোলা রয়েছে সেই মোবাইল নাম্বারটি নিচে থাকা কিপ্যাডের মাধ্যমে ইনপুট দিন। তারপর “পরবর্তী” বাটনে চাপ দিন।

স্টেপ ৫: Token number দিন

প্রথম স্টেপে আপনি সেলফিন একাউন্ট থেকে যে টোকেন নাম্বারটি সংগ্রহ করেছেন, সেটি এখানে টাইপ করতে হবে। টোকেন নাম্বার দেওয়ার পর “পরবর্তী” স্টেপে যান।

স্টেপ ৬: টাকার অ্যামাউন্ট লিখে দিন

এখন যে বক্সটি দেখতে পাবেন এখানে আপনি কত টাকা তুলতে চান বা টাকার এমাউন্ট লিখে দিতে হবে। মনে রাখবেন, সেলফিন একাউন্ট একাউন্ট থেকে টোকেন সংগ্রহ করার সময় যে এমাউন্ট দিয়েছেন, এখানেও একই এমাউন্ট দিতে হবে। তারপর “সঠিক” লেখা বাটনে ক্লিক করুন।

স্টেপ ৭: ওটিপি কোড দিন

এরপর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে, ঐ OTP কোডটি এখানে আপনাকে টাইপ করতে হবে।

স্টেপ ৮: টাকা গ্রহণ করুন

এখন স্ক্রীনে আপনার ট্রানজেকশন ফি 0.00 BDT এরকম একটি লেখা দেখতে পাবেন। এরপর আপনাকে “হ্যাঁ” লেখা বাটনে ক্লিক করতে হবে। তারপর একটু অপেক্ষা করলে এটিএম মেশিন থেকে আপনার টাকা বেরিয়ে আসবে।

এভাবে আপনারা এটিএম কার্ড ছাড়াও ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন।

এটিএম বুথ থেকে টাকা তোলার সময় সতর্কতা

যেকোনো এটিএম বুথ থেকে টাকা তোলার আগে কীভাবে নিরাপদে টাকা তুলবেন এবং এক্ষেত্রে কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে এ বিষয়ে আপনার অবশ্যই জানা জরুরী।

এটিএম মেশিন থেকে টাকা তোলার সময় নিচের বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন।

  • মেশিন থেকে কার্ড বা টাকা যখন যেটা বের হবে সাথে সাথেই হাতে তুলে নিন। সাধারণত একটু দেরি হলেই টাকা বা কার্ড আবার মেশিনের মধ্যে আটকে যাবে।
  • এটিএম কার্ডের গোপন পিন নম্বর কখনোই কারও সাথে শেয়ার করবেন না।
  • আপনি যখন এটিএম থেকে টাকা তুলবেন, তখন অন্য কেউ যেন বুথে প্রবেশ না প্রবেশ করে।
  • টাকা তোলার জন্য অন্য লোকের সাহায্য নেবেন না।
  • এটিএম মেশিনে গোপন পিন নাম্বার দেওয়ার সময় আপনার শরীর দিয়ে আড়াল করে রাখুন।
  • টাকা তোলার পর স্লিপ বা রসিদ এটিএম বুথে ফেলে আসবেন না। কারণ এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য রয়েছে।
  • এটিএম মেশিনের স্ক্রীন যতক্ষণ আগের অবস্থায় ফিরে আসে ততক্ষণ এটিএম বুথ ত্যাগ করবেন না।

ইসলামী ব্যাংকের এটিএম বুথ কোথায় পাওয়া যাবে বা লোকেশন কিভাবে জানা যাবে?

আপনি যদি অপরিচিত কোন জায়গায় যান এবং সেখানে আপনার এটিএম থেকে টাকা উত্তোলনের প্রয়োজন হয়, তাহলে আশে পাশের মানুষকে জিজ্ঞেস করে এটিএম বুথের লোকেশন জেনে নিতে পারেন।

এছাড়া আপনি চাইলে নিজেও স্মার্টফোনের সাহায্যে location বের করতে পারেন। এজন্য আপনাকে Google map ব্যাবহার করতে হবে।

অথবা আপনি যদি সরাসরি গুগলে সার্চ করে “Islami Bank ATM near me” তাহলেও আপনি লোকেশন জেনে নিতে পারবেন।

FAQs

কার্ড ছাড়া কি ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলা যাবে?

আপনি চাইলে কার্ড ছাড়াও ইসলামী ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারবেন। তবে এজন্য আপনাকে ইসলামী ব্যাংকের digital banking app সেলফিন (Cellfin) ব্যাবহার করতে হবে। এখান থেকে একটি টোকেন সংগ্রহ করতে হবে, যা খুবই সহজ।

ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে সর্বোচ্চ কত টাকা তোলা যায়?

Islami Bank ATM Booth থেকে এক দিনে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে। তবে একবার এটিএম কার্ড থেকে আপনি সর্বোচ্চ ২০ হাজার টাকা উত্তোলন করতে পারবেন। এভাবে কয়েকবার কার্ড ঢুকিয়ে প্রত্যেকবার আপনি ২০,০০০ টাকা তুলতে পারবেন।

ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে সর্বনিম্ন কত টাকা তোলা যায়?

এটিএম মেশিনে সাধারণত ৫০০ এবং ১০০০ টাকার এই দুইটি নোট থাকে। তাই এখান থেকে আপনি সর্বনিম্ন ৫০০ টাকা তুলতে পারবেন।

ATM মেশিন থেকে টাকা বের হওয়ার পর তা না নিলে কি হবে?

যদি আপমি এটিএম থেকে বের হওয়া টাকা হাতে নিতে দেরি করেন, তাহলে সেই টাকা আবার মেশিনের ভিতর চলে যাবে।

ATM মেশিন থেকে কার্ড বের হওয়ার পর তা না নিলে কি হবে?

মেশিন থেকে কার্ড বের হওয়ার পর সেটা না নিলে কার্ড মেশিনের ভেতর পড়ে যাবে। এরপর কার্ড পাওয়ার জন্য আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে।

এটিএম বুথ থেকে একবারে কত টাকা তোলা যায়?

এটিএম থেকে একেবারে আপনি ২০ হাজার টাকা তুলতে পারবেন।

আমাদের শেষ কথা

ইসলামী ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম আশা করি আজকের আর্টিকেলে আপনারা জানতে পেরেছেন।

আপনারা ATM Card দিয়ে বা কার্ড ছাড়া বুথ থেকে টাকা তুলতে পারবেন। এভাবে লেনদেনের জন্য আপনাদের কোনো বাড়তি ফি প্রদান করতে হবেনা।

টাকা তোলা ছাড়াও এটিএম মেশিনের মাধ্যমে আপনারা অন্যান্য ব্যাংকিং সেবাগুলো গ্রহণ করতে পারবেন।

যদি আর্টিকেলটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *