এটিএম কার্ড ব্যবহারের নিয়ম – (নতুনদের জন্য)
নতুন এটিএম কার্ড ব্যবহারের নিয়ম বা এটিএম কার্ড কিভাবে ব্যবহার করা হয় এবং এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্র কোনটি এসব বিষয়ে আজকের আর্টিকেলে আলোচনা করা হয়েছে।
বর্তমানে আমাদের দেশে এটিএম কার্ড (ATM Card) সকলের কাছে অধিক পরিচিত। এটিএম কার্ডের সাহায্যে যেকোনো জায়গা থেকে এটিএম বুথের মাধ্যমে টাকা তোলা যায়।
আমাদের দেশে প্রযুক্তির ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। ফলে পৃথিবীর অনেক কিছুই এখন মানুষের হাতের নাগালে চলে এসেছে। প্রযুক্তির এরূপ ব্যবহার ব্যাংকিং সিস্টেম এর উপর প্রয়োগ করা হয়েছে। ফলে মানুষ সহজে এবং দ্রুত ব্যাংকিং সেবা (banking service) গ্রহণ করতে পারছেন।
অনলাইন ব্যাংকিং (online banking) চালু হওয়ার ফলে মানুষ ঘরে বসেই মোবাইল এবং ইন্টারনেটের সাহায্যে ব্যাংকিং সেবা পাচ্ছেন।
এছাড়াও সারা দেশে এটিএম বুথ সিস্টেম চালু করা হয়েছে। ফলে লোকেরা নিজেদের প্রয়োজন অনুযায়ী যেকোনো জায়গা থেকে এটিএম বুথের সাহায্যে নগদ টাকা উত্তোলন করতে পারেন।
আজকাল যেকেউ ব্যাংকে একটি একাউন্ট খুললে ব্যাংক থেকে এটিএম কার্ড প্রদাণ করা হয়। তবে এটিএম কার্ড কিভাবে ব্যবহার করার হয় এ বিষয়ে অনেকেই জানেন না। তাই আজকের আর্টিকেলে ATM কার্ড ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এটিএম কার্ড কি?
ATM এর পূর্ণরূপ অটোমেটেড টেলার মেশিন (Automated Teller Machine)।
এটিএম কার্ড হলো সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক নির্ধারিত একটি প্লাস্টিক এর কার্ড যা নগদ অর্থ লেনদেন করার জন্য ব্যাংকের গ্রাহকদের প্রদান করা হয়। এটি ভার্চুয়াল কার্ড (virtual card) নামেও পরিচিত।
আমরা যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে থাকি সেই ব্যাংক আমাদের এই কার্ডটি প্রদান করে থাকে। এটিএম কার্ড ব্যবহার করে আপনি এটিএম মেশিন বা এটিএম বুথ থেকে নগদ টাকা তুলতে পারবেন এবং এটিএম বুথে টাকা জমা দিতে পারবেন।
এছাড়া এই কার্ডটি অনলাইনে কেনাকাটার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এ কারণে এটিকে শপিং কার্ড (shopping card) ও বলা হয়।
আমরা সাধারণত পকেটে কিংবা মানিব্যাগে টাকা নিয়ে চলাফেরা করি, কিন্তু এর পরিবর্তে আমরা শুধু এটিএম কার্ড নিয়ে চলাফেরা করতে পারি। কেননা এটিএম কার্ডের সাহায্যে আমাদের bank account এর সকল টাকা যখন ইচ্ছা ব্যবহার করতে পারি।
আবার অনেক সময় মানি ব্যাগে বা পকেটে টাকা নিয়ে ঘোরা বিপজ্জনক হতে পারে। সেক্ষেত্রে আপনি যেকোনো জায়গা থেকে ATM কার্ড এর মাধ্যমে প্রয়োজনমতো টাকা তুলে খরচ করতে পারেন।
মূলত আমাদের ব্যাংক একাউন্টের সাথে connect থাকা ডিজিটাল ব্যাংক কার্ডগুলোই এটিএম কার্ড। আর এটি হলো ব্যাংক থেকে টাকা উত্তোলনের খুবই সহজ একটি মাধ্যম।
এটিএম মেশিন বা এটিএম বুথ কি?
এটিএম কার্ড এবং এটিএম মেশিন সম্পূর্ণ আলাদা দুটি জিনিস। এটিএম কার্ড হলো আয়তাকার আকৃতির একটি ছোট কার্ড যেখানে সিমের মতো দেখতে একটি মাইক্রোচিপ বসানো থাকে।
আর এই কার্ডটি যে মেশিনের মধ্যে প্রবেশ করিয়ে নগদ টাকা উত্তোলন করা হয় সেটা হলো এটিএম মেশিন। এটিএম এর পূর্ণরূপ হলো অটোমেটেড টেলার মেশিন।
এই এটিএম বুথের মধ্যে ATM কার্ড প্রবেশ করিয়ে আপনার bank account এর balance check করতে পারবেন, টাকা উত্তোলন করতে পারবেন এমনকি অন্য কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন।
বর্তমানে আমাদের দেশে সব জায়গাতেই এটিএম মেশিন স্থাপন করা হয়েছে। এই মেশিনিগুলো অনলাইনের মাধ্যমে ব্যাংক এর সাথে connect করা থাকে। এটিএম মেশিনের ভেতর নিরাপদভাবে নগদ টাকার নোট থাকে।
আপনি যেকোনো ধরনের এটিএম কার্ড ব্যবহার করে এই মেশিনগুলো থেকে নগদ টাকা তুলতে পারবেন। আপনি এটিএম বুথ থেকে যত টাকা তুলবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে তত টাকা কমে যাবে।
এটিএম মেশিনগুলো আবার বিভিন্ন প্রকারের হয়ে থাকে। প্রতিটি মেশিনে একটি কী-প্যাড থাকে যেখানে ATM কার্ডের গোপন পিন (PIN) ইনপুট দিতে হয়।
এছাড়াও বিভিন্ন options সিলেক্ট করার জন্য আলাদা আলাদা বাটন থাকে। তবে আজকাল বিভিন্ন এটিএম মেশিনে টাচ সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। ফলে ডিসপ্লেতে টাচ করার মাধ্যমে প্রয়োজনীয় অপশনগুলো সিলেক্ট করা যায়।
এটিএম কার্ড কোথায় পাওয়া যায়?
এটিএম কার্ড মূলত ব্যাংক থেকে প্রদান করা হয়। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে এটিএম কার্ড কানেক্ট করা থাকে।
গ্রাহকরা যাতে ব্যাংকে না গিয়েও এটিএম বুথ থেকে যেকোনো সময় টাকা তুলতে পারে এজন্যই ব্যাংক ATM কার্ড প্রদান করে থাকে।
যখনই কোনো ব্যাংকে একটি নতুন একাউন্ট খোলা হয়, তখনই ব্যাংক সেই account holder কে এটিএম কার্ড দিয়ে থাকে।
এই কার্ড দিয়ে শহর কিংবা গ্রামের যেকোনো জায়গার এটিএম বুথ থেকে সহজেই টাকা উত্তোলন সহ অন্যান্য সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে।
তাহলে আশা করি এটিএম কার্ড কি এবং এটিএম মেশিন কিভাবে কাজ করে এ বিষয়ে আপনারা জানতে পেরেছেন। এখন চলুন জেনে নেওয়া যাক কিভাবে এটিএম কার্ড ব্যবহার করা হয়।
এটিএম কার্ড ব্যবহারের নিয়ম
কিছুদিন আগেও মানুষ ব্যাংক থেকে চেক দিয়ে টাকা তুলত। কিন্তু বর্তমানে প্রত্যেকেরই একটি করে এটিএম কার্ড থাকে।
ব্যাংক থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে এটিএম কার্ড ব্যবহার করতে লোকেরা অধিক পছন্দ করে থাকে।
আর বর্তমানে এটিএম বুথ সর্বত্র আর্থিক লেনদেনের সবচেয়ে জনপ্রিয় এবং সহজ মাধ্যম হলেও কিন্তু অনেকেই এটিএম কার্ড ব্যবহারের নিয়ম কি বা কিভাবে এটিএম কার্ড ব্যবহার করে বুথ থেকে টাকা তুলতে হয় এ বিষয়টি জানেন না।
অনেক সময়ই বয়ষ্ক মানুষরা কিংবা মহিলারা এটিএম কার্ডের মাধ্যমে এটিএম মেশিন থেকে টাকা তোলার সঠিক নিয়ম না জানার কারণে অন্য কোন মানুষ বা এটিএম বুথের সিকিউরিটি গার্ডের দ্বারা আর্থিক লেনদেন করে থাকেন। এটা সম্পূর্ণ অনিরাপদ।
তাই নিচে আমরা এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দিবো।
মনে রাখবেন, ইসলামি ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক এর এটিএম থেকে টাকা তোলার নিয়ম একই। তবে আলাদা আলাদা এটিএম বুথ বা এটিএম মেশিনের ক্ষেত্রে functionality এবং interface কিছুটা আলাদা হতে পারে।
অবশ্যই পড়ুন:
- অনলাইনে টাকা আয় করার ১০টি সহজ উপায়
- লেখালেখি করে আয় করার ওয়েবসাইট
- মেয়েদের ঘরে বসে আয় করায় ১৫টি উপায়
- ফেসবুকে লেখালেখি করে আয় করার উপায়
এটিএম থেকে টাকা তোলার পদ্ধতি
এটিএম বুথ থেকে টাকা তুলতে হলে আপনাকে সর্বপ্রথম দুইটি বিষয় নিশ্চিত করতে হবে।
প্রথমত, আপনি যে কার্ডটি দিয়ে টাকা উত্তোলন করবেন সেই কার্ডটি আপনার সাথে থাকতে হবে।
দ্বিতীয়ত, আপনার এটিএম কার্ডের গোপন চার সংখ্যার PIN নাম্বারটি অবশ্যই জানা থাকতে হবে। এছাড়া আপনি টাকা উত্তোলন করতে পারবেন না। কারণ, আপনি যতবার এটিএম বুথ থেকে টাকা তুলতে যাবেন ততবার আপনাকে এই পিন নাম্বারটি প্রদান করতে হবে।
যদি এই দুইটি বিষয়ে আপনি নিশ্চিত হয়ে থাকেন, তাহলেই আপনি এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারবেন।
এটিএম কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা তোলার নিয়ম স্টেপ বাই স্টেপ:
- এটিএম কার্ড ব্যবহার করে বুথ থেকে টাকা তোলার জন্য প্রথমে আপনার নিকটস্থ এটিএম বুথ খুঁজে বের করতে হবে।
- এটিএম কার্ডটি বুথ মেশিনে প্রবেশ করাতে হবে।
- কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং আপনার কার্ডের চার ডিজিটের গোপন PIN নাম্বারটি ইনপুট করতে হবে।
- উত্তোলনকৃত টাকার পরিমাণ সিলেক্ট করে দিতে হবে।
- এরপর নিশ্চিত (confirm) করতে হবে।
- সবশেষে রিসিট চাইলে “হ্যা” আর না চাইলে “না” বাটনে ক্লিক করে দিলেই আপনার উত্তোলনকৃত টাকা ATM মেশিনের মানি আউট সেকশন দিয়ে বেরিয়ে আসবে।
- তারপর আবার লেনদেন করতে না চাইলে “না” বাটনে ক্লিক করে কার্ড মেশিন থেকে বের করে নিতে হবে।
উপরে উল্লেখিত নিয়মে এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলতে হয়।
কিন্তু অনেকেই কিভাবে এটিএম কার্ড মেশিনে ঢুকাতে হয় সে বিষয়টি জানেন না। এটিএম কার্ড উল্টো করে মেশিনে প্রবেশ করানোর ফলে টাকা তোলা সম্ভব হয় না এবং ঝামেলায় পড়তে পারেন।
তাই এটিএম কার্ড বুথে প্রবেশ করানোর সঠিক নিয়ম সম্পর্কে জানা খুবই জরুরী।
কিভাবে এটিএম কার্ড এটিএম বুথে প্রবেশ করাতে হয়?
প্রথমে আপনাকে এটিএম মেশিনের কাছে যেতে হবে। এরপর মেশিনের ডান দিকে কার্ড প্রবেশ করানোর জায়গা দেখতে পাবেন। সেখানে কার্ড প্রবেশ করানোর দিকনির্দেশনা দেওয়া থাকে।
এটিএম কার্ড দেখতে মুলত আয়তাকার বক্স আকৃতির হয়। কার্ডের একদিকে সিম কার্ডের মতো একটি মাইক্রোচিপ বা স্লট (Slot) দেওয়া থাকে এবং অন্যদিকে Bank account information দেওয়া থাকে।
কিছু কিছু এটিএম কার্ডে একটি তীর চিহ্ন দেওয়া থাকে। এই তীর চিহ্ন অনুযায়ী সঠিক দিকে এটিএম বুথে কার্ড প্রবেশ করাতে হয়।
কার্ড প্রবেশ করানোর ক্ষেত্রে কার্ডের সামনের অংশ অর্থাৎ যে দিকে সিম কার্ডের মতো স্লট বা তীর চিহ্ন থাকে তা উপরের দিকে রেখে প্রবেশ করাতে হবে।
কার্ড সঠিকভাবে এটিএম বুথে প্রবেশ করানো হয়ে গেলে কিছু সময় অপেক্ষা করতে হবে এবং তারপর ডিসপ্লেতে আপনার কার্ডের পিন নাম্বারটি প্রদান করতে বলা হবে।
এরপর পরবর্তী স্টেপগুলো সম্পন্ন করে আপনি বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
নোট: ATM বুথ থেকে টাকা তুলতে হলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ১০০০ টাকা বা এর বেশি টাকা থাকতে হবে। কারণ, এটিএম বুথ থেকে আপনি সর্বনিম্ন ৫০০ টাকা উত্তোলন করতে পারবেন।
এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্র কোনটি?
যেসব ক্ষেত্রে এটিএম কার্ড ব্যবহার করা হয়:
- আপনি যেকোনো ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে যেকোন এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন।
- অনলাইনে পণ্য কেনাকাটা বা online shopping এর ক্ষেত্রে এটিএম কার্ড ব্যবহার করা যায়।
- মানি ট্রান্সফার (Money transfer) করতে পারবেন।
- ব্যাংকের মোবাইল এপ্লিকেশন সেবা নিতে পারবেন।
- নিরাপত্তার সাথে অল্প সময়ের মধ্যে টাকা হাতে পেয়ে যাবেন।
এটিএম কার্ড ব্যবহারে সতর্কতা
যেকোনো এটিএম বুথ থেকে টাকা তোলার ক্ষেত্রে আপনাদের অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। আসতর্কভাবে এটিএম বুথের সাহায্যে লেনদেন করলে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন।
ATM Card ব্যবহারের সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে:
- সর্বপ্রথম আপনার ATM কার্ডের পিন কোডটি গোপন রাখুন। কখনোই যাতে আপনার পিন নাম্বারটি জানতে না পারে। যদি কেউ জেনে যায় তাহলে সে আপনার অজান্তেই কার্ডের সব টাকা তুলে নিতে পারবে। এজন্য কার্ড এবং পিন কখনোই একসাথে রাখবেন না।
- সোশ্যাল মিডিয়ায় এটিএম কার্ডের ছবি বা নম্বর শেয়ার করা থেকে বিরত থাকুন
- এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় কোন সমস্যা হলে সরাসরি বুথের ম্যানেজারের সাথে কথা বলুন। অপরিচিত ব্যক্তির সাথে এ বিষয়ে আলোচনা করবেন না।
- কার্ড বুথে প্রবেশ করানোর পর অবশ্যই সঠিক পিন নাম্বার ইনপুট দিতে হবে। মনে রাখবেন, তিন বারের বেশি ভুল পিন নাম্বার দিয়ে টাকা উঠানোর চেষ্টা করে তাহলে আপনার কার্ড আটকে যাবে। এরপর পূনরায় সার্ভিস চার্জ দিয়ে আরেকটি কার্ড সংগ্রহ করতে হবে।
- এটিএম বুথ থেকে তোলা টাকা অবশ্যই চেক করে নিতে হবে। কেননা অনেক সময় বুথ থেকে ছেড়া বা জাল টাকা বের হতে পারে।
- ATM কার্ড দিয়ে টাকা তোলার জন্য স্থানীয় বা নিকটতম ATM মেশিন ব্যবহার করা সুবিধাজনক। অচেনা স্থানে এটিএম মেশিন ব্যবহার করার আগে সাবধান থাকুন।
- ATM মেশিনে লেনদেন করার সময় ক্যামেরা এবং অন্যান্য লোকের নজর হতে আপনার গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখার জন্য শরীরের সাহায্যে ডিসপ্লেটি ঢেকে রাখার চেষ্টা করুন।
- আপনার ATM কার্ড চুরি হলে দ্রুত ব্যাংক বা এটিএম প্রদানকারী সংস্থার সাথে যোগাযোগ করুন এবং কার্ডটি ব্লক করান।
- টাকা তোলার পর ট্রানজেকশন স্লিপ বা রিসিপ্ট কখনো এটিএম বুথে ফেলে আসবেন না। এতে আপনার ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে যেতে পারে।
- এটিএম কার্ড দিয়ে অনালাইনে কোনো ওয়েবসাইটে পেমেন্ট করার সময় সেই ওয়েবসাইটের ইউআরএল (URL) এ https:// protocol আছে কিনা সেটা অবশ্যই খেয়াল করবেন। https:// থাকলে আপনি নিশ্চিন্তে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে পেমেন্ট করতে পারেন।
এটিএম কার্ড কিভাবে ব্যবহার করতে হয়: FAQs
ATM কার্ডের পিন নাম্বার ভুলে গেলে আপনাকে সরাসরি ব্যাংকে গিয়ে কথা বলতে হবে।
এটিএম বুথ থেকে টাকা তুলতে কোন চার্জ কাটে না। তবে এজন্য আপনার কার্ডের ধরন অনুযায়ী বাৎসরিক চার্জ প্রদান করতে হবে। তাছাড়া আপনার কার্ড বন্ধ হয়ে যাবে।
আপনি সবসময়ই (২৪ ঘন্টা) এটিএম কার্ড ব্যবহার করতে পারবেন। যদি এটিএম মেশিনের উপস্থিতি থাকে।
একটি এটিএম কার্ড দিয়ে একদিনে সর্বোচ্চ কত টাকা তুলতে পারবেন, সেটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। কারণ, কার্ডের ধরন অনুযায়ী গ্রাহকরা একদিনে ২০ হাজার করে ৫০ হাজার কিংবা ১ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারেন। আপনি একদিনে কত টাকা তুলতে পারবেন সেটা নির্ভর করে আপনি যে ব্যাংকের একাউন্ট হোল্ডার সেই ব্যাংকের সিস্টেমের উপরে।
যদি আপনার এটিএম কার্ডটি হারিয়ে যায় তাহলে ব্যাংকে যোগাযোগ করুন। আপনি চাইলে থানায় জিডি করতে পারেন।
আমাদের শেষ কথা
এটিএম কার্ড ব্যবহারের নিয়ম কিংবা এটিএম কার্ড কিভাবে ব্যবহার করতে হয় এ বিষয়ে আশা করি আজকের আর্টিকেলে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন।
এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলতে হলে আপনাকে উপরোক্ত নিয়মগুলো অবশ্যই মানতে হবে। তাছাড়া আপনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন।
আশা করি এটিএম কার্ড দিয়ে নিরাপদ লেনদেন করার ক্ষেত্রে আপনাদের আর কোন সমস্যায় পড়তে হবে না।
যদি আপনাদের এ বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।